নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

শেয়াল পণ্ডিত !!

২৯ শে জুন, ২০২২ রাত ১০:৪১


Photo credit: Google
শেয়াল পণ্ডিত !!
© নূর মোহাম্মদ নূরু

আমি যা বলি তা সবই ভাবি ঠিক
কার এমন সাধ্য বলে তা বেঠিক
কাজ কাম করি যা সবই নিখুঁত
আমি শেয়াল পণ্ডিত!

বুদ্ধিতে পেট আমার আছে ফুলে ফেপে
জ্ঞান রাখি হাড়িতে কেজি দরে মেপে
তা থেকেই বিলাই আমি কিঞ্চিত
আমি শেয়াল পণ্ডিত!

দুনিয়ার সব পচাঁ শুধু আমি ছাড়া
পঁচাদের ঝেটিয়ে করি ছাড়া পাড়া
পাড়ায় আমার মতো আর নাই সৎ
আমি শেয়াল পণ্ডিত!

কেউ দেয় বাহবা কেউ উস্কানী
ভালো যা লাগে তা নিজ কানে শুনি
মন্দটা দূরে রেখে শুই হয়ে চিত
আমি শেয়াল পণ্ডিত!

এই ভাবে দিন যায় আসে রাত ফিরে
তেলবাজ চাটুকার রাখে মোরে ঘিরে
মোটা মাথার গাধাদের কি করি বিহীত
আমি শেয়াল পণ্ডিত!

যাক তারা গোল্লায় আমার কি আসে
শুকনা মরা কাষ্ঠই নদী জলে ভাসে
পেটে কিছু থাকলে ডুবিতাে নিশ্চিৎ
আমি শেয়াল পণ্ডিত!


প্রকাশকালঃ ঢাকাঃ বুধবারঃ ২৯ জুন ২০২২ ইং

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২২ রাত ১১:০৩

সোনাগাজী বলেছেন:



কেন এত এত কিশোর পদ্য?

২৯ শে জুন, ২০২২ রাত ১১:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার কেশ পক্ক হলেও
বুদ্ধিতে আপনার মত ঝানু নয়!
বুদ্ধি আর মনটা কিশোর, তাই
কিশোর পদ্য

২| ২৯ শে জুন, ২০২২ রাত ১১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
বরাবরেই মতোই ভাল হয়েছে ছড়া।

২৯ শে জুন, ২০২২ রাত ১১:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আওঅঅনাকে ধন্যবাদ
ইতিবাঁচক মন্তব্য করার জন্য।

৩| ২৯ শে জুন, ২০২২ রাত ১১:০৫

শূন্য সারমর্ম বলেছেন:

শিয়ালকে পন্ডিত বানানোর কাজ কি ঈশপ শুরু করেছিলো?

২৯ শে জুন, ২০২২ রাত ১১:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শিয়াল নিয়া ঈশপ অনেক
গুলো গল্প লিখে গেছেন।
সম্ভবত ঈশপই শিয়ালকে
পণ্ডিত বানিয়েছেন!

৪| ৩০ শে জুন, ২০২২ রাত ১:৩৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: এতো পণ্ডিতের ভিড়ে আমি মূর্খ কই যাই।

৩০ শে জুন, ২০২২ রাত ১:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোথাও যেতে হবেনা, ভেটকি মাইরা
পইরা থাকুন আর পণ্ডিতের ধাঁধার
মানে খুঁজুন!

৫| ৩০ শে জুন, ২০২২ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: চমৎকার।

৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ খান সাহেব,
ভাবছি কিছু দিন বিরতিতে
যাবো! নইলে ফুল পাখি নিয়ে
গান গাবো!

৬| ৩০ শে জুন, ২০২২ দুপুর ২:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি কি জানেন খালি কলসি একটু বেশীই সাউন্ড করে?

৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হুম, তিনটা ডিমের তিনটাই
ধার করা!

৭| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাহ! দারুণ কবিতা।

৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ,
মশিউর রহমান।
দেরীতে হলেও
ছড়াটি পাঠ
করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.