![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক অজানার পথে চলেছি ভেলায় চড়ে । যেদিন ভেলা ছিন্ন হয়ে যাবে, বুকে টেনে নেব স্বচ্ছ সলিল ধারা । যতদিন ভেসে আছি, উপভোগ করে যাবো দুকূলের সৌন্দর্য ।
শহরের সরকারি বেসরকারি যত ব্যাংক আছে, সবগুলোর ক্যাশ কাউন্টারের পাশে প্রিন্ট করা লেখা দেখবেন, "এখানে ময়লা ও ছেঁড়া নোট জমা নেয়া হয়"। পাশে বসা অফিসারকে আপনি ছেঁড়া নোট দিন, তারপর টের পাবেন আসলেই তারা ছেঁড়া নোট জমা নেন কি না। আপনাকে একদম রূঢ়ভাবে প্রত্যাখ্যান করবে।
ছেঁড়া নোট জমা নেয়া তো দূরে থাক, উলটো উনাদের থেকে নগদ টাকা যদি তুলতে যান তাহলে দেখবেন সুন্দর ভালো নোটের ভেতর ছেঁড়া ছেঁড়া টাকা ঢুকিয়ে দিয়ে দেবে। আজকাল মনে হয় যেন ব্যাংকগুলোই বরং ছেঁড়া নোটের আস্তানায় পরিণত হয়েছে। মাত্র কয়েক হাজার টাকা তুলতে গেলেও দেখা যায় ক্যাশিয়ার সাহেব বান্ডিলের ভেতর চার পাঁচটি ছেঁড়া নোট দিয়ে দেয়। ব্যাংক থেকে টাকা নেয়ার সময় আপনাকে খুব সাবধানে নোটগুলো চেক করে নিতে হবে। নয়তো পরে বান্ডেল খুলে দেখবেন ভেতরে লেনদেনের অযোগ্য নোট দিয়েছে, পরে সেই ছেঁড়া টাকা নিয়ে একই অফিসারের কাছে গেলে উনিও আর ফেরত নেবেন না। এমন একটা ভাব দেখাবে, মনে হবে যেন উনারা ছেঁড়া টাকা নেনও না, দেনও না।
অথচ এমন হবার কথা নয়। সরকারের অর্থ বিভাগের সাথে জড়িত অফিসগুলোর উচিৎ ছিল নির্দিষ্ট সময়ান্তে ছেঁড়া টাকা প্রত্যাহার করে বাজারে নতুন নোট নিয়ে আসা। শোনা যায়, পুরনো টাকা প্রত্যাহার করার কাজ করার জন্য বাংলাদেশ ব্যাংকের কিছু এজেন্ডা আছে। তা কতটুকু পালিত হয় কে জানে।
দুই, পাঁচ এবং দশ টাকার নোটের সমস্যা
এদেশে সাধারণ মানুষের আর্থিক লেনদেনের বেশিরভাগ হয় হাটে বাজারে, বাসে রিক্সায় যাতায়াতে। এসব ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় দুই, পাঁচ এবং দশ টাকার নোট। টাকার নিয়ম হল, যত বেশি হাতবদল হয় তত ক্ষয়প্রাপ্ত হতে থাকে। যেহেতু এই টাকাগুলোই বেশি হাত বদল হয় তাই এগুলোই ড্যামেজ হয় সবচেয়ে বেশি। একই সময়ে মুদ্রিত পাঁচশত কিংবা হাজার টাকার নোটের চেয়ে দশ টাকার নোটটাই বেশি ময়লা হয়ে পড়ে।
একসময় এই ময়লা নোটগুলো এমন হয়ে পড়ে, বেচারাকে কেউ আর নিতে চায় না। এসব পুরনো টাকা দেয়া নেয়া নিয়ে হাট বাজারে সওদাগর এবং বাসের কন্ডাক্টরের সাথে ক্যাচাল লেগে থাকাটাই যেন বাংলাদেশীদের ভাগ্য।
এতো পুরনো টাকা বাইরে থাকবে কেন?
যেসব টাকা দ্রুত নষ্ট হতে থাকে, সেগুলো নির্দিষ্ট সময় পর বাজার থেকে সরকারের তুলে নেয়া উচিৎ। সেই ২০০৭ সালের দুই/পাঁচ টাকার নোট সম্পূর্ণ জরাগ্রস্ত হয়ে ধুঁকে ধুঁকে এখনও বাজারে চলছে। এই নোটগুলো দেয়া নেয়া নিয়ে মানুষে মানুষে তর্ক বিতর্ক চলছেই, কিন্তু কি আশ্চর্য, বাজারে এসব নোট থাকবেই থাকবে!
এই সমস্যা কি সমাধানের অযোগ্য?
উন্নত দেশগুলো কিভাবে পুরনো কিংবা ছেঁড়া মুদ্রার সমাধান করে তা সেসব দেশে বসবাসরত ভাই বোনেরা হয়তো বলতে পারবেন। আমার মনে হয় পুরনো টাকা সমস্যার একটাই সমাধান, সরকার নিজ উদ্যোগেই বাজার হতে পুরনো টাকাগুলো প্রত্যাহার করে নতুন টাকা রিপ্লেস করবেন। বাংলাদেশ ব্যাংকের একটা বিভাগ রাখা উচিৎ যারা সার্বক্ষণিক এই সমস্যা মোকাবেলায় কাজ করে যাবে। অল্প কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকে প্রায় দুইশ জন সহকারী পরিচালক নিয়োগের চূড়ান্ত সুপারিশ হয়েছে, উনাদের নিয়োগ যে কোন সময়ে হয়ে যাবে। এর মাঝেই নতুন করে ২২৫ জন সহকারী পরিচালক নিয়োগের বিজ্ঞপ্তিও চলে এসেছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট দেখুন, সবসময়ই ব্যাংকে বিপুল সংখ্যক কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া চলতে থাকে। হাজার হাজার কর্মকর্তা সম্বলিত বাংলাদেশ ব্যাংক কি পুরনো টাকা সমস্যা সমাধানে একটা নির্দিষ্ট সংখ্যক লোকবল দিয়ে একটা বিভাগ চালু রাখতে পারবে না?
আরেকটি কথা বলা যায়, যেহেতু দুই পাঁচ টাকার নোটগুলো বেশি ব্যবহারের ফলে দ্রুত নষ্ট হয়, এসকল টাকার কাগজের নোট বাদ দিয়ে ধাতব মুদ্রা চালু করলেই হয়তো ভালো হবে।
সরকার প্রায়ই বিভিন্ন ইস্যুতে স্মারক মুদ্রা ছেড়ে থাকে, এসব স্মারক মুদ্রার পেছনে সময় ও অর্থ ব্যয় কমিয়ে সাধারণ জনগণের সুবিধার্থে পুরনো এবং ছেঁড়া নোট সমস্যা মোকাবেলায় মনোযোগ দেয়া উচিৎ।
৩০ শে মে, ২০২২ বিকাল ৫:০৪
নাজিম সৌরভ বলেছেন: এক দুই রিয়াল যে প্রয়োজনে কয়েন হয়ে গেছে, সেই প্রয়োজনেই এদেশের দুই এবং পাঁচ টাকা কয়েন হয়ে যাওয়া এখন সময়ের দাবী। আমাদের শিশুকালে ৫ টাকায় যা পাওয়া যেত তা এখন ২০ টাকাতেও পাওয়া দুষ্কর হয়ে পড়ছে দিন দিন। মূল্যহীন এসব টাকা কয়েন হয়ে যাওয়া উচিৎ।
মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ৩০ শে মে, ২০২২ রাত ১১:৪০
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশ ব্যাংকে যেই ২/৩ শত পরিচালক/ সহপরিচালক নেয়া হয়েছে, তাদর কারো মাথায় এই সমস্যার সমাধানের কথা আসেনি; আরও লোক নেয়ার দরকার।
৩১ শে মে, ২০২২ বিকাল ৫:৩৩
নাজিম সৌরভ বলেছেন: বর্তমানে বাংলাদেশে ৩য় শ্রেণির সরকারি চাকরি মানে সোনার হরিণ, বিসিএস ক্যাডার প্লাটিনামের হরিণ। আর বিসিএস ক্যাডাররা কেউ কেউ চাকরি ছেড়ে বাংলাদেশ ব্যাংকের অফিসার (১০ম গ্রেড) এ জয়েন করে।
সেই ব্যাংকের পরিচালকদের মাথায় যদি এসব না আসে, আমাদের তো মরে যাওয়া উচিৎ।
৩| ৩১ শে মে, ২০২২ রাত ১:২২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর একটা পোষ্ট দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংক সহ সরকারী প্রতিষ্ঠানে গত ১৫ বছরে যারা চাকরী পেয়েছে, তাদের বেশির ভাগই অযোগ্য, অদক্ষ।
৩১ শে মে, ২০২২ রাত ১০:৪৪
নাজিম সৌরভ বলেছেন: জাতির সেরা মেধাবী লোকগুলো বাংলাদেশ ব্যাংকে যোগ দেয়। তারা যদি দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দেয় তা আমাদের জন্য নিতান্ত বদ নসিব ছাড়া আর কিছুই নয়।
৪| ৩১ শে মে, ২০২২ সকাল ৮:৩৫
নূর আলম হিরণ বলেছেন: ছেড়া টাকা নিয়ে গেলে ব্যাংক গুলো এমন ভাবে সেটা ফিরিয়ে দিবে যেনো এই টাকা চলবেই না! অথচ তারা বান্ডিলের ভিতরে ছেড়া টাকা হরহামেশাই দেয়। একটার বেশি দুটা পাল্টাতে বললে বলে, আরে চলবে সমস্যা নেই।
৩১ শে মে, ২০২২ রাত ১০:৪৬
নাজিম সৌরভ বলেছেন: ব্যাংক হবে আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য এবং আস্থার জায়গা, অথচ এখন ব্যাংক থেকে টাকা তুলতে গেলে ভয়ে ভয়ে থাকতে হয়, না জানি ছেঁড়া টাকা গছিয়ে দেয় কি না!
৫| ৩১ শে মে, ২০২২ দুপুর ১:০৬
রশিদ ফারহান বলেছেন: উপেক্ষিত গুরুত্বপূর্ণ টপিক, দেখেও দেখার কেউ নেই
৩১ শে মে, ২০২২ রাত ১০:৪৮
নাজিম সৌরভ বলেছেন: ময়লা এবং ছেঁড়া টাকার নোট হল অতি সাধারণ মানুষের সমস্যা, এটা নিয়ে তাই কারো মাথা ব্যথা নেই।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০২২ বিকাল ৪:৪২
ঋণাত্মক শূণ্য বলেছেন: পুরাতন ও ছেড়া টাকা নিয়ে বহুবার সমস্যায় পড়তে হয়েছে। একবার বাধ্য হয়ে বাংলাদেশ ব্যাংকে ফোন করে সমাধান নেওয়া লেগেছিলো।
সৌদীতে পুরাতন ও ছেড়া টাকা নিবো না এই কথা বলার সাহস দেখাতে আজ পর্যন্ত কাউকে দেখিনি! এখানে ছেড়া ফাঁটা নোট নেওয়া বাধ্যতামূলক। আর কারও কাছে একবার এমন নোট নিয়ে আসলে সে পরে ব্যাংক থেকেই নতুন টাকা নিতে পারে। এর জন্যও কোন রকম কোন ঝামেলায় পড়তে হয় না।
এখানে বর্তমানে এক রিয়ালের নোট আর প্রিন্ট হচ্ছে না (আমার জানা মতে)। ১ ও ২ রিয়াল এখন কয়েনে চলে গেছে।