নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

নিখোঁজ !!

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৪


নিখোঁজ !!
(মজা দেই, মজা লই)
নূর মোহাম্মদ নূরু

প্রতিদিনই হচ্ছে নিখোঁজ অনেক মহারথি,
ছাগল ভেড়া পাধার পাল ছিলো যাদের সাথি।
তাদের ভয়ে থাকতো নীরব বাঘ ভাল্লুক আর হাতি,
আজকে তাদের বাড়ি ঘরে দিচ্ছে না কেউ বাতি।

মনের দুঃখে বন ছেড়েছে যারা নীরব করে পূরী,
কেউ ফেলেনা দু-ফোঁটা জল তাদের কথা স্মরি।
কারো দিনই যায়না সমান বলছে গুণী জনে,
আসছে নতুন দলে দলে ফুল ফোঁটাতে বনে।

ছিলো দাপট বেঁধেছে জোট শাখা মৃগ মিলে,
আজকে তারা ছেড়েছে বন চোট পেয়েছে দিলে।
সঙ্গী তাদের ছিলো যতো রইছে ম্রিয়মান,
বুঝে নাই ক্ষনিক তরে দিন যায়না সমান

রঙ্গ লীলা করছে কতো দম্ভ ভরে বনে,
আজকে তাদের হচ্ছে বিদায় ভঙ্গ দিয়ে রণে ।
একে একে অকর্মা সব ছাড়বে সাধের বন,
সেদিন যে নয় বেশী দূরে গুনতেছি তার ক্ষন।

কথায় বলে বেশী বাড়া হয়না কভু ভালো,
সময় হলে নিবে বিদায় মুখটি করে কালো।
নিখোঁজ হয়ে রইবে দূরে করবে না কেউ মনে,
নীরিহ আর সুশীল যারা থাকবে তারাই বনে!

প্রকাশকালঃ ঢাকা-২১ সেপ্টেম্বর ২০২২ ইং

মন্তব্য ২১ টি রেটিং +৬/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: নুরু ভাই আপনার নিখোঁজ বিজ্ঞপ্তি ভালো লেগেছে।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ দাদা নিখোঁজ সংবাদ ভালো লাগার জন্য।
দুঃখের সাথে বলতে হয় আজ অনেকেই নিখোঁজ হয়ে যাচ্ছেন
যাদের হাক ডাকে এক সময় বনের নীরিহরা ভয়ে তটস্থ ছিলো!

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি জ্বলে।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধ্রুব সত্য কথন!

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: সীমালঙ্ঘন করা সৃষ্টি কর্তার অপ্রিয়।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! আল্লাহ তোমাদের জন্য যেসব উত্কৃষ্ট বস্তু হালাল করেছেন তা তোমরা হারাম কোরো না এবং সীমা লঙ্ঘন কোরো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না।’ (সুরা মায়িদা, আয়াত : ৮৭)

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: অন্যের ক্ষতি করতে পেরে পৈশাচিক উল্লাস করার কিছু নেই। যেদিন থেকে ক্ষতি করছেন সেদিন থেকে দিন গননা করুন আপনার ৪ গুণ বেশি ক্ষতির জন্য।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ গোফরান ভাই।
পবিত্র কোরআনে আল্লাহ বলেনঃ
নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধানদানে আল্লাহ অপেক্ষা কে শ্রেষ্ঠতর? '
সূরাঃ মায়িদা, আয়াত: ৪৮-৫০)।
আল্লাহর ৯৯টি নামের একটি নাম 'হাকিম'
বা ন্যায়বিচারক,
তিনি 'আহকামুল হাকিমিন' অর্থাৎ
সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


নিখোজ হলেও এই ধরণির কিছু যায় আসে না।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটাই স্বাভাবিক নিয়ম। কেউ যদি মানব কল্যানে কোন ভূমিকা রেখে যেতে না পারে তবে কেউ তাকে মনে রাখবেনা, ফিরেও তাকাবেনা।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৮

পোড়া বেগুন বলেছেন:
আমি পুড়তে পুড়তে শ্যাষ! কে নিখোঁজ হলো,আর কে আসলো তার
হিসাব নেবার সময় কই? তবে যারা গেছে তাদের জন্য বিদায়ী শুভেচ্ছা;
যারা নতুন আসলো তাদের স্বাগত জানাই।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য।
আপনার নিজেরইতো ত্রাহি অবস্থা!
কে আসলো আর কে গেলো তার
সন্ধান না নিয়ে নিজের কথা
ভাবুন আর নতুন কিছু লিখুন।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৭

কামাল৮০ বলেছেন: নতুন করে কে আবার নিঁখোজ হলো।হয়তো কোথাও বেড়াতে গেছে।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হয়তোবা! ফিরবে হয়তো নতুন খোলশে!

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৬

কামাল৮০ বলেছেন: নতুন করে কে আবার নিঁখোজ হলো।হয়তো কোথাও বেড়াতে গেছে।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটাই ভবের খেলা!

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগার সোনাগাজী দেখলাম নিজের ব্লগে নিজে পোস্ট দিতে পারছেন। আপনি চুপচাপ। পোস্ট ব্যান হয়েছেন নাকি এমনি পোস্ট দিচ্ছেন না?

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
না ব্যান হইনি;
মডু সাহেব বলেছেনঃ
আগাছার মাঝে বসবাস!
গুনী ও বিচক্ষন মানুষ!

ভালো লাগছে না, আগাছার মাঝে বসবাস করতে !
তাই একটু বিরতী!

১০| ২৬ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৫২

গেঁয়ো ভূত বলেছেন: আহঃ নুরু ভাই আপনি সত্যিই নিখোঁজ হয়ে গেলেন!! আর কোনোদিন আমার এই মন্তব্যের জবাব দিতে আসবেন না।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

শায়মা বলেছেন: নিখোঁজ হয়ে রইবে দূরে করবে না কেউ মনে........

হঠাৎ এসে এই কবিতার এই লাইনটা দেখে মনটা খারাপ হলো।

আসলেই কেউ মনে করে না....... শুধু দু একজন মাঝে মাঝে মনে করে। কিন্তু মনে করেই বা লাভ কি হয়?

১২| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮

খায়রুল আহসান বলেছেন: সত্যি সত্যিই আপনি আমাদের কাছ থেকে একেবারেই চিরদিনের তরে নিখোঁজ হয়ে গেলেন!
আপনার শান্তি ও মাগফিরাত কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.