নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নুরুস সালামাত সিয়াম

নুরুস সালামাত সিয়াম › বিস্তারিত পোস্টঃ

একটি খাতার গল্প

০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৪

১.
খাতাটিতে আমার শুধু গল্পই লিখা হয়। নিজের গল্প। পরের গল্প। নতুন বন্ধু পাওয়ার গল্প। বিশ্বাস অর্জনের গল্প। বিশ্বাস হারানোর গল্প। কিছু অভিমানের গল্প। মায়ের আদর, বাবার স্নেহ আর বড় বোনের শাসনের গল্প। সেই ছোট্ট ছেলেটির গল্প যার সাথে রাস্তায় দেখা হয়েছিলো। ১০ টাকা চাচ্ছিলো আমার কাছে। আমতা আমতা করে অবশেষে ১০ টাকা দেই তাকে। টাকা হাতে চলে যাচ্ছিলো। পথ আটকিয়ে তার ঠিকানা আর পরিবার সম্পর্কে জেনে নিয়েছিলাম। কিন্তু আর দেখা হয় নি। সেই গল্প। আবার সেই পিচ্চি মেয়েটির গল্প, রেস্টুরেন্ট থেকে পেট পুরে খেয়ে বেরোবার পর যে আমার বুক পকেটে চরকি রেখে লুকোচুরি খেলা শুরু করেছিলো। প্রতিটি পদে গল্প লিখি। সব প্রথম অনুভুতির গল্প। রাগের গল্প। ঘৃণার গল্প। আনন্দের গল্প। বেদনার গল্প। বেঁচে থাকার গল্প। জীবনের গল্প। এই খাতার গল্প। আমার গল্পের খাতা।
.........................
.........................
২.
চিরকুটটির এই অংশবিশেষ পাওয়া গিয়েছিলো লেখকের বাসার পাশের ডাস্টবিনে। পুরো অংশ পাওয়া যায় নি। প্রচুর খুঁজাখুঁজির পরও খাতাটিও পাওয়া যায় নি। লেখকের অকাল মৃত্যুর পর পাওয়া যায় কেবল ঐ চিরকুটের ছেঁড়া অংশটি।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫১

সাধারন বালক বলেছেন: জীবনের গল্প বড়ই রঙিন... পরতে পরতে লুকিয়ে আছে এক অজানা সব রহস্য...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.