নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

রহস্য গল্প : জোয়ারানকুসা।

২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৫



সুপ্রাচীন শহর বিক্রমপুর। চারশো বছরেরও বেশি সময় ধরে অনেক রাজা রানী,জমিদার আর ইংরেজদের জীবনের অজস্র প্রেম ভালবাসা, জয়, পরাজয় নিয়ে গল্প ছড়িয়ে আছে এই শহরের মানুষের মুখে মুখে। প্রচলিত এমনই এক গল্প জোয়ারানকুসা।

বিক্রম পুর শহরে জোয়ারা নামে একটি মেয়ে ছিল। সে মেয়েটি শহরের ইদ্রাকপুর কেল্লার সরকারি বাসভবনে তার পরিবারের সাথে থাকতো। ইদ্রাকপুর কেল্লা তখন বাংলাদেশের প্রাচীন পরিত্যক্ত স্থাপত্য। তাই সরকারি কর্মকর্তাদের বাংলো হিসেবে ব্যবহার করা হতো।
সেখানকার সেই মেয়েটি সাধারন মানুষের চোখের সামনে অসাধারন রুপবতী হয়ে বড় হতে থাকে। জোয়ারার আসল নাম জুই। কিন্তু কেন জানি খুব ছোট বয়স থেকে নিজের নাম সে জোয়ারা বলে। তার অদ্ভুত সব আচরনে তার মা বাবা ও অবাক হতো। কেউ কেউ বলে জোয়ারারা এটা দ্বিতীয় জন্ম। অনেক কিছু সে আগেই বলে দিতে পারতো। তাই মা বাবা ও তাকে সব জায়গায় নিতো না।

প্রকৃতির অদ্ভুত নিয়মে তার মুখ দিয়ে অনির্বায নিয়তির কথা প্রকাশ হয়ে যেতো। কিন্তু সে মেয়ে টির জীবনেও প্রেম এলো
ষোড়শী জোয়ারা প্রেমে নোয়েল নামের কলেজ ছাত্র বদ্ধ উন্মাদ। সব সামাজিক নিয়ম কানুন আর মানুষের দৃষ্টি কে পরোয়া না করে নানা অজুহাতে কেল্লায় গিয়ে দেখা করে। পৃথিবীর সব সত্যিকারের ভালোবাসার ও কিছু অমোঘ নিয়তি থাকে। যে নিয়তি কে কোন প্রেমিক প্রেমিকা অতিক্রম করতে পারেনা।নোয়েলের কাছে জোয়ারা যেন ছিল অদ্ভুত নেশার মতো। প্রায় দিন কেল্লার সামনের সবুজ পানির পুকুরে নিজেদের চেহারার প্রতিচ্ছবি দেখতে ভালবাসতো। আর জোয়ারার গায়ের গন্ধ নিয়ে সে নিশ্বাস নিতো। ষোড়শী কিংবা অষ্টাদশ বয়স কে ঝাপিয়ে সব মানুষের জীবনে কতো প্রেম না উকি মারে। একদিন মনের অজান্তে কিংবা নিয়তির বেড়াজালে পড়ে নোয়েলের জীবনে হঠাৎ অন্য নারীর প্রবেশ হলো। সহ্য করতে পারলো না জোয়ারা। ইদ্রাকপুর কেল্লার ঘরের পাশের পরিত্যক্ত প্রাচীন সুড়ঙ্গ ধরে নামতে নামতে চিরদিনের জন্য হারিয়ে গেল। তারপর রহস্যময় সুড়ঙ্গপথে কুকুড়, ঘোড়া, হাতি পাঠানো হল। জোয়ারার যেন পুরনো গল্প হয়ে গেল। এই দিকে হঠাৎ এক দুপুরে সেই সবুজ পানির পুকুরে নোয়েলের লাস ভেসে উঠলো। কেউ জানে না। কিভাবে এই শহর থেকে মানুষের জীবন গল্প হয়ে যায়। তারপর অনেক দিন পর ইদ্রাকপুর কেল্লার পিছনের বাগানে ঘাসের মতো কোন গাছ। নিজে নিজেই বেড়ে উঠছে।

তারপর একদিন কেল্লা সংস্কারের কাজে সরকারী গবেষক দল গেলেন। সেই ঘাসের মতো গাছ গুলোর নাম জানালেন সুগন্ধি গাছ জোয়ারানকুসা। এই দিকে হারিয়ে যাওয়া জোয়ারা বাবা বিস্মিত হলেন ভেবে তার সে মেয়েটি নিজেকে জোয়ারা বলতো। যতদিন সে চাকরীর কারনে কেল্লায় ছিলেন ততোদিন গাছ গুলোর দিকে তাকিয়ে অশ্রু ফেলতেন। আর সবুজ পানির পুকুর সব সময়ের জন্য একেবারে নিসঙগ হয়ে গেলো। একটা জীবন্ত ভালোবাসার ছায়া বুকে নির্বাক ইতিহাসের গল্প হয়ে রইলো।

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিষাদময় গল্প , ভাল লাগলো ।

২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জীবনের নিষ্ঠুর সত্য পৃথিবীর সব সত্য কে অতিক্রম করে। ধন্যবাদ।

২| ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তহীন তিয়াসী প্রেম এমনই হয়েছে যুগে যুগে কালে কালে.............

+++++++++

২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনার বিদ্রোহী না হয়ে উৎসাহী হওয়া উচিত ছিল। নামটা আমিই দিলাম। গল্পটা অনেক আগে প্রকাশিত।আজকে ব্লগে দিলাম। বরাবরের মতো উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

৩| ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫০

শামছুল ইসলাম বলেছেন: গল্প ভাললেগেছে।

ভাল থাকুন। সবসময়।

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: শ্রদ্ধেয় আপনাকেও ধন্যবাদ আমার লেখা গল্প পড়ার জন্য। ভাল থাকুন।

৪| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৭

রোদেলা বলেছেন: জোয়ারানকুসা -নামটাতো বেশ লাগলো।এর অর্থ কি ,জানা হলো না।বিষাদে ভরা গল্প মন ছুঁয়ে গেল।

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপু জোয়ারানকুসা একটি গাছের নাম। মেডিসিনাল প্লান্ট। পারফিউম তৈরীতে ব্যবহার হয়। আমার বরের ল্যাবে ক্লনিকেল ফ্লাস্কে নামটা দেখে আমার ভালো লেগেছিলো। এর বৈজ্ঞানিক নাম জেনে আপনাকে জানাবো। ধন্যবাদ।

৫| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৯

আনিসা নাসরীন বলেছেন: সুন্দর লেখেছেন।

২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনার ভালো লাগা আমাকে উৎসাহিত করলো। ধন্যবাদ।

৬| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৩

বিলুনী বলেছেন: অসাধারণ হয়েছে গল্পটি । খুব ভাল লাগল ।
ধন্যবাদ সুন্দর গল্পটির জন্য ।

২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনার অসাধারন মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৯

আহসানের ব্লগ বলেছেন: বুকমার্ক করে রাখলাম ।

২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাই বুক মার্ক করেন আর যাই করেন। আপনি আমার গল্পের ঘর ভিসিট করেছেন তাতেই উৎসাহিত। ধন্যবাদ।

২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ

৮| ২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: ছোট গল্পটি ভাল লাগল । কাহিনীটা বেশ সরস হয়েছে । একটা বিশেষ দিক ফুটে উঠেছে , তাহল গল্পের কলেবর ছোট হয়েছে এবং এটা পাঠে তেমন বেগ পেতে হয়নি অথচ একটি গল্পের পুরা স্বাদ পাওয়া গেছে ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।

৯| ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সম্মানিত ড আলী ছোট গল্প ছোট হবার কথা। বড় হতে থাকলে তা হয়তো ছোট গল্প থাকে না। আপনার সুচিন্তিত মন্তব্য আমাকে উৎসাহিত করলো। ধন্যবাদ।

১০| ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩১

প্রামানিক বলেছেন: হৃদয় বিদারক ঘটনা।

১১| ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫২

গাওসেল এ. রাসেল বলেছেন: গল্প হিসেবে অসাধারন হয়েছে, কিন্তু ঘটনার সত্যতা আছে কি কোন? যদি থাকে তাহলে তো বলতে হয় আমি মক্কার মানুষ হয়ে হজ্জ্ব পাইনি। ধন্যবাদ আমাদের বিক্রমপুরকে ঘিরে সুন্দর একটি গল্প উপহার দেয়ার জন্য।

২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জি ভাই আপনি হয়তো মক্কার মানুষ হয়ে হজ্জ পাননি।

১২| ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪২

খোলা মনের কথা বলেছেন: জোয়ারা নামটি অদ্ভুদ। অনেকটাই ভয় পাওয়ার মত। সব মিলে ভাল লাগলো +++

২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: খোলা মনের কথা ভাই আপনি আমার মনের কথাই বলেছেন। ধন্যবাদ।

১৩| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৯

অপরিচিত মানব শুণ্য বলেছেন: একটা
জীবন্ত ভালোবাসার ছায়া বুকে
নির্বাক ইতিহাসের গল্প হয়ে রইলো।

গল্পের সঙে সমাপ্তি টা মনে গেঁথে রইল।:F:F

২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনার সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.