| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
   
জাপানে উচ্চশিক্ষায় নতুন বৃত্তি শুরু।নতুন এই বৃত্তিটির দায়িত্ব নিয়েছে জাইকা এবং  এই বৃত্তির নাম ইনোভেটিভ এশিয়া 
এক সময়ে জাপানে সবচেয়ে দামি যে বৃত্তিটি ছিল তা হল  জাপানের শিক্ষা মন্ত্রণালয়ের  অধীনে পরিচালিত (MEXT) স্কলারশিপ । আমরা যাকে বলি মনুগাকুবুসু বৃত্তি । 
বাস্তবতা হল জাপানে জনসংখ্যা কমেছে।এখন  জনগণের সেবা দেয়ার জন্য প্রযুক্তি ডেভেলপ করতে হবে । প্রযুক্তি ডেভেলপ করার জন্য ও লোকবল চাই।কিন্তু জাপানে পর্যাপ্ত লোকবল নেই । 
তাই জাইকা দায়িত্ব নিলো এবার কয়েকটা প্রযুক্তির ওপর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করার জন্য ।
(১)যে  বিষয় গুলোতে গুরুত্ব দেওয়া হবে   IoT, Artificial Intelligence, Information Technology।
(২)  জাপানের মাত্র ১৫ টি বিশ্ববিদ্যালয় ছাত্র নিতে পারবে । 
(৩) এশিয়ার পুর্ব নির্ধারিত বিশ্ববিদ্যালয় গুলো থেকে ছাত্র নেবে। বাংলাদেশ থেকে লিস্টে আছে কেবলমাত্র বুয়েট আর ঢাকা বিশ্ববিদ্যালয় ।
(৪) মাস্টারস আর পিএইচডি লেভেল মেধাবী এবং যোগ্য ব্যক্তিরাই আবেদন করতে পারবে । 
বিস্তারিত এখানে আছে - 
সুত্র ; Click This Link
জাপানে উচ্চ শিক্ষায় আগ্রহীদের জন্য রইল অনেক শুভ কামনা । 
 
৩০ শে মার্চ, ২০১৭  বিকাল ৪:৪০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: স্বপ্ন পূর্ণ হোক । শুভ কামনা রইল ।
২| 
৩০ শে মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:৩২
ধ্রুবক আলো বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য, কিন্তু আমি হতাশ, কারণ আমি ঢাকা ভার্সিটি বা বুয়েট এর ছাত্র ছিলাম না!
 
৩০ শে মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কিছু বিষয়ে সীমাবদ্ধতা আছে । তা না হলে তো বাংলাদেশের মতো সবাই এ প্লাস পাবে ।.।.।.।।নিশ্চয়ই আল্লাহ্ অন্য কোন ভাল সুযোগ রেখেছেন । শুভ কামনা ।
৩| 
৩০ শে মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:৫২
ধ্রুবক আলো বলেছেন: প্রতিউত্তরের জন্য অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো কথাগুলো। 
নিশ্চয়ই আল্লাহ্ অন্য কোন ভাল সুযোগ রেখেছেন। আল্লাহ ভরসা
 
৩০ শে মার্চ, ২০১৭  রাত ৮:৪৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধ্রুবক আলো .।.।।আমার মনে হয় উচ্চ শিক্ষার জন্য ইংরেজি ভাষা ব্যবহার হয় সে দেশ গুলোতে যাওয়া ভাল । কানাডা , আমেরিকা, অস্ট্রেলিয়া .।।অনেক দেশ আছে । আসলে বিদেশ মানেই খরচ । জাপান সুযোগ দেয় । কিন্তু যারা ভাষা জানে না তাদের স্থায়িত্ব পেতে একটু কষ্টই ।
অনেক অনেক ভাল সুযোগ অপেক্ষা করছে । আল্লাহ্ সহায় হোন ।
৪| 
৩১ শে মার্চ, ২০১৭  সকাল ৮:১৩
অগ্নিবেশ বলেছেন: কত দেবে?
 
৩১ শে মার্চ, ২০১৭  সকাল ৮:৩৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কী?
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৭  বিকাল ৪:৩৯
অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য। স্বপ্ন দেখি একদিন ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ব তারপর স্কলারশিপ নিয়ে বাহিরে কোথাও পড়তে যাব।