![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজন!
তুমি মর নাই
তুমি আমার ছেলে
তুমি আমার ভাই
তুমি মর নাই!
এক গেলস পানির আর্তনাদে
তোমার সাথে কাঁদে
ফারাক্কা তিস্তা
কাঁদে দেশের সবাই
তুমি মর নাই!
চুরির অপবাদে ওরা
তোমার জীবন পিষে,
পাহাড়সম সম্পদ পুজি করে
তোমারই রক্ত শুষে।
রক্ত চোষা পশু তাই
রক্ত ওদের চাই
তুমি মর নাই!
রাজন!
তুমি মর নাই!
মরেছে ওরা
মরেছে মানবতা
মরিয়া প্রমাণ
করিলে তুমি তাই
তুমি আছ
সদা জাগ্রত
লক্ষ কোটি বিবেকে
হয়েছে তোমার ঠাই
তুমি মর নাই!
রাজন!
তুমি মর নাই
তুমি আমার ছেলে
তুমি আমার ভাই
তুমি মর নাই!
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: নির্মম, পৈশাচিক, অমানবিক
নিষ্ঠুরতার চরম প্রকাশ. ধিক
এই মানবরুপী পশুদের।
নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক
শাস্তি দাবী করছি।