| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
তিনি স্কটিশ লেখক এলেনর থম । শৈশব থেকেই  বিভিন্ন  ভাষা চর্চা করতে  ভালোবাসতেন । ১৯৭৯ সালে ইংল্যান্ডে জন্ম গ্রহন করলেও "দ্য টিন কিন" উপন্যাসের জন্য ২০০৯ সালে স্কটল্যান্ডে বর্ষ সেরা পুরস্কার জিতে নেন । শুধু তা নয় ব্রিটিশ সৃজনশীল লেখা প্রতিযোগিতায় ও সেরা হয় । এর আগে ২০০৮ সালে তিনি রবার্ট লুইস স্টেভান ফেলোশিপ অর্জন করেন এবং দ্বিতীয় বইয়ের কাজ শুরু করেন ।"  দ্য টিন কিন"  উপন্যাসটি   বিখ্যাত গেরল্ড ডাক ওয়ার্দ এন্ড কোম্পানি প্রকাশ করে । সে সৌভাগ্য হয়তো অনেকেরই হয় না । 
 
  
১৯৯৫ -১৯৯৭ সালে সে চেসাম স্কুল এবং পরে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে পড়াশুনা করেন । বর্তমানে তিনি  বিখ্যাত গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে  ফরাসি বিভাগের জন্য তাঁর বাড়িতেই  সম্মানজনক লেখক হিসেবে আছেন । আর সেখানেই তিনি তাঁর স্বামী সহ বসবাস করছেন । 
এলেনর থম ছোট বেলা থেকে বিভিন্ন ধরনের কাজ করেছেন । আর সেই সব অভিজ্ঞতা সব সময়ে গোপনে তাঁর ছোট ছোট  গল্পে লিপিবদ্ধ করতেন  । "দ্য টিন কিন" উপন্যাস দিয়েই তিনি আত্মপ্রকাশ করেন । এই উপন্যাসে তিনি তাঁর মায়ের পরিবারের পূর্ব পুরুষদের কথাই তুলে ধরেছেন । এই উপন্যাসটি ছিল  বিশ্ববিদ্যালয়ের তার কোর্সের  চূড়ান্ত পোর্টফোলিওর অংশ । এই উপন্যাসটি একটি পর্যটক পরিবারের গল্পকে সমন্বিত করে । যা তিনি অন্য কোন লেখকের মতোই শিল্পে বা সাহিত্যে রূপ দেয় ।  
 মধ্যযুগ ১৯২০ থেকে ১৯৫০ সালে স্কটল্যান্ডে এক সময়ে ভাগ্য গননা বা ভ্রাম্যমান বানিজ্য করতে  পর্যটকেরা আসতো । তাদের  মাঝে এক ধরনের   বোহেমিয়ানরা ও  আসতো । যারা রোমানী ভাষায় কথা বলতো । যাদের গায়ের রঙ এবং চুল রহস্যময় কাল । বলা হয়ে থাকে  এখনও তাদের ইউরোপ ,উত্তর আফ্রিকা এবং উত্তর আমেরিকায় দেখা যায় । ধারনা করা হয় সেই সব বোহেমিয়ানদেরই কেউ ছিলেন তাঁর মায়ের পূর্ব পুরুষদের কেউ ।  
 
   
চলবে .।.।.।.।.।.।.।।
অনুবাদ ; নুরুন নাহার লিলিয়ান । 
উৎস ; দ্য গার্ডিয়ান ,লেখকের ওয়েব সাইট এবং রিলেটেড জার্নাল   ।
 
২৮ শে মার্চ, ২০১৭  সকাল ১১:০৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনাকে ধন্যবাদ ।আশাকরি পরের পর্ব গুলো ও পড়বেন । 
২| 
২৮ শে মার্চ, ২০১৭  সকাল ১১:২১
সিনবাদ জাহাজি বলেছেন: উনার লিখার কি বাংলা অনুবাদ আছা?
 
২৮ শে মার্চ, ২০১৭  দুপুর ১:৪৭
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আমাজন ডট কম থেকে ইংরেজি টা সংগ্রহ করতে পারেন । আরও সহজে কিভাবে পেতে পারেন আমি জেনে জানাব । ধন্যবাদ।
৩| 
২৮ শে মার্চ, ২০১৭  দুপুর ১২:৫৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।
ভালো থাকবেন নিরন্তর। ধন্যবাদ।
 
২৮ শে মার্চ, ২০১৭  দুপুর ১:৪৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: দেশ প্রেমিক আপনাকে ধন্যবাদ ।
৪| 
২৮ শে মার্চ, ২০১৭  দুপুর ১:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: এলেনর থম সম্পর্কে বেশ কিছু তথ্য জানলাম!![]()
সিরিজটি চলুক!![]()
প্লাস!![]()
 
২৮ শে মার্চ, ২০১৭  বিকাল ৪:৫৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনাকে ধন্যবাদ।খুব শিঘ্রই প্রকাশ করবো পরের পর্ব। ধন্যবাদ।
৫| 
২৮ শে মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:০৪
সৌমিক আহমেদ খান বলেছেন: লাইক
 
২৮ শে মার্চ, ২০১৭  রাত ১০:৩০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।
৬| 
২৮ শে মার্চ, ২০১৭  রাত ৯:০৭
নিগার তানিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু
 
২৮ শে মার্চ, ২০১৭  রাত ১০:৩০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৭| 
২৯ শে মার্চ, ২০১৭  সকাল ১১:৩৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নেটে সার্চ কী এলেনর থমের সাহিত্যকর্ম সম্পর্কে বিস্তারিত জানা যাবে?
 
২৯ শে মার্চ, ২০১৭  দুপুর ১২:৩০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অবশ্যই গুগল ,ইউকিপিডিয়া ,ইউটিউব , টুইটার সব জায়াগায় পাবেন । সার্চ দিন পেয়ে যাবেন ।ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৭  সকাল ১০:৪৪
মামুন ইসলাম বলেছেন: চমৎকার শেয়ার।