![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘পাগলি’ ‘বাতাসি'র তোড়ে
আজি এ দিনটা
কেঁটে যাবে রে
রে. রে.. রে...!
প্রাত:কালে অফিস যেতে
রণ সাঁজে সাজি ক্ষণে;
ভালবাসার সুরভী
মেখে দিল সে
আমার এ
সারা দেহ-মনে!
ভাড়া দিতে গাড়িতে
হাত দিলাম পকেটে;
শিহরিত আমি
আচমকা এক শিহরণে!
একি!
ভালবাসার চিরকুট
বেরিয়ে এল তাতে
সুরভী ছড়াতে ছড়াতে।
পড়ে গেলাম শুধুই পলকে
পুলক! পুলকে!!
'পাগলি' 'বাতাসি' আমার
জানিয়েছে আমারে
সে যে
ভালবাসার সুঁতোয়
কেবলই
আমারেই বেঁধেছে-
‘ভালবেসে অন্তরে অন্তরে
চিরতরে লিখে রেখ
আমারি নাম।
এই মন
তোমাকে দিলাম।
ইতি
তোমার পাগলি’
‘ইটামি টিটুমাকে
ভিটালো বিটাসি
ইতি
তোমার বাতাসি’
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১
নুরুলইসলাম খান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭
মায়াবী ছায়া বলেছেন: বাহ খুব সুন্দর
:-)