নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

বাড়ছে নারী, কমছে পুরুষ !! -

২৭ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০৬


বাড়ছে নারী, কমছে পুরুষ !!

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে ক্রমেই পুরুষের বিপরীতে বাড়ছেছে নারীর সংখ্যা।
এখন দেশে নারীর তুলনায় পুরুষ সংখ্যা শতকরা দুইজন কম! অর্থাৎ বর্তমানে ১০০ জন নারীর বিপরীতে পুরুষ রয়েছে মাত্র ৯৮ জন। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। যেখানে ৮ কোটি ১৭ লাখ পুরুষ ও ৮ কোটি ৩৩ লাখ নারী। আর ১২ হাজার ৬২৯ জন তৃতীয় লিঙ্গের। সে হিসাবে বর্তমানে দেশে
প্রতি ১০০ জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা ৯৮ জন।
তবে সারা দেশে নারীর তুলনায় পুরুষের অনুপাত কমলেও ঢাকা বিভাগে আধিপত্য রয়েছে পুরুষের। এই বিভাগে দুই কোটি ১৭ লাখ ২১ হাজার ৫৫৬ নারীর বিপরীতে পুরুষের সংখ্যা দুই কোটি ২৪ লাখ ৫৯ হাজার ৮২২ জন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন এ তথ্য জানা গেছে। আজ বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী

মন্তব্য ৭২ টি রেটিং +২/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২৫

শায়মা বলেছেন: হায় হায় কেয়ামত দেখি চলেই আসলো!!

আমাদের আসমা বলে, আফা দুইন্নায় কেয়ামৎ আইবার আগে আগে বেডিমাইনসে দুইন্না ভইরা যাইবো।

বেডিগো ভয়ে বেডারা উঁচা উঁচা গাছে উইঠা বয়া থাকবো।


কসম খোদার ফান না আসমা এইটাই বলে। :(

অবশ্য তার গল্প আর সেই বর্ণনা কল্পনা করে আমি হাসতে হাসতে শেষ! :P

২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পুরুষের চার বিয়েতে মেয়েরা
এখন আর মনে হয় বাঁধ
সাধবে না!
তা নাহলে থাকুক আইবুড়ী
হয়ে; আমার কি?

আসমার কথাটা হেসে
উড়িয়ে দেবার মতো নয়!
আমিও শুনেছি, তবে
সে গাছেত নাম নাকি
মান্দার গাছ! যাতে
বড় বড় কাঁটা আছে।
মেয়েদের ভয়ে পুরুষ সে
কাঁটারও নাকি পরোয়া
করবেনা! সেটাই নাকি
ঘোর কলিকাল!

২| ২৭ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২৭

জগতারন বলেছেন:
আমি এখানে দেখা দিয়ে গেলাম।

২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আবার আসবেন,
নিমন্ত্রণ
রইলো।

৩| ২৭ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৫২

ফয়সাল রকি বলেছেন: @শায়মা আপু, আমি গাছে চড়তে পারিনা, আমার কি হবে!!!!

২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রকি ভাই
শখ করে কি বিড়াল গাছে ওঠে !!
ঠ্যালায় পড়ে গাছে ওঠে!
ঠিকই উঠতে পারবেন!
ঠ্যালায় পড়লে।

৪| ২৭ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৫৭

সোনাগাজী বলেছেন:


মেয়ে সন্তান বেশী জন্ম নিচ্ছে, নাকি নারীরা বেশী বেঁচে থাকছেন?

২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছোট বেলায় শুনতাম মেয়েদের নাকি
কৈ মাছের প্রাণ!

৫| ২৭ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৫৭

শায়মা বলেছেন: :P
@ ফয়সাল ভাইয়া দাঁড়াও আসমার কাছে শুনে আসি।


তবে আমার ধারনা গাছে না চড়তে পারবে যারা তাদেরকে কেটে কুটে রান্না করা হবে। :)

২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার তা মনে হয়না,
তখন তাদের কদর আরো
বেড়ে যাবে, বেদেনীরা
যেমন পুরুষদের আয়
রোজগার করে খাওয়ায়!

৬| ২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৫

জুল ভার্ন বলেছেন: সেই জন্যই বোধহয় একাধিক বিয়ের সুযোগ রয়েছে

২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানুষ যা এখন ভাবে বা ভবিষ্যতে
ভাববে ইসলাম ধর্ম তা আগেই বলে
দিয়েছে। কোরআন কেয়ামত পর্যন্ত
পূর্ণাঙ্গ জীবন বিধান।

৭| ২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৮

কামাল৮০ বলেছেন: আল্লাহ সব কাজ হিসাব করেই করেন।আল্লাহর হিসাব আলাদা।হিসাব মতো এখন কয় বিয়ে করতে হবে।

২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেখনা পারেগা আগে
কেয়া হোতা হ্যায় !!

৮| ২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

সোনাগাজী বলেছেন:



সায়েন্টিক বিষয়ে পোষ্ট দিয়েছেন, উহাকে বুঝার চেষ্টা করেন, লজিক্যাল ব্যাখ্যা দেন! মেয়ে সন্তান কি বেশী জন্ম নিচ্ছে, নাকি নারীদের আয়ুস্কাল বেশী?

২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব, গোস্যা করার কিছু নাই।
কথা সত্য! মেয়েরা ছেলেদের তুলনায়
বাঁচে বেশী।
বাংলাদেশে নারীদের গড় আয়ু পুরুষদের তুলনায় ৪ বছর বেশি। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর 'বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি ২০২১' প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে
গত সপ্তাহে প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে নারীদের গড় আয়ু ৭৫ বছর, যেখানে পুরুষদের গড় আয়ু ৭১ বছর। এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে নারীদের গড় আয়ু ৭৪.২ বছর। আর পুরুষদের ৭১.১ বছর।
অর্থাৎ নারীদের গড় আয়ু পুরুষদের তুলনায় প্রায় তিন বছর বেশি।

৯| ২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

শায়মা বলেছেন: মান্দার গাছ! যাতে
বড় বড় কাঁটা আছে।
মেয়েদের ভয়ে পুরুষ সে
কাঁটারও নাকি পরোয়া
করবেনা! সেটাই নাকি
ঘোর কলিকাল!


হা হা হা ভাইয়া হাসতে হাসতে মরে যাবো নাকি!!!!!!!!!!!!!!!!
এমনিতেই গাছের নীচে রাক্ষসী খোক্ষসী নারীরা সব দাঁড়িয়ে আছে আর বেগানা পুরুষ ভয়ে আত্মারাম খাঁচাছাড়া হয়ে গাছের মগডালে বসে চিল্লাচ্ছে মনে হলেই আমি হাসতে হাসতে মরি।

আজ আবার তুমি বললে মান্দারগাছের কাঁটায় ছিলে ছুলেও মগডালে উঠে বসে থাকবে!!!

হা হা হা হা হা হা হা

২৭ শে জুলাই, ২০২২ রাত ৮:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিয়া কইরা নিছেন, স্বামী সংসার
আছে সুতরাং হাসতে মানা নেই, তবে
তাদের কথাও একটু ভাবুন যে বিশ্বের
অন্তত ২৫ টি দেশের নারীরা বিয়ের
জন্য পাত্র খুঁজে পাচ্ছেনা।
স্বজাতির প্রতি একটু সদয় হোন!

১০| ২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫১

মিরোরডডল বলেছেন:





পোষ্ট পড়ে কিন্তু প্রথমেই আমার এটা মনে হয়েছে যে পোষ্টদাতা আরেকটা বিয়ে করতে যাচ্ছেন ।
আর সেটাকে জাস্টিফাই করতে এই লেখা :)

রেশিও যখন বলছে পরুষের চেয়ে মেয়ে বেশী, একাধিক বিয়ে করাই যায়, তাই নাহ ?

কিন্তু মশাই, এটাও ভেবে দেখবে এখন যে সময় , অনেক মেয়েরই জীবনসঙ্গী হিসেবে আর পুরুষের প্রয়োজন হয় না ।
So, ultimately it gonna be balanced :)


২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মিরোরডডল আপু,
যদি এটা বাংলাদেশের চিত্র হতো তা হলে বলতে পারতেন আমার আর একটা বিয়ের খায়েস হয়েছে। কিন্তু এটা শুধু আমাদের দেশের চিত্র নয়। সমগ্র বিশ্ব জুড়ে এই একই অবস্থা।
ইউরোপের স্বনামধন্য কয়েকটা দেশে বিয়ের জন্য দেখা দিয়েছে পুরুষ সংকট।
এই দেশগুলো হলো, রাশিয়া, লাটভিয়া, বেলারুশ, লিথুনিয়া, আর্মেনিয়া, ইউক্রেন। পরিসংখ্যান বলছে এই দেশগুলোতে পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি হওয়ায় এসব দেশে বিয়ের জন্য পুরুষের সংকট দেখা দিয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, লাটভিয়ায় প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৮.০। লিথুনিয়ায় প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৭.২। আর্মেনিয়ায় প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৫.৫। রাশিয়ায় প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৫.৩। বেলারুশে প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৫.২। ইউক্রেনে প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৫.৮৭।

সে যা হোক তারা বিয়ের পাত্র পাইলো কি পাইলোনা সে নিয়ে আমার মাথা ব্যাথা নাই। আমায় দুশ্চিন্তায় ফেলে দিয়েছে আপনার এই কথাঃ "কিন্তু মশাই, এটাও ভেবে দেখবে এখন যে সময় , অনেক মেয়েরই জীবনসঙ্গী হিসেবে আর পুরুষের প্রয়োজন হয় না ।"
জীবনসঙ্গী হিসেবে যদি পুরুষের দরকার না হয়, তা হলে এর বিকল্প কি?
ঠিক আছে আমাকে না বলুন ক্ষতি নাই তবে যে দেশে নারীরা বিয়ের পাত্র খুঁজে
পাচ্ছেনা, তাদের কানে কানে বলে দিন, অনেক উপকার হবে তাদের,
আপনাকে প্রাণ খুলে দোয়াও করবে।

১১| ২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০২

আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূরু,




এটা তো হবারই কথা! এইখানে দেখুন সে কথাই বলেছি - কপাল পোড়া পুরুষ ........ নপুংসক ?
আর শায়মা বেগমের কথারও মিল আছে সেখানে শুরুতেই।

@ শায়মা,
ফয়সাল রকিকে ঢরার জইন্নো আপনে কোন মান্দার গাছের নীচে ঢেঁঢ়িয়ে ঠাকবেন ? :-P কৈয়া যান.....

২৭ শে জুলাই, ২০২২ রাত ৮:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আহমেদ জী এস ভাই সায়মা আপাদের আসমা
যে কথা নিয়ে চিন্তিত তার কিন্তু তাতে কোন মাথা
ব্যাথা নাই! সে যে ভাবেই হোক রকিকে পাকড়াও
করবেই! হায়রে রকি ভাই" তুম তো গ্যায়া"

১২| ২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১১

শায়মা বলেছেন: হা হা আহমেদ জি এস ভাইয়া তোমার পোস্ট পড়ছি পরে

কিন্তু ফয়সাল রকি ভাইয়াকে এমন ভয় দেখানোর কথা পড়ে আমি হাসতে হাসতে না মরে বেঁচে উঠে মান্দার গাছ খুঁজতে চলে গেছি।

খুঁজে এসেই তোমাদের জানাচ্ছি কিন্তু ফয়সালভাইয়াকে সেই কথা জানানো যাবে না তাই সাথে কালো কাপড়ও আনছি! :P

২৭ শে জুলাই, ২০২২ রাত ৮:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


জলদস্যু ভাইয়ের কাছ থেকে ধার করা
মান্দার গাছের চিত্র!

১৩| ২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২১

মিরোরডডল বলেছেন:




রকি কি সাঁতার জানে ?
বেশী ভয় লাগলে, তাড়া খেয়ে গাছে উঠতে না পারলে পানিতে ঝাঁপ দিবে :)

২৭ শে জুলাই, ২০২২ রাত ৯:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জলে কুমির,
ডাঙ্গায় বাঘিনী!
রকির বাঁচার কোন
আশাই রইলোনা!

১৪| ২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৫

শায়মা বলেছেন: হা হা হা মিররডল!!!!
কসম আমি এই পোস্ট পড়ার সময় আর কমেন্ট লেখার সময় তোমার কথাই ভাবছিলাম।

ভাবছিলাম তুমি মনে হয় হাসতে হাসতে মরবে কমেন্ট পড়ে....


রকিভাইয়া সাতার জানেলই কি???

নারীরা কি সাঁতার জানিনা!!!!!!!!!!!

গাছে চড়ুক আর পানিতে নামুক রক্ষা নাই!!!!!!!!!!! হা হা হা হা

আগুনে ঝাঁপ দিয়ে অবশ্য দেখতে পারে তাইনা !!!!!!!!! :P

২৭ শে জুলাই, ২০২২ রাত ৯:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রকি ভাই বাচতে চাইলে কামরূপ
কামাক্ষায় গিয়ে দেখতে পারো,
শুনছি ওখানে নাকি তোমাদের
মতো পুরুষের কদর আছে!

১৫| ২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: সবাই চারটা বিয়ে করলে মেয়ে খুঁজে পাওয়া যাবে না। তাই মেয়েদের সংখ্যা আরও বাড়াতে হবে।

২৭ শে জুলাই, ২০২২ রাত ৯:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবার করতে হবেই এমন কথা
কে বললো! যারা ভারসাম্য বজায়
রাখতে পারবে তারাই ওই পথে
হাটবে!

১৬| ২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫১

মিরোরডডল বলেছেন:




ওই যে আসছে আরেকজন, সাচুও চার বিয়ের জন্য রেডি ।
শুধু তাই না, মেয়ের সংখ্যা বাড়াতে বলে, যেন ৪ বউয়ের পাশাপাশি গোটা কয়েক বান্ধবিও থাকে । :)


২৭ শে জুলাই, ২০২২ রাত ৯:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দোষের কি যদি ফ্রি অফার থাকে!

১৭| ২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

মিরোরডডল বলেছেন:




শায়মাপু, সেইভাবে বললেতো মেয়েরা গাছেও উঠতে পারে ।
রকিকে গাছে উঠেও পাকড়াও করা যাবে ।
রকির মুক্তি নেই। আগুনে ঝাঁপই ভরসা ।

আহা ! রকির অবস্থা চিন্তা করে আমার মায়া লাগছে আপু :)




২৭ শে জুলাই, ২০২২ রাত ৯:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রকি ভাই আমার মনে হচ্ছে
বাঘিনীদের থেকে আগুনই
ভালো হবে, কারন আগুনে
আক ঘা, আর বাঘিনী ছুঁইলে
১৮ ঘা !

১৮| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৮:০৫

এস এম মামুন অর রশীদ বলেছেন: মুরুব্বির মতিগতি ভালো ঠেকছে না। কোনোদিন যদি নারী:পুরুষ বরং ১০০:৯৮ হয়, মুরুব্বি কার জন্য চার বিয়ের ওকালতি করবেন? :-*

২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মামুন ভাই, চিন্তা করবেন না,
একজন আপনার জন্য বরাদ্দ
রইলো।

১৯| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৮:০৯

শায়মা বলেছেন: মিররমনি!!!!!!!!!

আহারে রকিভাইয়াটা :(

নুরুভাইয়া আহমেদ জি এস ভাইয়া বলেছে এটা মান্দার গাছ না .. ছেলেরা তাল গাছ নারকেল গাছে উঠবে। মান্দার গাছ বেশি উঁচু না মেয়েরা পা টেনে ধরবে ইজিলি। আর লম্বা মেয়েরা তো পুরাই গলা চেপে ধরবে। :(

২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি বোধ হয় মান্দার গাছ দেখেন নি,
মান্দার গাছ বেশ বড় হয়। তা ছাড়া এটা
রূপক অর্থে ব্যবহার করা হয়েছে।
এর মানে মেয়েদের ভয় পুরুষদের
মাঝে এমন আতঙ্ক সৃষ্টি করবে যে
তার কাছে কাটার আঘাতকেও
ফুলের স্পর্শ মনে হবে।

২০| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৮:১২

স্প্যানকড বলেছেন: নারী বাড়লে ভালো তো ! হাদিসে কিন্তু আছে দোজখে এদের সংখ্যা বেশী থাকবে! সর্বত্র নারীর জয় ! একটা ও পাই না বাড়লেই কি আর কমলেই কি হুহ ! ভালো থাকবেন নুরু ভাই।

২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দোজখী নারী যেমন থাকবে তেমনি
জান্নাতী নারীও থাকবে। যেমন থাকবে
পরুষও।
আপনার কবিতার নারীগুলোকে
বড্ড ভয় পাই!
দোয়া করবেন যেন হেফাজতে
থাকি অনাচার থেকে।

২১| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৮:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাসর রাত হবে তালগাছের উপর।

২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যেখানের করুন, আকাশে কিংবা মর্তে
সঙ্গিনীতো সেই নারী!
পালাবে কোথায়?

২২| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৮:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: সব বউকে নিয়ে তালগাছের উপর সংসার করবো। আর বান্ধবীরা থাকবে গাছের নীচে।

২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বউ যদি নারী না হয়ে অন্য কোন প্রজাতি হতো
তা হলে বাঁচার আশা থাকলেও থাকতে পারতো।
কিন্তু এখানে বাঁচার কোন আশাই দেখছিনা
আপনার। ইয়া নাফসি ইয়া নাফসি জপ
করে দেখতে পারেন।

২৩| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৮:৩০

মিরোরডডল বলেছেন:




সাড়ে চুয়াত্তর বলেছেন: সব বউকে নিয়ে তালগাছের উপর সংসার করবো। আর বান্ধবীরা থাকবে গাছের নীচে।

সাচুর এ স্বপ্ন কি ঘুমিয়ে, না জেগে ?

২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাচু ভাই মোগো দেশের পোলা,
ভয় করেনা আগুনের গোলা!

২৪| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৯:০১

শায়মা বলেছেন: ২২. ২৭ শে জুলাই, ২০২২ রাত ৮:২৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: সব বউকে নিয়ে তালগাছের উপর সংসার করবো। আর বান্ধবীরা থাকবে গাছের নীচে।


ভাইয়া
তোমার দেখছি উভয় সংকট!!! জলে বাঘ ডাঙ্গায় কুমির!!! শাখের করাত অবস্থা!!!

উপর থেকে ধাক্কা দিয়ে বউগুলা ফেলে দেবে আর নীচে থেকে বান্ধবীরা তোমাকে কুঁচি করে কাঁটবে। :)

২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাচু ভাইর
যেনে শুনে বিষ পান না
করাই হবে উত্তম!

২৫| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৯:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: সিঁধেল চোরের মতো গায়ে বেশী করে তেল মেখে লুঙ্গি কাছা দিয়ে গাছে উঠতে হবে। তাহলে কোন মেয়ে কাছে আসলেও সুবিধা করতে পারবে না।

২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শখ তো কম না!
বাসরও করার
খায়েশ আবার
কাউকে কাছেও
আসতেও দিবেন না।
হুসে আছেন?

২৬| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৯:২২

মিরোরডডল বলেছেন:




শায়মাপু, সাচুতো নিজেকে বাবুই মনে করছে , তাই তালগাছে বাসরের স্বপ্ন দেখে :)

চার বউয়ে আনন্দের কি আছে ? এটাতো একটা Chaos ছাড়া আর কিছুই না ।
আমিতো মনে করি একসাথে চার বিয়ের চেয়ে ওয়ান আফটার আনাদার বেটার ।
One at a time.
সেক্ষেত্রে কোন চারের সীমাবদ্ধতা নেই । যত খুশী তত করবে :)

যাইহোক, সাচুর এসব স্বপ্ন দেখা গুরেবালি !
ওই যে বললাম, ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা যতোই বেশী হোক না কেন,
কারো দ্বিতীয় বউ হতেই এখন কেউ আর আগ্রহী না ।
মেয়েরা এখন একাই বাঁচতে জানে :)



২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেউ যদি বারে বারে মরতে চায়
সে করুক যত ইচ্ছা তত বিয়া।
কেননা পুরুষ জাতি দুই প্রকার
জীবিত আর বিবাহিত!

২৭| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৯:২৫

মেহেদি_হাসান. বলেছেন: আমি জনশুমারির কর্মী ছিলাম

২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলহামদুলিল্লাহ, তা কারো
কাছ থেক আশার বানী
পেয়েছেন?

২৮| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৯:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: নারীদের ছাড়া পুরুষদের বাঁচা সম্ভব না। পুরুষরা একা একা বাঁচতে জানে না।

২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাই আপনিতো এবার গনেশ উল্টে দিলেন!
পুরুষকে বলা হয় বট বৃক্ষা আর নারীকে স্বর্ণলতা!

২৯| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ভারসাম্য ই কাম্য সবার। ব্লগে কিন্তু পুরুষের সংখ্যা বেশি।

২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সৃষ্টি যার বিধান তার।
প্রকৃতি যদি ভারসাম্য
না রাখতে চায় তবে
আমাদের সাধ্য কি?

৩০| ২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:২৩

শায়মা বলেছেন: ২৮. ২৭ শে জুলাই, ২০২২ রাত ৯:৩১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: নারীদের ছাড়া পুরুষদের বাঁচা সম্ভব না। পুরুষরা একা একা বাঁচতে জানে না।

ঠিক ঠিক

মিররমনি ভাইয়ার জন্য সিনেমা :)
চার সতীনের ঘর

২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভদ্রলোক নারীদের কথার
বাইরে যায় না। সাচু ভাই
ভদ্র পুরুষ।

৩১| ২৭ শে জুলাই, ২০২২ রাত ১১:১১

রানার ব্লগ বলেছেন: চার বৌ ব্যাপারটা খারাপ না। চিন্তা যোগ্য বিষয়।

২৮ শে জুলাই, ২০২২ রাত ১২:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এক বৌ নিয়ে টেকা দায়!
আপনি করছেন চার বৌ এর
ভাবনা!

৩২| ২৭ শে জুলাই, ২০২২ রাত ১১:৩৫

কালো যাদুকর বলেছেন: শেষ পর্যন্ত কেয়ামত চলে আসল মনে হয়।

২৮ শে জুলাই, ২০২২ রাত ১২:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমারও ধারণা তাই!
সেদিন হয়তো খুব একটা
বেশী দূরে নয়। কারন
জানতে পারলামঃ
এখন নাকি অনেক মেয়েরই জীবনসঙ্গী হিসেবে আর পুরুষের প্রয়োজন হয় না!

৩৩| ২৮ শে জুলাই, ২০২২ রাত ১:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: বাহ! আজ তো নূরু ভাই এর পোস্টে সেলিব্রিটিতে ভরপুর। আমরা নরমাল লোকজন আর কি মন্তব্য করব? তাই মন্তব্য করা থেকে বিরত রইলাম।

২৮ শে জুলাই, ২০২২ রাত ১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোফরান ভাই,
এরা সব সুখের পায়রা!
বিপদ দেখলে কেটে পড়বে!
দিন শেষে দেখা যাবেঃ
"পাড়ি দিতে নদী হাল ভাঙ্গে যদি,
মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিবো,
তুমি আছো, আনি আছি"

৩৪| ২৮ শে জুলাই, ২০২২ ভোর ৬:০০

ইমরোজ৭৫ বলেছেন: নারীরা সুন্দরের প্রতীক।

২৮ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাতো আপনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন।
দিল্লিকা লাড্ডু আবার খাবেন?

৩৫| ২৮ শে জুলাই, ২০২২ সকাল ৭:৩১

অগ্নিবেশ বলেছেন: মুমিনারা সংখ্যায় বাইড়া গেলে মুমিনদেরই এগিয়ে আসতে হবে তাদের বিবাহ করে সেই সব মুমিনাদের ভরন পোষন, যৌনক্ষুদা ইত্যাদি মেটাতে হবে। মুমিনদের অনেক চাপ। তাদের কাম এখানেই শেষ নহে, এর পর সারা জাহানে শান্তি ফেরানোর জন্য ইসলাম কায়েম করার লক্ষ্যে কাফের দেশ আক্রমন করতে হবে, অবশ্য এটাকে জেহাদ বলে, জাহান্নামী কাফের পুরুষদের হত্যা করতে হবে, এতে করে তাদের বৌ বেটিরা অসহায় হয়ে যাবে, তারা কোথায় যাবে? দেখেন ইসলামের সৌন্দর্য, তাদের সবাইকে নিয়ে ঘরে আসতে হবে। সেই সব কাফেরদের বৌ বেটিদের ত আর বসায়ে বসায়ে খাওয়ানো যায় না, তাই তাদের দিয়ে বাসাবাড়ির কিছু কাম কাজ করাতে হবে। কিছু দুষ্ট লোক ইহাকে দাসপ্রথা বলে। যাই হোক দুষ্ট চরিত্রের লোকেরা ত অনেক কিছুই বলে। এর পর সেই সব কাফের বৌ বেটিদের যখন বাই উঠবে তখন তাদের শান্ত করতে আমাদের মুমিনদেরই এগিয়ে আসতে হবে, নিজের চার বিবিকে ঠাণ্ডা করা চাট্টিখানি কথা না, তার পরেও এই সব দাসীদের কাম ও ঠান্ডা করতে হবে। সাহাবীরা সেই সময় আজল করত যাহাতে বেবি টেবি না নয়। এতবার উঠবস করলে মুমিনদের কাহিল হয়ে যাওয়ার কথা, কিন্তু মুনিনদের ভেঙ্গে পড়লে চলবে না, পরকালে আরো উঠবস করতে হবে, তখন কাতারে কাতারে যৌনলোভী হুরদের ঠাণ্ডা করতে হবে। হে ব্লগীয় মুমিনরা ইসলামের রাহে আসেন, বিবি গ্রহন করেন, দাসী গ্রহন করেন, আপনাদের বসে থাকা চলবে না, আপনাদের উঠবস করতে হবে। বলেন সুভানল্লাহ।

২৮ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দরবেশ হুজুর
আমার লেখার ফোকাস কি
ওই দিকে ছিলো যে দিকে
আপনি ধাবিত হচ্ছেন?
মনে রাখবেনঃ
সে যুগ হয়েছে বাসি
যে যুগে পরুষ দাস ছিলো না কো,
নারীরা ছিলো দাসী"


এখন নাকি নারীদের পুরুষের দরকার পরেনা!

৩৬| ২৮ শে জুলাই, ২০২২ সকাল ১০:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কয়েকদিন আপনাকে সামুতে না দেখে চিন্তিত হয়ে ছিলাম ।

২৮ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভেবে ছিলাম হয়তো আর আসবোনা,
কিন্তু যেতে চাইলেও যাওয়া হয়না।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.