![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কানাডার হর্স শু ফলস ।এই ফলসটা ঘোড়ার পায়ের খুঁড়ের মতো দেখতে তাই এটা হর্স শু ফলস হিসেবে পরিচিত ।
রেইন কোর্ট পড়ে শিপে উঠার প্রস্তুতি নিচ্ছে দর্শনার্থীরা ।
পর্যটকদের ছবি তোলার ব্যস্ততা । এমন এক জায়গা যে কোন সাধারন মানুষের মন ও আনন্দে আর বিস্ময়ে উন্মাদ হয়ে যাবে । কোন মানুষ স্থির থাকতে পারবে না । অসাধারন সৌন্দর্যে সবার ইচ্ছে হবে জল প্রপাতের সাথে প্রতিটি মুহূর্ত ক্যামেরায় রাখি । সবাই যাওয়ার সময় সাথে ক্যামেরা নিতে ভুলে না ।
আমেরিকার সাইডের জলপ্রপাতের খুব কাছাকাছি যখন জাহাজটা যায় তখন খুব ধাক্কা লাগে । কয়েকটা ঢেউ বারবার মৃত্যুকে মনে করিয়ে দেয় । চারিদিকে শুধু চিৎকার শোনা যায় । হতে পারে সে চিৎকার অধিক আনন্দের হাসি অথবা অধিক আনন্দের কান্না । এখনও গা শিউরে উঠে । আহা । মহান আল্লাহ্ পৃথিবীকে কতো বেশি সৌন্দর্য দিয়েছেন ।
জলপ্রপাতের কাছে গেলে মানুষ মনের অজান্তে কতোটুকু শিহরিত এবং আনন্দিত হয় হয়তো তারা নিজেরাও জানে না । প্রতিটি মানুষের মুখে হাসি আর চোখে অপার বিস্ময় থাকে ।
শিপ থেকে নামার পর যখন পর্যটকরা রেইন কোর্ট খুলে ফেরত রাখে তখন সবার মধ্যে এক অদ্ভুত অভিব্যক্তি থাকে । মানুষ যেন ভাসিয়ে দিয়ে আসে তার শত জনমের দুঃখ গুলো । একান্ত না বলা যন্ত্রণা গুলো । এক আলাদা প্রশান্তিময় মানুষকে অন্যরকম করে তুলে । সবার মধ্যেই একটা নিরব ভাষা থাকে । যে ভাষা গুলো মানুষের মন আর প্রকৃতির মধ্যেই থাকে ।
গাছের ফাঁকে দিয়ে আমেরিকা দিকের জল প্রপাত । এতো এতো বিস্ময় ঘেরা জল প্রপাত গুলো । একেক জায়গা থেকে এর এক চেহারার বিভিন্ন রূপ ।
স্থলপথের কোন এক জায়গা থেকে গাছের ফাঁকে দেখা কানাডার হর্স শু জল প্রপাত । কতো বিচিত্রতা ধারন করে আছে পৃথিবী তার নিজের নিয়মে ।
কানাডার জল প্রপাত দেখার এটি একটি খুব সুন্দর স্পট । ডানদিকে আমেরিকা এবং বামদিকে কানাডা । সব পর্যটকের কাছেই এখানে নিজেকে দেখার মধ্যে আলাদা অনুভূতি কাজ করে । পৃথিবীর দুইটি ক্ষমতাধর দেশের সুন্দর দুটি দৃশ্যের মাঝে নিজের উপস্থিতি সব মানুষের জন্য একটি সুখকর মুহূর্ত ।
জল প্রপাতের খুব কাছে আমি ।
জল প্রপাতের জলে ভিজে আমরা একাকার । মনে হচ্ছিল তাবৎ পৃথিবীর শান্তি হয়তো চোখ ধাঁধানো সেই বিস্ময়কর জল প্রপাতে।
সব ছবি আমার নিজের আই ফোনে তোলা । সবাইকে ছবি গুলো উপভোগ করার জন্য ধন্যবাদ
২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ।
২| ২৩ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর। ভালো লাগলো ছবিগুলোর সঙ্গে কথা গুলোও।
শুভকামনা রইল।
২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৩
সিফটিপিন বলেছেন: আপনার প্রো পিক ছবিটাও বুঝি এইখান থেকে উঠেছেন?
সুন্দর জায়গা, ভাল লাগলো।
২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ঠিক ধরেছেন। ধন্যবাদ।
৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর ছবি পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩২
সিনবাদ জাহাজি বলেছেন: সুন্দর
+++
২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩২
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বেশ সুন্দর ছবি ব্লগ। দেখলেই মন জুড়িয়ে যায়।
২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জেনে ভাল লাগলো। ধন্যবাদ।
৭| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল আপি +
২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অশেষ ধন্যবাদ।
৮| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৯
ধ্রুবক আলো বলেছেন: ছবি ও বর্ণনা দুটোই খুব সুন্দর সাজানো ++
২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ।
৯| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫২
শাহিন-৯৯ বলেছেন: মনে হচ্ছিল তাবৎ পৃথিবীর শান্তি হয়তো চোখ ধাঁধানো সেই বিস্ময়কর জল প্রপাতে। অনেক ধন্যবাদ সুন্দর একুট পোস্ট দেওয়ায জন্য।
২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৭
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অশেষ ধন্যবাদ।
১০| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৭
বিলিয়ার রহমান বলেছেন: প্রাকৃতিক ও পারিবারিক সৌন্দর্য মিলেমিশে একাকার!
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ।
১১| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৫
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার পোস্ট , শেয়ার করার জন্য ধন্যবাদ ।
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৭
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ।
১২| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: জলপ্রপাতের কাছে গেলে মানুষ মনের অজান্তে কতোটুকু শিহরিত এবং আনন্দিত হয় হয়তো তারা নিজেরাও জানে না । প্রতিটি মানুষের মুখে হাসি আর চোখে অপার বিস্ময় থাকে ।
গভীর অনুভবের দারুন প্রকাশ
দারুন ভ্রমনে ভার্চুয়াল সাথী করায় ধন্যবাদ
+++++
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৭
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।
১৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার ভ্রমন কাহিনী।
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ।
১৪| ০৭ ই মে, ২০১৭ দুপুর ২:১১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সামুর ভাগ্যভাল আপনার মতো একজন গুনী পেয়েছে। দোয়া করবেন আমিও যেন আপনার মতো গুনী হতে পারি। জানেন আমার না গুনীদের দেখলে শুধু গুনী হতে ইচ্ছে করে! জানিনা শেষতক গুনি হতে পারি কিনা।
১৭ ই মে, ২০১৭ রাত ১২:৪৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৪
রিফাত হোসেন বলেছেন: +