![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসেছি আমি তব
ফিরে যেতে হবে মম
নেই কোন সন্দেহ
গুঁরু আদর্শ ধারণ কর
পাবে মুক্তির পাথেয়
মুক্তি সুত্র দিয়েছেন যিনি
বিনিময়ে চায়না মূল্য
কামনা করে না সে
লাভ ক্ষতির ধার ধারে না
অজন্মা অজাত চিরন্তন
স্বভাবেই সে
লোভে পড়ে হিংসা করে
সামান্যের তরে নিজেরা রচনা করে
টুটি চেপে ধরে পেশী শক্তি দিয়ে
জোর করে ঘোষণা করে
মাওলা থেকে যে প্রেরণা আসত
শেষ হয়েছে চিরতরে
মহাপুরুষ আর আসবে না কোন কালে
স্রষ্টার ভান্ডার হয়েছে শেষ
বাকী নেই মাত্র লেশ!
শিরক করছে মাওলা সেজে
মাওলানা নাম ঘোষণা করে
দেখিনি কভূ যাকে, তবু
এ কোন সুরে হাকে
শ্বাসে প্রশ্বাসে সে মোরে ডাকে
হাকে গভীরে মম স্পন্দনের বাকে বাকে
দিয়েছেন যা ব্যয় কর অতিরিক্ত থেকে
পেট পিঠের সমঅধিকার জেনে
স্মর তারে পূত পবিত্র কর্ম করে
স্মর স্মর তাকে
একাকীত্বে স্থির চিত্তে।
প্রেরণা দেয় যে তোমারে
যা দিয়েছিলো তাদেরে
দিবে অনন্তকাল ধরে,
তবুও হবে না শেষ কোন কালে
প্রেরণাপ্রাপ্ত মজিবুল হক
গুঁরু তার প্রেরণাপ্রাপ্ত আকসার
ভক্তি যত আমার নিবেদন করি
গুঁরু মোহাম্মদ জামিলুল বাসার
প্রতিষ্ঠাতা ভদ্র যুব সংস্থার
মান কি না মান
নেই কোন ক্ষতি তার
মানলে ভাল কর্ম কর পরার্থে
ধৈর্য্য ধর সফলতা পাবে নিশ্চয় তাতে
সাম্যবাদ ঘোষণা করে
অতিরিক্ত নয় তোমার জন্যে
বিলায় সে অকাতরে
কর্মই ধর্ম শ্লোগান তুলে
তোমাদের থেকেই নির্বাচিত সে
কর্ম করে প্রভূরে স্মরে
প্রেরণা পায় যখন যেমন
তোমাদের কাছে বিবৃত করে
দল উপদল ভেঙ্গে-চুড়ে
পরিশোধন করে মানুষ জাতেরে
এক কাতারে
কেবল প্রভূর তরে ডাকে
তবুও কি চিনবে না তাকে!
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
বাউল আলমগী সরকার বলেছেন: শান্তিবাদ ধন্যবাদ
ভেঙ্গে দাও মনের বাঁধ
ধন্যবাদ ধন্যবাদ।