নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

ভ্রমন : "হোন নো মরি " মানে বইয়ের বন সাপ্পোরো মিউনিসিপাল সেন্ট্রাল লাইব্রেরি, হোক্কাইডো।পর্ব ১

২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৬










Hon no mori ( হোন নো মরি) মানে বইয়ের বন। জাপানের হোক্কাইডো আইল্যান্ডে থাকার সময়ে আমি নব্বই ভাগ সময় এই বৃদ্ধাদের সাথে থাকতাম। তারা সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে সেখানে শিক্ষিত, সৃজনশীল এবং সমাজ সেবায় নিবেদিত। তাদের সাথে বিনামূল্যে বিভিন্ন জায়গা ঘুরে দেখার সূযোগ পেয়েছি। বিনামূল্য বললাম এই কারনে যে জাপানিরা উপরে উপরে যতোই ভাল হোক টাকা পয়সা খরচের সময় কোন মাফ নাই। আপন স্বামী স্ত্রী এক সাথে কোন রেস্তরায় খেতে গেলে যার যার বিল সে সে দেয়। যাইহোক কোথাও বেড়াতে গেলে দেশে কিংবা বিদেশে যাতায়াত এবং খাওয়া দাওয়ার কিছু খরচাপাতি থাকে। যে কয় বছর ছিলাম। আমার পেছনে বুড়িদের কম করে হলেও কয়েক লক্ষ ইয়েন তো খরচ হয়েছেই। যদিও ভালোবাসার কোন মূল্য নেই। তারপরও আমার জীবনে এই মানুষ গুলো তাদের সমাজ বিবেচনায় ব্যতিক্রম। তাই তাদের ভালোবাসাটা বয়ে বেড়ানো যায় গভীর সুন্দর স্মৃতি হিসেবে। যাইহোক একদিন এক(The Library Sapporo or Sapporo municipal library ) লাইব্রেরি নামে পরিচিত মোটামুটি আয়তনের একটা লাইব্রেরিতে গেলাম। খুব ভাল লাগলো। লাইব্রেরির সামনে লেখা Hon no mori হোন নো মরি বইয়ের বনে স্বাগতম। নিচতলায় ক্যাফে আর বাচ্চাদের জন্য জায়গা আছে। সামনেই কাউন্টারে সুন্দরি জাপানি তরুনি সবাই কে ইরাসসাই মাসে মানে সুস্বাগতম জানাচ্ছে । খুব সকালে জাপানি দাদী মিসেস সাইতো এবং মিসেস তেরুকো আমাকে নিতে আসে। যেদিন ওদের সাথে যেতাম সারাদিন ঘুরতাম।সেদিন সকালের নাস্তা বাসায় করা হয়নি। তাই ক্যাফেতে বসলাম। সেখানে সব খাবারেই ভুতা মানে শুকর আছে। তারপর সব খাবার নিয়ে দুই বুড়ি খুব পর্যবেক্ষণ করল। এরপর আমার জন্য এলো পান কেক যেটা স্ট্রবেরি ফ্লেভারে তৈরি আর গরম এক মগ দুধ। এক মগ দুধের দাম লেখা ৫০০ ইয়েন। মনে মনে নিজেকে বলি পড়ের উপর খাচ্ছিস খেয়ে যা। পরের জনমে আর এমন চিন্তাহীন কেউ খাওয়াবে না। খাওয়া দাওয়ার সাথে ওদের সাথে ছবি তুলি। আর বলি আমি যখন বুড়ি হবো তোমাদের মতো এমন ভালো দাদী হবো। ওরা খুশিতে আটখানা। দুজনেই একসাথে বলে। আরিগাতো নে। সুগুইনে। ধন্যবাদ। বেশ ভাল।

। এর পর দুতলায় গেলাম। গিয়ে মনে মনে হাসি। ঠুন ঠুনে বুড়া গুলো কৃত্রিম গাছের আদলে টেবিলে মুখ গুজে পড়ছে। ওদের পড়ার ধরন দেখে আমার পেট ফেটে হাসি আসছিল। মনে হচ্ছে জাপানি বুড়াদের সামনে মেট্রিক পরিক্ষা। বেশ শৈল্পিক চেয়ার টেবিল আর কাঠের নকশা করা সব জিনিস পত্র। যতো ঘুরি মনে হয় আসলেই বইয়ের গহীন বনে এসেছি। গাছে গাছে শুধুই বই।

চলবে .।.।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫২

পবন সরকার বলেছেন: চলতে থাকুক সাথে আছি।

২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।

২| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৩

কায়রো রাজা বলেছেন: সোনামণিতা!!!!!!!!!

আল্লা!!!!!

হায় হায় হায়!!!!!!!!!!!!

পোস্ট পড়িয়া আমি অক্কা!!!!!!!!!

আল্লা!!!!!

হায় হায় হায়!!!!!!!!!!!!

পোস্ট পড়িয়া আমি অক্কা!!!!!!!!!

২২ শে জুলাই, ২০১৭ রাত ২:৪৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অক্কা কেন কায়রো রাজা .।

৩| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৯

শামচুল হক বলেছেন: পরের পবের অপেক্ষায় রইলাম।

২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।

৪| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৫

আখেনাটেন বলেছেন: বেশ ভালো লাগল। তাদের লাইব্রেরীগুলোও কত গোছানো।

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: লাইব্রেরি গুলো যেমন গুছানো তেমনি মানুষগুলোও সব গুছিয়ে রাখে। ধন্যবাদ।

৫| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: সাপ্পোরো নামটা আমার খুবই কাছের, আমার এক বন্ধু ওখান থেকে পিএইচডি করে এসে একটা ডেন্টাল ক্লিনিক দিয়েছিল, পরে সেটা আমার কাছে বিক্রি করেআমেরিকা চলে যায়। ওটার নাম সাপ্পোরো ডেন্টাল সার্জারি, ওই নামেই এখনো আমি চালিয়ে যাচ্ছি।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১:০১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জি অনেক ডেন্টিস্ট আছে ইশিকারি নামের এক জায়গায় হেলথ সায়েন্স কলেজে । আপনি ও কি ডেন্টিস্ট নাকি .।দাত দেখাতে যাব । .।।শুধুই ফান .।।মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:১৩

ওসেল মাহমুদ বলেছেন: আরিগাতো নে। সুগুইনে। ধন্যবাদ। বেশ ভাল।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১:০০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আরিগাতো নে .।।ধন্যবাদ নে ।

৭| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বেশ তো :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.