![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা:কেবলই কী যেন চাওয়া
নুরুন নাহার লিলিয়ান
রচনাকাল: ৩০/০১/২০০৫
("কাব্যধারিনী " নামক কাব্য গ্রন্থে প্রকাশিত হয় ২০০৭)
আমি কিছুটা সময় ধংস হতে চেয়েছি
কিছুটা সময় অন্ধকারে কাটাতে চেয়েছি
আমি কিছুটা সময় তোমাকে ছুয়েঁ দগ্ধ হতে চেয়েছি
কিছুটা সময় তোমাকে হারানোর যন্ত্রণার দীর্ঘশ্বাসে লন্ডভন্ড হতে চেয়েছি
আমি কিছুটা সময় আমার কাছে আমি অপরিচিত হতে চেয়েছি
কিছুটা সময় তোমাকে অচেনা দেখতে চেয়েছি
আমি কিছুটা সময় পেয়ে পেয়ে হারিয়ে ক্লান্ত হতে চেয়েছি
কিছুটা সময় মরিচীকার পেছনে ছুটতে চেয়েছি
আমি কিছুটা সময় তোমার বুকে আমার দীর্ঘশ্বাসের শব্দ শুনতে চেয়েছি
কিছুটা সময় আমার বুকে তোমার অহংকারের
আগুন জ্বলতে দেখতে চেয়েছি
আমি কিছুটা সময় আকাশের বুকে
নি:সঙগ পাখি হতে চেয়েছি
কিছুটা সময় অভিশপ্ত দমকা হাওয়ায়
আহত হয়ে নিচে পড়ে যেতে চেয়েছি
আমি কিছুটা সময় কান্নার নোনা জলের স্বাদ পেতে চেয়েছি।
কিছুটা সময় শ্যাওলা হয়ে ভাসতে চেয়েছি
আমি কিছুটা সময় হিংস্র বনের বাঘিনী হতে চেয়েছি
কিছুটা সময় প্রান ভয়ে পালিয়ে যাওয়া নিরীহ হরিনী হতে চেয়েছি
আমি কিছুটা সময় নিভে যাওয়া প্রদীপ হতে চেয়েছি
কিছুটা সময় অনেক আকাংক্ষিত আকাশের চাঁদ হতে চেয়েছি
যা চেয়েছিলাম সবই পেয়েছি
তবে কেন এই শূন্যতা?
কার জন্য অপেক্ষা?
২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য চমৎকার ধন্যবাদ।
২| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৯
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাই বরাবরের মতো ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না"!!! নিয়মিত লেখা পড়ার জন্য অনেক ধন্যবাদ
৩| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৮
আহমেদ জী এস বলেছেন: নুরুন নাহার লিলিয়ান,
কি অদ্ভুত বৈপরীত্যের কথা বললেন এমন করে ---
"" যা চেয়েছিলাম সবই পেয়েছি
তবে কেন এই শূন্যতা?
কার জন্য অপেক্ষা?""
সারা কবিতা জুড়ে কবি তো সব শূণ্যতাকেই চেয়েছে এবং পেযেওছে । তবে হাহাকার কেন ? কবির তো বলা উচিৎ ---
এই করেছো ভালো নিঠুর হে .....
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ঠিক তাই। কবিতাটি অনেক বছর আগে লেখা।। সে সময়টা হয়তো এমনই স্ববিরোধী ছিল। আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১২
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভকামনা।