| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
   
অবশেষে বই মেলায় পাসপোর্ট পাচ্ছে  উপন্যাস অরোরা টাউন
বই মেলার একুশতম দিনটি চলে যাওয়ার পর সত্যিই মনটা ভেঙ্গে গিয়েছিল । অনেক গুলো গভীর নিঃসঙ্গতা নিয়ে একটু একটু করে আমি উপন্যাসটি লিখেছি । প্রাত্যহিক কাজের নিয়ম কানুন গুলো তুলে রেখে কি বোর্ডে হাত চোখের সাথে মন ও রেখেছি । প্রতিটি চরিত্র এসে আমার কাছে তাদের গল্পের পসরা সাজিয়ে বসতো ।  
আমি আমার শত দুঃখের সাথে তাদের দুঃখ গুলো শুনতাম । প্রবাসে বাংলাদেশিদের বিচিত্র বেঁচে থাকা । চড়াই উতরাইয়ের মাঝে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা । আরও কত কি। 
লেখা হচ্ছে লেখকের জীবনে ইনহেলারের মত । যে ওষুধ না নিলে শ্বাস কষ্ট হয় । আমার ও শ্বাস কষ্ট হত । এ এক অন্যরকম শ্বাস কষ্ট । গভীর শূন্যতায় নিজেকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার খুঁজে নেয়া । এমন করে খুঁজতে গিয়ে অরোরা টাউন  উপন্যাসের কেন্দ্রিয় চরিত্র অরুনিমা মস্তিস্কে এসে জায়গা করে নেয় ।উপন্যাসের  নব্বই ভাগ   লেখা আমি জাপানের হোক্কাইডো আইল্যন্ডে বসে লিখেছি । জীবনের কত বাঁক পরিবর্তনের সাথে সাথে উপন্যাসটা ও আমার সাথে রয়ে গেছে। 
 
দীর্ঘ দিনের পরিচিত প্রকাশনা শিখা প্রকাশনীর সহযোগিতায় আর আন্তরিক উৎসাহে দেশে ফিরে উপন্যাসটা প্রকাশের সিদ্ধান্ত নেই । দীর্ঘ নয় বছর পর আমার চতুর্থ উপন্যাস ।
এর মধ্যে  অনলাইনে বিভিন্ন  মাধ্যমে উপন্যাসটি প্রকাশ হয় । অজানাকে জানার তীব্র কৌতূহল সবার মধ্যে থাকে । তাই এই উপন্যাসেটি ও পাঠকদের কাছে অস্থির আগ্রহ তৈরি হয় ।নভেম্বরে শেষের দিকে পাণ্ডুলিপি জমা দেই । প্রচ্ছদ ও দ্রুত তৈরি হয়ে যায় ।প্রথম সপ্তাহে বই মেলায় আসার কথা থাকলে ও তিন সপ্তাহ চলে গেছে উপন্যাসটি আলোর মুখ দেখতে পায়নি । দেশে বিদেশের অনেকেই বই কিনতে এসে ফিরে গেছে ।সাথে নিয়ে গেছে নানা রকম অভিজ্ঞতা ।আর সেই অভিজ্ঞতা কেউ কেউ ব্লগে আর ফেসবুকে লিখেছে ও। এই বিষয়ে প্রকাশনার সাথে যোগাযোগ করা হলে তারা দুঃখ প্রকাশ করে কিন্তু কোন সঠিক কারন দেখাতে পারেননি । 
 
 
যাই হোক সকল জটিলতা উপেক্ষা করে প্রকাশনা থেকে জানানো হয় আগামীকাল  ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বইমেলায় উপন্যাসটি প্রবেশের পাসপোর্ট পাবে । যারা কিনতে গিয়ে না পেয়ে বিড়ম্বনা সহ্য করেছেন । তাদের সবার কাছে আমি বিনীত দুঃখ প্রকাশ করছি । 
আমারই ভুল ছিল বিশ্বাস করা । আমারই ভুল ছিল আস্থা রাখা । 
বইমেলায় সঠিক সময়ে বইটি না এলে শুধু লেখক নয় প্রকাশক এবং পাঠক ও ক্ষতিগ্রস্ত হয় । আশাকরি প্রকাশনা শিল্পে এই অব্যবস্থাপনা দূর হবে । এই প্রকাশনা শিল্প সকল অনিয়ম দূর করে সামনে এগিয়ে যাবে। এক বুক স্বপ্ন নিয়ে আমরাও এগিয়ে যাব । 
উপন্যাস – অরোরা টাউন 
মূল্য -১৬০ টাকা
শিখা প্রকাশনী
স্টল ৬১২-৬১৫ 
 
নুরুন নাহার লিলিয়ান 
নির্বাহী সম্পাদক 
মহীয়সী নারী বিষয়ক নিউজ পোর্টাল 
ইমেল- [email protected]
 
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭  বিকাল ৪:০৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।
২| 
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭  বিকাল ৩:৩১
কানিজ ফাতেমা বলেছেন: বইটির সাফল্য কামনা করছি সেই সাথে শুভেচ্ছা জানবেন ।
 
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭  বিকাল ৪:১৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।
৩| 
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭  বিকাল ৩:৪৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়.) বলেছেন: আফা আমি আইতেছি। আপনার ফটোগ্রাফ দিতে হইবেক।
 
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭  বিকাল ৪:১৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অবশ্যই। ধন্যবাদ।
৪| 
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:৩৩
জাহিদ অনিক বলেছেন: লেখা হচ্ছে লেখকের জীবনে ইনহেলারের মত । যে ওষুধ না নিলে শ্বাস কষ্ট হয় । 
ভাল লিখেছেন । আবার যেদিন বই মেলায় যাব বইটি উলটে পালটে দেখব । 
শুভ কামনা বইএর জন্য । এতদিন পড়ে এল এটা একটা দুঃখেরই কথা । 
নভেম্বর ডিসেম্বরের দিকে পাণ্ডুলিপি জমা দিলে বই মেলায় যথাযময়ে বই এসে যায় । আর প্রকাশকদের গাফেলতি ও ব্যস্ততা তো আছেই । 
যাহোক, আবারো শুভ কামনা ।
 
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭  রাত ৮:৩৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ।
৫| 
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭  রাত ১১:১৮
নেয়ামুল নাহিদ বলেছেন: ভালো খবর, শুভকামনা নিরন্তর ![]()
 
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭  রাত ১:০৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।
৬| 
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭  রাত ১২:১৮
খায়রুল আহসান বলেছেন: লেখা হচ্ছে লেখকের জীবনে ইনহেলারের মত --  
 হাসলাম বটে, তবে কথাটা সত্য। 
এই বিষয়ে প্রকাশনার সাথে যোগাযোগ করা হলে তারা দুঃখ প্রকাশ করে কিন্তু কোন সঠিক কারন দেখাতে পারেননি -- সেদিক থেকে আমি সত্যি কতটা ভাগ্যবান! আলহামদুলিল্লাহ! 
কামনা করি, বিলম্বিত আগমনের কারণে উপন্যাসটির অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়। প্রকাশনা শিল্পের দুটো দিক রয়েছে। একদিক সুশীল, অপরদিক পঙ্কিল। একদিকে লেখকের মেধা, শ্রম আর ভালবাসা, অপরদিকে প্রকাশকের অর্থলিপ্সা, বাণিজ্য আর অবহেলা। 
কাল থেকে প্রতিদিনই মেলায় বিকেল ৫টা থেকে থাকার ইচ্ছে আছে। আপনি কখন থাকেন, জানালে আপনার হাত থেকেই বইটা নেয়ার ইচ্ছে আছে। আপনাকেও জাগৃতিতে আসার আমন্ত্রণ জানাচ্ছি। 
শুভকামনা...
 
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭  দুপুর ১২:২৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: শ্রদ্ধেয় লেখক আমার সালাম নিবেন । আমার প্রকাশক ও মানুষ হিসেবে যথেষ্ট ভাল  । বই মেলার সময়টা অনেক ঝামেলায় কাটে । অনেক চাপ থাকে । সেই ২০০৬ সাল থেকে তিনি বিনা পয়সায় আমার বই প্রকাশ করে চলেছেন । লেখার প্রতি উৎসাহের কারনেই প্রবাসে বসেও লিখেছি এবং তিনি দায়িত্ব নিয়েছেন এবারও স্ব উদ্দ্যোগে বই প্রকাশের। নিজে আমাকে  খুব দ্রুত প্রুফ রিড থেকে কাভার পেজ সময় মত করিয়ে নিয়েছেন । প্রেস থেকে নাকি ফাইনাল কপি হারিয়ে গিয়েছিল ।সেটা খুঁজতে খুঁজতে দেরি হয়েছে ।  এমন কারনই ব্যাখ্যা দেওয়া হয়েছে । 
যাই হোক দীর্ঘ দিন আমার চতুর্থ উপন্যাস প্রকাশ হল । দোয়া করবেন । 
অবশ্যই আপনার বইটি সংগ্রহ করবো এবং ব্লগে রিভিউ দিবো । এখন বই সারা বছর চলবে । এর জন্য সময় দিতে হয় প্রচুর । 
ভাল থাকুন । অনেক শুভ কামনা ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭  বিকাল ৩:১৮
বিজন রয় বলেছেন: অভিনন্দন।
লিখে চলুন অবিরাম।
শুভকামনা রইল।