নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

সবাইতো সুখী হতে চায় !

১৪ ই জুন, ২০২১ বিকাল ৫:৩৮


‘সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয়, কেউ হয় না।
জানি না লোকে যা বলে, সত্য কী না,
কপালে সবার নাকি সুখ সয় না

সুখ খুঁজতে গিয়ে মান্না দে গেয়েছিলেন কালজয়ী এ গান। জা্নিনা তিনি সুখের সন্ধান পেয়েছি্নে কিনা তার জীবদ্দশায়! তবে সুখের সংজ্ঞা কী সে প্রশ্নের উত্তর দেয়া খুব সহজ নয়। কারণ সুখ একটি আপেক্ষিক বিষয়। কেউ মদ বিক্রি করে দুধ পান করে এটাই তার সুখ আবার কেউ দুধ বিক্রি করে মদ পান করে তাতেই তার সুখ। তা্ই তো কবি বলেন সুখ তুমি কি বড় জানতে ইচ্ছা করে !! সুখের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষের বাস। এই সাড়ে সাতশো কোটি মানুষের সুখের সংজ্ঞা হয়তো সাড়ে সাতশো রকমের। কারণ মানুষ সুখের সংজ্ঞা যে যার মতো করে সাজিয়ে নেয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ব্যক্তি কী চান? তার সন্তুষ্টি ও পরিতৃপ্তি কোথায়? তিনি তার জীবনকে কীভাবে দেখতে চান? কীভাবে উপভোগ করতে চান? মনোবিদদের মতে, সুখ মানে এমন কিছু যা কল্যাণকর। মোদ্দা কথায় সুখ হলো মনের এমন একটি অবস্থা বা অনুভূতি যা ভালোবাসা, তৃপ্তি, আনন্দ বা উচ্ছ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুখের মূল উদ্দেশ্যই হলো আনন্দকে বাড়ানো, আর কষ্টকে কমানো। কবি কামীনি রায় তার ‘সুখ’ কবিতায় লিখেছেন-
‘নাই কিরে সুখ? নাই কিরে সুখ?
এ ধরা কি শুধু বিষাদময়?
যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে
কেবলি কি নর জনম লয়?’

তবে কে সুখি মানুষ তা উপলদ্ধি করা যাবে যখন তার ভিতেরে প্রকাশ পাবে নিচের ছয়টি বিশেষ গুনাবলী যথাঃ
১। ক্ষমা করার মানসিকতা
২। আত্মবিশ্বাস
৩। কৃতজ্ঞতা বোধ
৪। জানার কৌতুহল
৫। নিজের যোগ্যতাকে মূল্যায়ন
৬। বাস্তবতাকে মেনে নেওয়া
ইতিবাচক অনুভূতি জীবনে পরিতৃপ্ত থাকতে শেখায় এবং নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। সুখের জন্য নেতিবাচক অনুভূতি কমানো, চিন্তা ও হতাশা দূর করা জরুরী। জীবন আপনাকে যা দিয়েছে তাকে গ্রহণ করা এবং জীবন যে রকম তাকে সেভাবেই আত্তীকরণ করার যে সামর্থ্য তার মধ্যেই সুখের চাবিকাঠি লুকিয়ে আছে।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৫:৫৭

ফুয়াদের বাপ বলেছেন: যার জীবনের চাহিদা যতো কম সে তত বেশি সুখকে ছুঁয়ে দেখতে পারবে।

১৪ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একদম খাটি কথা যেটি
আমার লেখার শেষ লাইনের
সাথে সাহঞ্জস্যপূর্ণ।
ফুয়াদের বাপ
আপনাকে ধন্যবাদ

২| ১৪ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

কামাল১৮ বলেছেন: দুঃখ আছে বলেই সুখ উপলব্ধি করা যায়।সুন্দর লিখেছেন।আপনার কাছ থেকে আরো এমন লেখা আশা করি,যাতে অভিজ্ঞতার ছাপ আছে।

১৪ ই জুন, ২০২১ রাত ১০:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার কোন অভিজ্ঞতাই নাই
তাই মাঝে মধ্যেই হোচট খাই
চলেতে পথে !

৩| ১৪ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: রবী ঠাকুর লিখেছেন -



এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না,
শুধু সুখ চলে যায়।
এমনি মায়ার ছলনা।

১৪ ই জুন, ২০২১ রাত ১০:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সুখ হলে নিজের ছায়ার সাথে লুকোচুরি খেলা!
সুখ ধরতে যাবেন সে সামনে বাড়তেই থাকবে
তাকে ধরা যাবেনা ! তবে যদি তাকে অবজ্ঞা করে
সামনে আগাতে জানেন তবে সে আপনার পিছু নেবে
এটাই আমার অভিজ্ঞতা!

৪| ১৪ ই জুন, ২০২১ রাত ৯:৩৫

জটিল ভাই বলেছেন:
এ জীবন কেনো এতো রঙ বদলায়???

১৪ ই জুন, ২০২১ রাত ১০:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বড্ড জটিল প্রশ্ন !!
এত জটিলতার মাঝে
হাটতে চাইনা !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.