| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
    
 
   
 
    
 
   
 
    
 
   
 
   
 
   
 
    
 
   
জাপানের  সর্ব উত্তরে অবস্থিত হোক্কাইডো  আইল্যান্ড। অন্যান্য জায়গা থেকে এখানে তুলনামূলক বেশী শীত এবং তুষারপাত হয় । জাপানি শব্দ ইউকি মানে বরফ আর মাতসুরি মানে উৎসব । এই বরফ উৎসব প্রথমে স্থানীয় ভাবে হলেও বিভিন্ন ইতিহাসের পালা বদলে সারা পৃথিবী ব্যাপী জনপ্রিয় হতে থাকে । 
কিন্তু জাপানের এই দ্বীপ বাসী স্নো কে বিরক্তির বিষয় নয় বরং ভালবাসার বিষয় মনে করে । শীত আর স্নো  কে ঘিরে থাকে বছর ব্যাপী নানা আয়োজন । ১৯৫০ সালে থেকে আয়োজিত স্নো ফেস্টিভ্যাল অনেক জনপ্রিয় টূরিস্টদের কাছে । বিশ্বের নানা জায়গা থেকে এই উৎসবে যোগ দেয় লক্ষ লক্ষ ভ্রমন প্রেমিক । প্রত্যেক বছর সাত দিন ব্যাপি এই উৎসব হক্কাইদর সাপ্পর সিটির অদুরি পার্কে হয় । ফেব্রুয়ারির ৬ থেকে ১২ তারিখে নানা প্রতিযোগিতা আর মেলার আয়োজন ও থাকে ।  অনেক ধরনে স্নো স্টাচু এবং স্নো স্ক্লাপচার তৈরি করা হয় । প্রতিযোগিতায় বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বিষয় নির্ধারণ করা হয় । 
১৯৬৬ সালে ৪ ফেব্রুয়ারি সাপ্পর স্নো ফেস্টিভ্যাল দেখে টোকিও ফিরে  যাওয়ার সময়ে  টোকিও বে তে ১২৬ প্যাসেঞ্জার  নিহত হয় । সে সময় থেকে এই ফেস্টিভ্যালের নাম ছড়িয়ে যায় আন্তর্জাতিক দুনিয়ায় । ১৯৭৪ সালে আন্তর্জাতিক স্নো স্ক্লাপচার প্রতিযোগিতা শুরু হয় । সে সময় তেমন বরফ না পড়ায় জাপানের সেলফ ডিফেন্স সদস্যরা নিজেদের ট্রেনিং বাদ দিয়ে সাপ্পর শহরের আশে পাশের শহর থেকে স্নো সংগ্রহ করে । 
এই উৎসবে আমি কয়েক বছর যাওয়ার সুযোগ পেয়েছিলাম । সেখান থেকেই কিছু ছবি ব্লগে সবার জন্য শেয়ার করলাম । তথ্য গুলো আমি স্থানীয় জাপানিজ এবং বিভিন্ন ইংরেজি জার্নাল থেকে পেয়েছি । আর ছবি গুলো নিজের আই ফোন ,ক্যামেরা আর আইপ্যাডে বিভিন্ন সময়ে তোলা ।  
 
০২ রা এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:৩৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাল লাগায় আপনাকে ধন্যবাদ ।
২| 
০২ রা এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:৪১
ধ্রুবক আলো বলেছেন: জমকালো সব আর বর্ননা খুব ভালো লাগলো,  +
১৯৬৬ সালে ৪ ফেব্রুয়ারি সাপ্পর স্নো ফেস্টিভ্যাল দেখে টোকিও ফিরে যাওয়ার সময়ে টোকিও বে তে ১২৬ প্যাসেঞ্জার নিহত হয় । এই ঘটনাটা খুব মর্মান্তিক।
 
০২ রা এপ্রিল, ২০১৭  রাত ৮:৫৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।
৩| 
০২ রা এপ্রিল, ২০১৭  রাত ৮:৪৫
অতঃপর হৃদয় বলেছেন: আপু কতগুলো দেশ ঘুরেছেন আপনি?
 
০২ রা এপ্রিল, ২০১৭  রাত ৮:৫৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: @................................!........................@
৪| 
০২ রা এপ্রিল, ২০১৭  রাত ৮:৪৬
পুলক ঢালী বলেছেন: বর্ণিল আলোর বন্যায় ভেসে যাওয়া বরফের ভাস্কর্য দারুন সুন্দর লাগছে। ![]()
 
০২ রা এপ্রিল, ২০১৭  রাত ৮:৫৭
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।
৫| 
০২ রা এপ্রিল, ২০১৭  রাত ৮:৫০
সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !
 
০২ রা এপ্রিল, ২০১৭  রাত ৮:৫৭
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ।
৬| 
০২ রা এপ্রিল, ২০১৭  রাত ৯:০৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভালো লাগলো।ছবি ব্লগ গুলো সত্যিই ভালো লাগে।কারণ,এটি তৈরি করতে প্রত্যক্ষদর্শী হতে হয়।ধন্যবাদ
 
০২ রা এপ্রিল, ২০১৭  রাত ৯:০৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ।
৭| 
০৩ রা এপ্রিল, ২০১৭  দুপুর ১:০৩
সিগনেচার নসিব বলেছেন: সুন্দর ছবি ব্লগ
ভাল লেগেছে
 
০৪ ঠা এপ্রিল, ২০১৭  রাত ১:৩৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।
৮| 
০৪ ঠা এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:০৫
হাসান রাজু বলেছেন: হুম! ২০১৪ তে গিয়েছিলেন । 
সুন্দর ছবি । লাইটিং টা বাড়তি মাত্রা যোগ করেছে । টিভিতে মাঝে মাঝে এমন ফেসটিবল দেখেছি । খুব সুন্দর পোস্ট ।
 
০৪ ঠা এপ্রিল, ২০১৭  রাত ৯:৪৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:৩২
আহমেদ জী এস বলেছেন: নুরুন নাহার লিলিয়ান ,
সুন্দর ছবি ব্লগ । ৩ নং ও শেষের ছবি দু'টো ভালো লেগেছে বেশী ।