নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনা

নূরুস সাফা

নিজের সম্বন্ধে কী আর লিখব! মোমেনশাহী ক্যাডেট কলেজ (আমরা যখন পাশ করেছি তখন ঐ নামই ছিল) থেকে বের হয়ে বুয়েট-এ ঢুকেছিলাম। ক্লাশ শুরু হবার আগেই যুদ্ধের দামামা বেজে উঠলো। বুয়েট থেকে প্রকৌশলি হয়ে বের হতে হতে ১৯৭৬। কর্মজীবন শুরু হল। চাকরী পেলাম তিতাস গ্যাস-এ। ১৯৮০ সালের শুরুর দিকে চলে গেলাম মধ্যপ্রাচ্যের এক দেশে। ৪ বছর থেকে ফিরে এলাম, যোগ দিলাম বাখরাবাদ গ্যাস-এ। দিনে দিনে হয়ে গেলাম একটা পাইপলাইন প্রকৌশলী। এখনো যদিও ঐ পেশাতেই আছি, তবে আমি আমার পেশায় কতটুকু সফল তা একমাত্র ভবিষ্যৎই বলতে পারবে।

নূরুস সাফা › বিস্তারিত পোস্টঃ

বন্ধু ভয়ঙ্কর

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

“সদা সত্য কথা বলিবে”, “গুরুজনকে সর্বদা মান্য করিবে”, “পরনিন্দা করিবেনা”, আমাদের শিশুপাঠ্য থেকে এই ধরণের নীতিবাক্য হারিয়ে গেছে।



আমাদের শিশুরা এখন পড়েঃ



Baa, baa, black sheep,

Have you any wool?

Yes, sir, yes, sir,

Three bags full;

কিংবা

Twinkle, twinkle, little star,

How I wonder what you are.

Up above the world so high,

Like a diamond in the sky.



আমাদের শৈশবে আমরা পড়েছি —



সকালে উঠিয়া আমি মনে মনে বলি,

সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।

আদেশ করেন যাহা মোর গুরুজনে,

আমি যেন সেই কাজ করি ভাল মনে।

ভাইবোন সকলেরে যেন ভালবাসি,

এক সাথে থাকি যেন সবে মিলেমিশি।

ভাল ছেলেদের সাথে মিশে করি খেলা,

পাঠের সময় যেন নাহি করি হেলা।

সুখী যেন নাহি হই আর কারো দুখে,

মিছে কথা কভু যেন নাহি আসে মুখে।

সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি,

কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি।

ঝগড়া না করি যেন কভু কারো সনে

সকালে উঠিয়া এই বলি মনে মনে।

(আমার পণ — মদনমোহন তর্কালঙ্কার)



শিক্ষা নাকি মানুষকে আলোকিত করে! শিশু-কিশোর-ছাত্রদের মধ্যে নৈতিকতার যে অবক্ষয় দেখতে পাচ্ছি তাতে আমি শংকিত। আমরা খবরের কাগজ দেখেছি, কিশোরেরা টাকার জন্য বন্ধুকে জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। আর এই সেদিন দেখলাম টাকার জন্য ঢাকার এক বিশ্ববিদ্যালয় ছাত্র তার এক বাল্যবন্ধু আরেক বিশ্ববিদ্যালয় ছাত্রকে ঢাকা থেকে নরসিংদী নিয়ে যেয়ে ভাড়াটে খুনি দিয়ে খুন করায়। নিহত পাভেল রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর তৃতীয় সিমেস্টারের ছাত্র ছিল, আর খুনের ষড়যন্ত্রকারী হচ্ছে খুন হওয়া পাভেলের বাল্যবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জাহাঙ্গীর হোসেন।



অবাক হচ্ছি এই ভেবে যে, আজকের যুগেও বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র বিশ্বাস করে যে ‘দরবেশ’ তার আধ্যাত্মিক ক্ষমতা বলে টাকা দ্বিগুণ করে দিতে পারে। আর সেই বিশ্বাসে সদ্যপ্রয়াত বাবার সঞ্চয় ১২ লাখ টাকা সহ পরিবারের সঞ্চয় ১৮ লাখ টাকা নিয়ে নরসিংদী যেয়ে বাল্যবন্ধু জাহাঙ্গীর হোসেন-এর ঠিক করা ভাড়াটে খুনীদের হাতে খুন হয়ে গেল পাভেল। কী সাংঘাতিক ঠাণ্ডা মাথার খুনী এই জাহাঙ্গীর! পাভেল নিখোঁজ হয়ে যাবার পর এই জাহাঙ্গীর পাভেলের মা-বোনদের সান্ত্বনা দিয়েছে! থানায় সাধারণ ডায়রি করতে বুদ্ধি দিয়েছে!



আমাদের মানবিক গুণ, মানবিক বোধ কোথায় উধাও হলো? দলের বড়ভাইয়েরা যে কোন মূল্যে হরতাল প্রতিরোধ করতে বলেছিল বলে বিশ্বজিৎ লাশ হয়ে খবরের শিরোনাম হলো! পাভেল দরবেশের কেরামতিতে টাকা দ্বিগুণ করার লোভ করে যে পাপ করেছিল, সেই পাপে তার মৃত্যু হলো। আর টাকার লোভে বাল্যবন্ধুকেও খুন করতে দ্বিধা করলনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহাঙ্গীর হোসেন।



এই যদি হয় আমাদের উত্তরসুরীদের নৈতিকতা, তবে আমাদের জাতির ভবিষ্যৎ কী? আমাদের ভবিষ্যৎ কী? আমরা কোন দিকে যাচ্ছি? আমাদের মূল্যবোধের এমন অবক্ষয় হচ্ছে কেন?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

তোমোদাচি বলেছেন: গুরুত্বপূর্ণ টপিক!
কিন্তু আমরা কয়জন এটাকে গুরুত্ব সহকারে চিন্তা করছি!!

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

নূরুস সাফা বলেছেন: এইতো, আপনি আমার চিন্তার সঙ্গে যোগ দিলেন। আরো সবাই যোগ দিলেই এই গুরুত্বপূর্ণ বিষয়টার গুরুত্ব সামাজিকভাবে অনুভূত হবে। সেটাই আমরা চাই, নয়কি?

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

ঝটিকা বলেছেন: ইসলামে বন্ধু নির্বাচনেও কয়েকটি বিষয়ের ব্যাপারে যত্নশীল হতে বলেছে। আমি নিজেও একগাদা বন্ধু রাখার ঘোর বিরোধি।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১১

নূরুস সাফা বলেছেন: ঝটিকা, বন্ধুর ব্যাপারে আমার নীতি একটু অন্যরকম। আমার মতে, আমার বন্ধুর সংখ্যা না বাড়ে না বাড়ুক, তাতে তেমন কোন ক্ষতি নাই। কারণ, আমার পক্ষে সকলের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা অসম্ভব। কিন্তু আমি সব সময় চেষ্টা করব যাতে আমার শত্রুর সংখ্যা না বাড়ে। কেননা, একজন শত্রুই আমার চরম ক্ষতি করতে পারে।

আপনার মতো আমারও বন্ধুর সংখ্যা খুব বেশি না। তবে যে কয়েকজন বন্ধু আছে, আমার বিপদে-আপদে, আমার সুখে-দুঃখে আমি ওদেরকে পাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.