নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

চোর !!

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৪


চোর !!
©নূর মোহাম্মদ নূরু

মানব কুলে জনম নিয়ে কেন হলেম চোর,
ভাবছি বসে একা একা নিশি হয়না ভোর।
সবার মতো হাজার স্বপন দেখছি হবো বড়,
আজকে আমি চোর হয়ে লজ্জাতোলা জড়োসড়ো।

কয়েকটা দিন কাজে গিয়ে ফিরছি খালি হাতে,
দু-দিন ধরে উপোশ সবাই খাবার যে নাই পাতে।
বয়স বেড়েছে বাতের ব্যথা কাজ জোটেনা তাই,
সবাই খোঁজে জোয়ান মরদ বুড়োদের কাজ নাই।

দু-দিন ধরে অনাহারে ছোট্ট অবুঝ নাতি,
বাপ তার মরে গেছে আমার খেলার সাথি।
সারাটা দিন আমার সাথে করে নানান খেলা ,
হাসি খুশি ছিলাম মোরা কেটে যেতো বেলা।

দু-দিন ধরে জরে পড়ে রইছে তাহার মায় ,
রান্না বাড়া হয়নিকো তাই উপোশ দিতে হয়।
অবুঝ শিশু কাঁদছে বসে পেটে ক্ষুধার জালা,
কি করে আর রইবো ঘরে কানে দিয়ে তালা।

বের হয়েছি গভীর রাতে থালা নিয়ে সাথে,
যে করে হোক এনে কিছু দিব নাতির পাতে।
আসে পাশের কয়েক বাড়ি দেখছি তালাশ করে,
পাকের ঘরে পাইনি কিছু সব রেখেছে ঘরে।

বরাত জোরে এক ঘরেতে পেলাম পান্তা ভাত,
চুপি চুপি নিতে হবে নইলে যাবে জাত।
জাতের চিন্তা যায় মিলিয়েছেন নাতির মুখটা ভাসে,
পেলে খাবার রাত দূপুরে দেখবো নাতি হাসে।

নাতির হাসি মনে করে আমিও যখন হাসি,
পাহাড়াদার শব্দ পেয়ে বাজায় তাহার বাশি।
বাশি শুনে বহু মানুষ আমায় ঘিরে ধরে,
চোর বলে বে-রহমে সবাই আমায় মারে।

দড়ি দিয়ে শক্ত করে বেধে রাখে রাতে,
এই চোরের বিচার হবে আগামীকাল প্রাতে।
একা ঘরে একা আমি হিসাব করি কতো,
সব চোরের হয় কী বিচার এই আমার মতো!

পুকুর চুরি,সাগর চুরি অনেক জানি আমি,
চুরি করে হাকায় গাড়ি তারা অনেক দামী।
জ্ঞানী চোরের আছে নাকি অনেক লম্বা হাত,
বড় বড় চুরি করেও যায়না তাদের জাত।

নাতির মুখে দেখবো হাসি ভাত দিয়ে তার পাতে,
তাইতো আমি করতে চুরি নেমে ছিলাম রাতে।
পেটের ক্ষুধায় চুরি করে কয়েক মুঠো ভাত,
ধরা পড়ে চোরের হাতে চলে গেলো জাত।

প্রকাশকালঃ ৫ সেপ্টেম্বর ২০২২ ইং

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: কষ্টের ছড়া

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জী দাদা, কষ্টে ভরা জীবন!

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৭

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লাগল কবি নূরু দা
অনেক শুভেচ্ছা রইল------

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আওঅঅনাকে অনেক অনেক ধন্যবাদ
লিটন ভাই মন্তব্য প্রদানের জন্য।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৪

আমি আগন্তুক নই বলেছেন: খুব সুন্দর লেখা কিন্তু মর্মান্তিক দারিদ্র্যের।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্‌।
তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: দেশে সবাই চোর, কেউ জনগণের চাল চোর, কেউ অধিকার চোর, কেউ দেশের অর্থ বিদেশে পাচার করে চোর, কেউ কাজ চোর, কেউ অন্যের হক নষ্ট করে চোর, কেউ প্রতারণা করে মানুষের মন চোরকেউ এতিমের সম্পদ চুরি করে চোর, কেউ বৈদ্যুতিক খাম্বা চুরি করে চোর। ভালো কোন শালায়? ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বড় চোরেরা ছোট ছোট চোরকে ঘটা করে সাস্তি দেয়;
নিজেরা থাকে সকল ধরা ছোঁরার বাইরে।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১০

পোড়া বেগুন বলেছেন:
বাচ্চাদের ক্ষুধার জ্বালা সইতে পারিনা আমি।
বড়ই কষ্টের কবিতা। প্লাস +

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অবুঝ বাচ্চারা যখন ক্ষুধায়
কাঁদে তখন খোদার আরশও
কেঁপে ওঠে।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

কামাল৮০ বলেছেন: বৃদ্ধ বয়সে পেনশন চাকরি গেলে বেকার ভাতা চালু করতে হবে।ছড়া সুন্দর হয়েছে।ভাবনার সুন্দর প্রকাশ।শরীয়া আইন চালু হলে হাত কাটা যাবে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ
চাকুরীজীবীর না হয় বেকার ভাতা;
মজুরের কী হবে? শরীয়া আইন চালু
হলে ছোট চোরের না হয় হাত কাটবেন;
বড় চোরদের কী করবেন?

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৭

ইসিয়াক বলেছেন: মনটা খারাপ হয়ে গেল... কবিতা ভালো হয়েছে প্রিয় ব্লগার।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আনার মনটাও খুব খারাপ হয়েছে
দাদার অসহায়ত্ব দেখে! বাপ মরা
ছোট বাচ্চাটার পাতে দু-মুঠো ভাত
না দিতে পারার কি যে যন্ত্রনা তা
একমাত্র দাদারাই বুঝে।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৯

জগতারন বলেছেন:
+++
লাইক!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ দাদা।

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৯

গেঁয়ো ভূত বলেছেন:


"পুকুর চুরি,সাগর চুরি অনেক জানি আমি,
চুরি করে হাকায় গাড়ি তারা অনেক দামী।
জ্ঞানী চোরের আছে নাকি অনেক লম্বা হাত,
বড় বড় চুরি করেও যায়না তাদের জাত।"

দারুন !!!

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ অনেক আপনাকে গেঁয়ো ভূত,
মন্তব্য প্রদানের জন্য। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.