নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

বর্তমান লেখক এবং লেখিকা সমাচার -নুরুন নাহার লিলিয়ান

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩২




লেখক লেখিকাদের কেচ্ছা কাহিনি দেখেও কিছু গল্প তৈরি হয়ে যায় । সেদিন রাতে এক ডাক্তারের কাছে গিয়েছিলাম । রাজধানীর বিখ্যাত মহিলা ডাক্তার তাই রোগীর ভিড় ও বেশি । প্রায় মধ্য রাত । আমি আমার উনার পাশে বসে সেই হাসপাতালে আগত মানুষ জন , রোগী এবং অন্যান্য বিষয়ের মধ্যে ফুলেল সুরভিত হাসপাতালের দেয়াল জুড়ে রাখা নানা শিল্পকর্ম অবলোকন করছিলাম ।ডাক্তারের চ্যাম্বারের আশে পাশের সব গুলো রুমই মহিলা ডাক্তার । মনে মনে হাসছিলাম ।আমার উনি আই মিন আমার বর হেসে বলছিলেন ” হাসপাতালে ও নারীর অধিকার আর রাজত্ব ” । বাহ ভাল । হঠাৎ একটা রুমের দরজায় চোখ থমকে গেল । পাওয়া গেছে একজন পুরুষ ডাক্তার ! তবে ডাক্তারে সাহেব আবার কবি ও । দরজায় তাঁর নাম এবং কোন কোন দেশ থেকে ডাক্তারি বিদ্যায় উচ্চ ডিগ্রি নিয়েছেন তা লেখা । সেই সাথে কোন কোন হাসপাতাল বা ক্লিনিকে কখন বসেন । কতো ভিজিট ফি নেন তা লেখা আছে । এসব দেখে কিন্তু চোখ থামেনি । অন্য একটা কারন ।তা হল দরজায় লেখা আছে এখানে লেখকের সাহেবের স্বাক্ষর পাওয়া যায় । না কোন ডাক্তারি বইয়ের লেখক নয় তিনি কবিতার বইয়ের লেখক । কোন কবিতার বই । এখন মনে পরছে না । মনেহয় ” সবুজ জমিনে লাল দু ফোঁটা রক্ত ” এমন টাইপ হবে । আহা! একটা হাসপাতালের দরজার কতো দায়িত্ব ! কতো কতো তাৎপর্য এই দরজার ! শিশু থেকে বৃদ্ধ বনিতা ইদানিং অনেকেই লেখক হতে চায় । অর্থ আকর্ষণ , নাম যশ হতে পারে অনেক কারন । এই অধিকার সবার । আবার সেদিন ফেসবুকের আমার হোম পেজে সদ্য কোন একটা পুরুস্কার প্রাপ্ত একজন লেখকের একটা দুঃখী দুঃখী পোষ্ট পরলাম আর হাসলাম । ভদ্রলোক কয়েকটা গল্প লিখে সেই বইয়ে লক্ষ টাকা পুরষ্কার জিতেছেন । সেই পোষ্ট এ তিনি লিখেছেন তাঁর পুরুস্কার জেতা বইটি নাকি ৩০০/৪০০ কপি ও বিক্রি হয়নি । এমন কি এর মধ্যে তিনিই নাকি অধিকাংশ কিনে নিয়েছেন । বড় কোন বইয়ের দোকানে ও নাকি তাঁর বইটি পাওয়া যায়না । এমন কি ফুটপাতের ফেরিওয়ালার কাছে ও না । নীল ক্ষেতে ও না । যদি ও কথাটা তিনি ঠিক লিখেছেন ।বেঙ্গল বই , দীপন পুরে আমি তার বইটি খুঁজে ছিলাম । কিন্তু একটি সদ্য লক্ষ টাকা পুরুস্কার জেতা বইটি সেখানে পাইনি । কৌতূহল মেটাতে রকমারি অনলাইন শপ থেকে কিনলাম । লেখক কিংবা তাঁর লেখা গল্প গুলো নিয়ে পরে একদিন বলব । কেমন বই পুরষ্কার জিতল কেউ জানল না । নরমাল বিক্রি ও হলনা । অথচ সাহিত্য বোদ্ধারা পুরষ্কার দিয়ে দিল । আজকাল বাংলাদেশে পুরষ্কার জেতা সহজ বরং পাঠকের কাছে যাওয়া অনেক কঠিন ।কোন পত্রিকা বা অনলাইনের সাহিত্য সম্পাদক হয়ে বিভিন্ন সাহিত্য বোদ্ধাদের চাটুকারিতা করলে এমনি কোন মতে একটা পুরস্কার জেতান যায় । তবে আপামর মানুষের কাছে পৌঁছাতে পারে না । আবার কেউ কেউ আছে কতো লক্ষ টাকা খরচ করে নিজের অখাদ্য কুখাদ্য বই প্রকাশ করেছে তা নিয়ে গর্ব ও করে । টাকা তো ! টাকার গরমে একটু গর্ব থাকেই তবে শিল্পী সত্তা টাকা দিয়ে পাওয়া আদৌ সম্ভব কি ? লেখকরা ও জীবন শিল্পী । এই জীবনের তাবৎ অসুন্দর লেখকের কাছে সুন্দর হয়ে ধরা দেয় ।লেখকের জীবন বা দর্শন সবার মত হয়না । তাঁরা পৃথিবীকে অন্য দৃষ্টিতে দেখে । অথচ আজকের বাংলাদেশের অধিকাংশ লেখক মন নন্দিত না হয়ে নোংরামিতে ভরপুর । আসলে কি লেখক হওয়া এতো সহজ ! প্রকৃত লেখকদের হৃদয় আল্লাহ্‌ প্রদত্ত ঐশ্বরিক ঐশ্বর্যে আভিজাত্যময় থাকে । যার দুত্যি এই ভুবন কে আলোকিত করে । অনলাইনে বাংলা লেখার সুযোগ কোটি কোটি লেখকের জন্ম দিচ্ছে । অনলাইনে ভেসে যাওয়া কিছু কিছু দৃষ্টি গোচর হলে বুঝা যায় কতো ব্যাকরণগত সমস্যা । অতি প্রাঞ্জল নয়ত ভাষার বাহুল্য দোষে দুষ্ট । লেখক হওয়ার চেয়ে পাঠক হওয়া অনেক জরুরি । পাঠক হওয়ার সংস্কৃতি গড়ে তোলা জরুরি । লেখকেরা পুরুস্কারের আশায় লিখে না । অনলাইনে লাইক কমেন্ট পাওয়ার আশায় লিখে না । প্রকৃত লেখকেরা তাদের দার্শনিক চিন্তা ধারা কে কলমে শিল্পিত রূপ দেয় । পৃথিবীতে অনেক অনেক কবি সাহিত্যিক কিংবা শিল্পী আছেন যারা সমাজ বিবর্জিত ছিলেন । কেউ কি বলতে পারবেন তবু ও কেন তাদের শিল্প কর্ম গুলো অন্দর থেকে সারা দুনিয়ার হৃদয় হরন করেছে ।

মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮

আবু তালেব শেখ বলেছেন: আমরা পাঠক। লেখকের লেখা পড়ার আগ্রহে থাকি। লেখক হতে চাইনা পারবো ও না কখনো। তবে একজন সনামধন্য ডাঃ কিভাবে লেখায় সময় দেয় সেটা খুব ভাবাচ্ছে।
এর জন্য কি ওনার দ্বায়িত্বে কোন গাফিলতি হচ্ছে?

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: একদম ঠিক পয়েন্ট ধরেছেন । পৃথিবীর উন্নয়নে বিজ্ঞান খুব জরুরি । চিকিৎসা বিজ্ঞানের একজন দায়িত্বশীল ব্যক্তির এতোটা সময় পায় কি ? বা কেমন করে পায় ?

২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: বেশ চমৎকার

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪২

বিএম বরকতউল্লাহ বলেছেন: লিলিয়ান, আপনার লেখাটি মন িয়ে পড়লাম। বিশেষ ভাল লেগেছে।
অনেক সত্য কথা সরল ভাবে প্রকাশ করেছেন। আপনাকে সম্মান জানাই।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: শ্রদ্ধেয় মনোযোগ দিয়ে আমার এই সাধারন লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ ।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৩

মিঃ আতিক বলেছেন: আপুকেতো জানতাম "নিহন জিন দে স" ঢাকার ডাক্তারের কাছে...?

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: বিশ্বায়নের এই যুগে পাখির মতো দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে । যোগাযোগের এই পৃথিবী আজ বড় বেশি ছোট । আর জন্ম মৃত্যু অসুখ বিসুখ স্থান কাল বুঝেরে ভাই ?

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আহ।

ফেসবুকের গ্রুপ গুলোও আজকাল পরিষ্কার দেয়।

তাদের ও এসব পাওয়ার আশা জাগে।
গুপ্ত নিষিদ্ধ প্রেমের মতো

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এটার ভাল এবং মন্দ দুটোই আছে ।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৪

মিঃ আতিক বলেছেন: সরি,মন্তব্যটা ঠিক হয়নি।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সঠিক ।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২০

ফিনিক্স! বলেছেন: লোক দেখানো খ্যাতির জন্য মানুষ কি না করে, এর একটা বাস্তব উদাহারন এটিয়েনের মাহফুজুর রহমান। যাই হোক, ভালো লিখেছেন, যদিও ডাক্তার বা খুব ব্যস্ত কেউ সময় বের করে সাহিত্য চর্চা করতে পারবেনা, এই ধারনাটা ভুল। আমার পরিচিত একজন, বহুজাতিক কোম্পানির বড় কর্মকর্তা হয়েও এখনও বাঁশি বাজান আর নিয়মিত ভাবে বাঁশি বাজানোর তালিম নিচ্ছেন এমন কি দেশের বাইরে থাকা অবস্থায়।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনার কথা ও ঠিক । পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন সুন্দর বেহালা বাজাতেন । সুপ্ত প্রতিভা চর্চা আর তা ভুল ভাবে উপস্থাপন এক নয় হয়ত । সব কিছুরই ভাল মন্দ আছে । তবে এটা ভাল আমাদের বইয়ের বাজার বড় হচ্ছে । ধন্যবাদ ।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৫

শাহিন বিন রফিক বলেছেন: "লেখক হতে গেলে আগে পাঠক হতে হয়" এই কথাটা আমি বিশ্বাস করি, সবাই লিখে আমিও লিখি কিন্তু লেখক হওয়ার জন্য নয় জাস্ট ভাল লাগার জন্য।

আপনার লেখাটি সত্যিইকারের লেখকদের মন দিয়ে পড়া উচিত। ধন্যবাদ সুন্দর একটি লেখা উপহার দেওয়ার জন্য।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ ।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৫

সুমন কর বলেছেন: হাহাহাহা.............দারুণ লিখেছেন এবং সহমত।
+।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি আগে একটি কথা বলেছি। তা হুট করে বলা হয়ে গেছে।অনেকে সেটা ভুল বুঝেছে। তার জন্য ক্ষমা চাই।


এখন বলি কেনো বললাম।








ফেসবুকে ইদানীং লক্ষ করলাম বিভিন্ন নামে বে নামে সাহিত্য, কবিতা গ্রুপ, সংঘটন এতো হাড়ে বেড়েছে। যা বলার নাই। তারা নানান লোভ দেখায়।

তার একটা এই পুরস্কার.

১) সেরা দৈনিক কবি।
২)সপ্তাহে একজন (সেরা কবি লেখক)
৩) সেরা কম্যান্টার বা সেরা মন্তব্য কারী।( এটাও দৈনিক, সাপ্তাহিক,, মাসিক হয়)
৪)আরো কত কি।

এটা তারা তারাই করে।
আরো আছে কত নাটক।

এখন দেখুন। বাংলা একাডেমী দিলো পুরস্কার।

ওকজন না বহু জনের কাছে শুনতে পাচ্ছি।

কবি একজন কে। তাকে কেউ চিনে না।।
তার কবিতার ইতিহাস সব কি কি। আরো নানান কথা।

এতো কিছু।

তবে কি বলার আছে।।

আবারো বলবো।


দুঃখিত।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সময়ের আর প্রযুক্তির দাবি কি আর করবেন ।

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৩

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় ব্লগার নুরুন নাহার লিলিয়ান : কঠিন লেখা ! একসময় আমাদের সাহিত্য চর্চা অনেকটা বন্ধ ছিল সবার জন্য |একটা ছোট সার্কেলের বাইরে থেকে অন্য কারো লেখক কবিই হওয়াটা সম্ভব ছিল না | এই বন্ধঘরের অন্ধকারেই সব স্বজনপ্রীতির শুরু আর চর্চা |তার ক্ষতগুলোই এই সব পুরুস্কারে ঢাকার চেষ্টা আমাদের কথিত সাহিত্য পন্ডিতদের যার কথা আপনি বলেছেন ! সাহিত্যের এই অপচর্চা আরো কিছুদিন হবে বলেই আমার বিশ্বাস |এই সাহিত্য দুর্নীতির বিরুদ্ধে ব্লগ মনে হয় একটা আসার আলো পাঠক সম্পৃক্ততার কারণে | সাহিত্য চর্চা এখনতো সেটা খানিকটা উন্মুক্ত হয়ে গেছে ব্লগের কারণেই | ব্লগের এই খোলা দরজা জানালা দিয়ে আবর্জনাও অনেক ঢুকে পড়েছে যার কথা আপনি বলেছেন | কিন্তু আশাকরি লংরানে এই খোলা দরজা দিয়ে আঁধারের চেয়ে আলোই বেশি ঢুকবে |

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: খুব ভাল বলেছেন। সব কিছুর ভাল মন্দ আছে । ব্লগ অনেক সুন্দর কাজ করছে । ব্লগের কারনে দেশের বাইরের মানুষ গুলো দেশিয় সংস্কৃতির সাথে যুক্ত থাকতে পারে । আপনাকে ধন্যবাদ

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: Maruful Islam is in Dhaka Club .
চেহারাটা স্মাইলিং স্মাইলিং
কাজ তার পাইলিং
প্রত্যেক মাইলে
বসে থাকে আইলে
ছবি আঁকে ফাইলে
ফাঁকে ফাঁকে টাইলে
সাঁতরায় মিশরের নাইলে
কোনো কিছু চাইলে
যায় এক্সাইলে
চোখমুখ স্মাইলিং স্মাইলিং
মরি মরি স্টাইলিং স্টাইলিং
শুভসন্ধ্যা
ছবি তুলেছে

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: Maruful Islam is with Riya Maruf at Maruf's Home .
ভাণ্ড খুলে কাণ্ড দেখি
ঝাক্কাস
ভাতের হাঁড়ি ভূতের বাড়ি
বিন্দাস
জোব্বাধারী হুব্বা ভাঁড়ের
সার্কাস
ঝিংকু বুড়ি নাড়ছে নুড়ি
ছাঁইপাশ
মুড়কি খেয়ে পুরকি করে
বাগডাশ
ঘরেবাইরে আর কী চাইরে
সাব্বাশ
শুভসকাল

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ওহে আব্দুল্লাহ আল মামুন বুঝিলাম না কিছুই ।
আপনি মারুফুল ইসলামের ফেসবুক আপডেট কপি করে আমার ব্লগে কমেন্ট করছেন কেন ভাই

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কিছুই বুঝলাম না

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: Maruful Islam
ষোলোই ডিসেম্বর
পাকবাহিনির নিচু মাথা
যুদ্ধ হারার পর
লালসবুজের নিশেন ওড়ায়
অনন্ত অম্বর
বাতাস শোনায় বঙ্গবন্ধুর
বজ্র কণ্ঠস্বর
আবার হাসে বাংলাদেশে
উঠোন বাড়িঘর
সোনার বাংলা জয় বাংলায়
আনন্দমুখর
ষোলোই ডিসেম্বর
বিজয়দিনের ছবি আঁকি
সহস্র বছর
শুভ মহান বিজয়দিবস —
Dec 16, 2017 · Public · in Mobile Upload

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৭

করুণাধারা বলেছেন: ভাল বিষয় লিখেছেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ।

১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৫

শামচুল হক বলেছেন: র্ব্তমান প্রেক্ষাপটে ভালই লিখেছেন। ধন্যবাদ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ।

১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা লিখেছেন।

এবছর আপনার কি বই বের হবে?

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জি ভাই দুটি গল্প গ্রন্থ ১। জাপানি ভূতের গল্প - এক রঙা এক ঘুড়ি প্রকাশনী
২। ভালোবাসার গল্প গ্রন্থ " অহর্নিশ " -শিখা প্রকাশনী
আগের বই গুলো ও নতুন রূপে থাকবে । ধন্যবাদ ।

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: সুন্দর বক্তব্য।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.