![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাগিনীর বিষাক্ত ছোবলে
নীলে নীলাম্বরী অসার দেহ
শিয়াল-কুকুর আর শকুনের দলে
হুক্কা হুয়া শোরে
ভোজন বিলাস সারে।
অমানিশা হতে জ্যোতির উন্মোচনে
বিবর্তন চক্রে ধার্য পতন অনিবার্য!
জাগো! হে জাগো!!
কাল ও ধরণীর অধিকারী
অন্তর্যামী আমার
বিষে আক্রান্ত পুরো দেহ।
কী করে তব
অভিমানে থাক আজও!
জানি, তুমি কর্তা কারণ
প্রার্থনা তব অবিরত-
বর্ষণ করো সর্বত্র
তোমার সাহায্য।
দলোগণের ব্যক্তি স্বার্থে
নিযুক্ত গোটা রাষ্ট্রযন্ত্র
অযাচিত বিভেদে
কিংবা বিভেদের নাটকে
হয়ে আছে অন্ধ।
কারণমাত্র শুধুই
ক্ষমতার দ্বন্ধ।
রাষ্ট্র যেন আজ
শুধুমাত্র ক্ষমতারই জন্য।
জনতার গোলাম নেতাগণে
হয়নি গোলাম
হয়নি যে নিঃস্বার্থ।
কী পেলাম, কী খেলাম
এ নিয়েই যত ব্যস্ত-ত্রস্ত।
দেশ!
যাক না, গোল্লায় যাক!
নিজেরটাতো ঠিক ঠাক!
পারিবারিক দলতন্ত্রের পায়ে
নমঃ নমস্তে
শিকলাবদ্ধ দাসত্বের ফাঁদে
গোটা ভোটার সমাজ।
প্রশাসনের দায়িত্বে
দলোগণের পা-চাঁটা কুকুর
ঘুষখোর আমলা সমাজ।
কৃষক, শ্রমিক, চামার-মুচি
সংবাদ কর্মী কিংবা
স্বাস্থ্য, শিক্ষা, আদালত
সর্বত্র যেন একই হালৎ
৭১ এর চেতনাকে-
দলোগণে
ধর্মের চেতনাকে-
ভন্ড তেঁতুল ঠাকুরে
পুঁজি করে নিজের স্বার্থে।
বলেছিলেন প্রেরণাপ্রাপ্ত মজিবুল হক
বাণী তাঁর সত্য
নিকৃষ্ট মায়ে জন্ম
আকৃষ্ট বাপ করে ধর্ম
তোদের মা হয়েছে পাগল
বাপ হয়েছে ভূত
ভাই-বোন স্বজন
হারূত মারূত
উত্তরাধিকার ভোগের নেশায়
দলোগণের দ্বারা দলোগণের জন্য
সর্বত্র আজ দলোগণের প্রভুত্ব
এ যেন-
শুধুমাত্র নির্ভেজাল দলতন্ত্র।
দলতন্ত্রের জঠরে ধারণকৃত
একনায়ক হতেও বিভৎস
গণতন্ত্রের নামে প্রসবিত-
স্বৈরতন্ত্র।
কায়েম করেছে সর্বত্র
অসুর রাজত্ব।
নাগিনীর বিষাক্ত ছোবলে
নীলে নীলাম্বরী অসার দেহ
শিয়াল-কুকুর আর শকুনের দলে
হুক্কা হুয়া শোরে
ভোজন বিলাস সারে।
অমানিশা হতে জ্যোতির উন্মোচনে
বিবর্তন চক্রে ধার্য পতন অনিবার্য!
ভেবে দেখ মন উপাস্য মন্ত্র
রাষ্ট্রের মালিক ওরা নয়
ন্যায্য বিচার বন্টন নীতির নিমিত্ত
জনগণের দ্বারা জনগণের জন্য
জ্ঞানীজন সমর্থিত গণতন্ত্র
শাষক নয়, হতে পারে
জনতার গোলাম মাত্র।
প্রতিষ্ঠা করে
মোহাম্মদ জামিলুল বাসারের
কোরানিক যুক্তি-
দল-উপদল ভেঙ্গেচুরে
অবাধ স্বতন্ত্র-স্বাতন্ত্র গণতন্ত্র
পেট ও পিঠের
অহিংস সাম্য নীতি
জন্ম ও জীবনের
প্রাকৃতিক সম অধিকারে
পেতে পার মুক্তি।
©somewhere in net ltd.