![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(লেখকের হাতে তার প্রিয় বই দুর্দম্য কৈশোর)
দুর্দমনীয় কৈশোরের স্মৃতি ভেজা উপন্যাস 'দুর্দম্য কৈশোর'
জাপান প্রবাসী লেখক জুয়েল আহসান কামরুলের লেখা উপন্যাস 'দুর্দম্য কৈশোর' । এবারের বই মেলায় একজন পাঠক হিসেবে নতুন পুরাতন প্রিয় লেখকদের বই মনের আনন্দে ক্রয় করেছি আর ছবি তুলে ফেসবুকে দিয়েছি ।
এর আগে শ্রদ্ধেয় এই লেখকের আরও দুইটি বই পড়েছিলাম । বই দুইটি হলো 'এঞ্জেলার সান্নিধ্যে' এবং 'আমার সন্তান কে কোলে নিয়ে' ।সেই থেকে আমি তার নিয়মিত পাঠক । লেখক অত্যন্ত সহজ সরল সাবলীল ভাষায় তার ভাবনা উপস্থাপন করেন । এই উপন্যাসটি একটু আলাদা । সব বয়সের পাঠকের জন্য হলেও প্রতিটি মানুষের জীবনের এক সোনালি সময়ের আখ্যানকে তুলে ধরেছেন খুব বিচক্ষনতার সাথে ।
নয়ন আর নবীন জমজ দুই ভাই । শুরুতেই কিশোর দুই ভাইয়ের আদর মাখা মজার খুনসুটি । গ্রামীণ পটভূমিতে রচিত উপন্যাসে নয়ন এক দুর্দম্য কিশোর । শুরু থেকে শেষ পর্যন্ত এই চরিত্রটি পাঠক কে আলাদা করে মনোযোগী করে তুলবে ।
গ্রামীণ পরিবেশে বেড়ে উঠা নয়ন মেধাবী , সচেতন আর দুরন্ত । সেই সাথে প্রকৃতির নিয়মে এক সময়ে তার জীবনেও টুন্টূ নামের এক নারী চরিত্র ভীষণ ভাবে স্পষ্ট হয়ে উঠে । কিন্তু নানা রকম গ্রামীণ রাজনীতির জটিলতার শিকার হয় নয়ন । শুরু থেকে বন্ধু বৎসল নয়ন পরিবেশ আর গ্রাম নিয়ে সচেতন । তাকে ঘিরে আছে আকরাম ,রোকন ,কাজল,বাতেন সহ আরও অনেক চরিত্র । প্রতিটি চরিত্র নিজ মহিমায় উপন্যাসকে প্রানবন্ত আর সজীব করে রেখেছে । সেই সাথে লেখকের কল্পনায় আঁকা গ্রাম শীতলদীঘির মনোরম প্রকৃতি পাঠকের ভ্রমন হৃদয়কে উস্কে দিবে । উপন্যাসের একটা লাইন আছে - বিলের ধারে একখান দ্বীপ ।লেখকের হৃদয় দিয়ে আকা এই দ্বীপে পাঠক খুঁজে ফিরবে তার ফেলে আসা সোনালী শৈশব আর কৈশোর ।উপন্যাসটি পড়তে পড়তে পাঠক মনের অজান্তেই স্মৃতি কাতর হবে । হয়তো হেসে উঠবে আবার কখনও দুফোটা অশ্রুজল ঝরতে পারে । জীবন ও জীবিকার প্রয়োজনে মানুষ যুগে দেশে বিদেশে নিজের ঠিকানা খুঁজে নেয় । উপন্যাসে গ্রামের সহজ সরল মানুষের আঞ্চলিক ভাষা গুলোর মায়া মানুষকে তার শিকড়ের কাছে নিয়ে যাবে । ইট পাথর আর কংক্রিটের মাঝে কলমি লতার আর জংলী ফুলের স্বপ্ন বুনতে ইচ্ছে হবে । মন হারাতে ইচ্ছে করবে আঁধার ঘেরা কোন জংলা গ্রামে ।
(আমি যখন এই উপন্যাসের পাঠক)
কখনও আরও গভীর ভাবে জানতে ইচ্ছে করবে সবুজ ধান ক্ষেত আর বিল ঘেরা গ্রাম শীতল দিঘীকে । অসাধারন সুন্দর গ্রাম আর গ্রামের মানুষের জীবন। যেন মাটি থেকে পাওয়া নির্ভেজাল সবুজ জীবন ।
গাছ গাছালি ,দিঘী , ক্ষেত ,চাষি আর মানিকপুরের হাঁট লেখকের বর্ণনায় পাঠকের চোখে জীবন্ত হয়ে উঠবে ।যা আধুনিক মানুষকে বার বার নিজের কাছে নিজেকে ফিরিয়ে আনবে ।
এই ধরনের উপন্যাস লেখা অব্যাহত থাকুক । লেখকের জন্য রইল অনেক শুভ কামনা ।
লেখক - জুয়েল আহসান কামরুল
প্রকাশনা - বইপত্র প্রকাশন
মুল্য- ২৫০ টাকা
যেখানে পাওয়া যাবে - রকমারি অন লাইন বুক শপ সহ কাছের বইয়ের পাঠাগার এবং দোকানে ।
২| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৪৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভিতরে কিছু না থাকলে রিভিউ দিলাম কেনো? আপনি লোকটা....
৩| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৩
ধ্রুবক আলো বলেছেন: বইটি পড়ার ইচ্ছে আছে। পরে একসময় সংগ্রহ করবো।
১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৭ ভোর ৬:১৭
চাঁদগাজী বলেছেন:
নামটি বেশী ড্রামাটিক, কিশোরে বাচ্চারা কি এমন করেছে; ভেতরে কিছু আছে?