নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেখে যাও, আমি ভালোই আছি

নিশাচর ভবঘুরে

"তোমার খাতার প্রথম পাতায় এঁকে দিলাম আলপনা আমার ছবি কইবে কথা যখন আমি থাকবোনা।" -সংগ্রহিত ফেবুতে আমি- http://www.facebook.com/ sokalbelarkak

নিশাচর ভবঘুরে › বিস্তারিত পোস্টঃ

কিছু নাগরিক কবিতা (আমার শততম পোষ্ট)

১৪ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩৫





নাগরিক কবিতা- ১



ইট-কাঠের খাঁচায় বাঁধা এ প্রানের সাথে

যদি সন্ধি চাও, তবে এসো

তোমার জন্য জানালাগলা জ্যোৎস্নার ফুল রেখেছি

তুমি আসলেই মালা গেঁথে দেব

আমার ব্যালকনিতে অবহেলায় জন্মানো

আগাছার দলে শিশির জমলে তোমায় নিমন্ত্রন

তোমার নুপুরে বাঁধা খালি পায়ে

তুমি শিশির মেখে যেয়ো

বিকেলের অবসরে পার্কের বেঞ্চির বদলে

আমার ছাদের কার্নিশে পা ঝুলিয়ে বসবো

উষ্ণ কফির কাপে চুমুক দিতে দিতে

তোমার ঠোঁটের উষ্ণতাটুকু কামনা করবো

সন্ধ্যা পেরোলে তোমাকে নিয়ন আলোয়

জমাটবাঁধা সুখের অশ্রুকবিতা শোনাবো

ইট-কাঠের খাঁচায় বাঁধা এ প্রানের সাথে

যদি সন্ধি চাও, তবে এসো।



কাপুরুষ



নগরে কারা নাকি সন্তান উৎপাদন কেন্দ্র খুলেছে

আমরা বসে আছি, সারি সারি একদল কাপুরুষ

নবাগত শিশুগুলোকে বরন করে নেব-

ওদের কপালে বেজন্মার তিলক পরিয়ে



বালিকার শরীরে চুমু খেয়ে বলেছিলাম-

তোমাকে ঘরনি করে নেব, তুমি আমার হবে

বালিকার সব ঘ্রাণ চুরি করে নিয়ে

বালিকার গলায় বেশ্যার নেমপ্লেট ঝুলিয়েছি



আমাদের সমাজ, আমাদের প্রেমিকারা

আমাদের ভয়ে আকাশ দেখেনা

তবু, দিনশেষে আমরা সব কাপুরুষের দল

মাথা নিচু করেই ঘরে ফিরি।



নাগরিক কবিতা-২



নাগরিক রাতে শুধু আমি একা রাত জাগিনা

পাশের বাড়ির মেয়েটাও রাত জাগে

জানালায় মাথা রেখে হারিয়ে যাওয়া কারো জন্য কাঁদে

একদল পতিতাও রাত জাগে, ক্লেদ আর গ্লানি নিয়ে



নিয়ন আলোয় রাতজাগা একদল পথিক হেঁটে যায়

একা নিঃসঙ্গ একদল পথিক, যারা কেউ কারো নয়

তবু অনুভূতি ভাগ করে চলে, পিচঢালা রাস্তার সাথে

অন্ধকারে লুকিয়ে থাকা উন্মত্ত যৌনলীলার রাতে



আমি হাঁটি, পেছনে এক খোঁড়া বাদামী কুকুর

আমার পায়ের শব্দে অন্ধ এক ভিক্ষুক জেগে উঠে

ভিক্ষার আশায় দিনের অভ্যাসে আর্তনাদ করে

আমি তাকে পেরিয়ে এগিয়ে যাই, কোলাহলের দিকে।





(আজ ব্লগের প্রিয় এক কবির জন্মদিন। তাকে জন্মদিনের শুভেচ্ছাসহ আমার শততম পোষ্ট উৎসর্গ করলাম। তিনি মন খারাপ করা মেয়ের মনের গহীনে বাস করেন- নস্টালজিক রানা ভাই )

মন্তব্য ৯৬ টি রেটিং +৩৩/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩৬

শহিদুল ইসলাম বলেছেন: ভালো লাগল সবগুলোই :)

প্রথম ভালো লাগা !

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৯

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু, কবি :)

কেমন আছেন?

২| ১৪ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ১ আর ৩ অনেক ভাল লেগেছে।

জানালায় মাথা রেখে হারিয়ে যাওয়া কারো জন্য কাঁদে :|

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩৫

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু আপু।


আগে ব্লগে শায়েরী নামের এক ব্লগার সবার পোষ্টে যেত, কমেন্টস করতো। আপনিও করছেন। খুব ভালো :)


আমাদের প্রেমিকারা আমাদের জন্য কাঁদবে, এটাই নিয়ম। ;)

৩| ১৪ ই আগস্ট, ২০১২ রাত ১০:৫২

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: 3 no plus. Sesherta besi valo hoice. Shuvo kamona bro

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪২

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু, চয়ন ভাই।

আপনার জন্যও শুভকামনা। ঈদের দিন চায়ের দাওয়াত :)

৪| ১৪ ই আগস্ট, ২০১২ রাত ১১:২৩

বিরোধী দল বলেছেন: Valo laglo :D

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫২

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু, বিরোধী দল। :)


ঈদে চায়ের দাওয়াত :)

৫| ১৪ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩০

কামরুল হাসান শািহ বলেছেন: নাগরিক কবিতা ১ ও ২ বেশী ভালো লাগছে :) :) :)

১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:০১

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু কবি। :)

কামু ভাই আপনের পোষ্ট কই?

৬| ১৪ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
৩ নং বেশি ভালো লাগছে :)

অন্যগুলাও ভালো । ভালো লাগা রইল :)

১৫ ই আগস্ট, ২০১২ রাত ৩:২৮

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু ব্রো। :)



ভালো লাগা মাথা পেতে নিলাম

৭| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।

১৫ ই আগস্ট, ২০১২ রাত ৩:৩৩

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু ব্রো :)

৮| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩১

চেয়ারম্যান০০৭ বলেছেন: ৮ লমবর পিলাচ।আইজকা বিজি আছি।কাইলকা কবিতার পোস্ট মর্টেম করমু ;)

১৫ ই আগস্ট, ২০১২ রাত ৩:৪৭

নিশাচর ভবঘুরে বলেছেন: বিজি কিসে? ;)

লুটি নিচ্ছ নাকি? :)

কইরো, অপেক্ষায় আছি।

৯| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩৪

মামুন হতভাগা বলেছেন: :)

১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৪:২৭

নিশাচর ভবঘুরে বলেছেন: কেমন আছেন হতভাগা ভাই। অনেকদিন পর দেখলাম :)

১০| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৭

কামরুল হাসান শািহ বলেছেন: উৎসর্গটা পছন্দ হইছে :) :) :)

১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৪:৩৫

নিশাচর ভবঘুরে বলেছেন: রানা ভাই খুব পছন্দের একজন :)

১১| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ২:১৮

এপেইন বলেছেন: ভাল লাগল

১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৩০

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু ব্রো :)

১২| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ৩:১৩

তানিয়া হাসান খান বলেছেন: প্রথম ভালো লাগা ! +++++

১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৬

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু আপু :)

১৩| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ৩:৩৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: শত তম পোষ্টের শুভেচ্ছা।

১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৫০

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু আপু :)


ভালো থাকুন। আপনার চুল সাদা কেন?

১৪| ১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৪:১৭

মুনসী১৬১২ বলেছেন: ভালো লাগা

১৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১:২৯

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু কবি :)

১৫| ১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৪:২৬

নরাদম বলেছেন: +++++

১৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৩৪

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু ব্রো :)

১৬| ১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৪:৪৯

শিপন মোল্লা বলেছেন: সব গুলি কবিতায় ভাললাগা রেখে গেলাম।

১৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৩৪

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু ব্রো :)

১৭| ১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৪:৫১

অনাহূত বলেছেন: খুব সুন্দর সবগুলো কবিতাই। সুখপাঠ্য।
শুভেচ্ছা।

১৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৩৯

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু ভাই। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা :)

১৮| ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ৭:০৩

রবি_জল বলেছেন: কবিতায় ভাললাগা ++

১৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৪৫

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু ভাই :)

আছেন কেমন?

১৯| ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ৭:৫১

রেজোওয়ানা বলেছেন: সব গুলো কবিতাই সুন্দর হইসে কবি কাক!

১৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৫২

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু আপু। বাট আমার বই কই? :(

২০| ১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৯

শোশমিতা বলেছেন: সব গুলো কবিতা অনেক সুন্দর + +
শত তম পোষ্টের অভিনন্দন !:#P !:#P !:#P

১৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৫৪

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু সুষ্মিতাপু :)

২১| ১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: সাদা না, ব্লন্ড B-) B-) B-)

১৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৫৫

নিশাচর ভবঘুরে বলেছেন: হা হা হা। আচ্ছা, ব্লন্ড। দেখলেই মনে হয় চুল পেকে বুড়ি হয়ে গেছেন। :)

২২| ১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:২৬

কাব্য সৈনিক বলেছেন: +++ কবিতা গুলান অনেক ভালোলাগলো :) :) :)

১৬ ই আগস্ট, ২০১২ দুপুর ২:০১

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু সৈনিক ভাই :)

২৩| ১৫ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩৩

শিপু ভাই বলেছেন:
সেঞ্চুরির শুভেচ্ছা।

ঈদ মোবারক!!!

১৬ ই আগস্ট, ২০১২ দুপুর ২:০১

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু, শিপু ভাই।

ঈদ মোবারক। :)

২৪| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ৮:০৩

নস্টালজিক বলেছেন: শততম পোস্টের জন্য অভিনন্দন!

আর, আমাকে উৎসর্গ করলা তোমার সুন্দর নাগরিক কবিতার শততম পোস্ট, এটা আমার জন্য খুবই আনন্দের!

শুভকামনা থাকলো তোমার জন্য, সামনের দিনগুলো অনুকূল থাকুক!


নাগরিক রাতে শুধু আমি একা রাত জাগিনা


১৬ ই আগস্ট, ২০১২ দুপুর ২:১৭

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু রানা ভাই। আপনার সুন্দর কথাগুলো আমাকে আরো অনেকদূর যেতে সাহায্য করবে।


আপনার জন্যও শুভকামনা :) দোয়া করবেন।


:)

ভালো থাকবেন।

২৫| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৯

সায়েম মুন বলেছেন: বেশ ভাল লাগলো নাগরিক কবিতা।

১৬ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৩১

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু :)

ভালো থাকুন :)

২৬| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:২৪

ভিয়েনাস বলেছেন: প্রথমে শততম পোস্টের জন্য অভিনন্দন জানাচ্ছি !:#P !:#P

আর নাগরিক কবিতা চমৎকার হয়েছে.....


নাগরিক রাতে শুধু আমি একা রাত জাগিনা

১৬ ই আগস্ট, ২০১২ রাত ১০:১৮

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু ভিয়েনাস। কি খবর আপনার? বিষণ্ণতা ভালো আছে?

২৭| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১১:২৯

স্বর্ণমৃগ বলেছেন: ভাল লাগলো কবিতাগুলো।
শততম পোস্টের শুভেচ্ছা! :)
+++++

১৬ ই আগস্ট, ২০১২ রাত ১০:১৯

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু স্বর্নমৃগ ভাই। :)

২৮| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১:২০

চেয়ারম্যান০০৭ বলেছেন: তোমার ঠোঁটের উষ্ণতাটুকু কামনা করবো
বালিকার শরীরে চুমু খেয়ে বলেছিলাম
বালিকার গলায় বেশ্যার নেমপ্লেট ঝুলিয়েছি
অন্ধকারে লুকিয়ে থাকা উন্মত্ত যৌনলীলার রাতে


৪ লাইনের একটা কবিতা লেখলাম :) আমার বেফুক লাগছে :) কেমন হৈছে কও ;)

১৬ ই আগস্ট, ২০১২ রাত ১০:২১

নিশাচর ভবঘুরে বলেছেন: অসাম হইছে। লেইখা যাও। তোমাকে দিয়ে হবে। যাক, লুলামীর পাশাপাশি কবিতাও দেখি ভালো লিখ। এই কবিতা নুবেল পাওনের মত ;)

২৯| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ২:১০

সেলিব্রেটি ব্লগার বলেছেন: অসাধারণ সবগুলো :) প্লাস বাটনটা কই গেল ;)

১৬ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪১

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু। দোয়া রাইখেন যাতে আপনের মত সেলিব্রেটি হইবার পারি ;)

৩০| ১৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১:২৬

দূর্যোধন বলেছেন: অভিনন্দন কাক!খুব দ্রুতই সেঞ্চুরী করে ফেললেন :)

১৬ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪৩

নিশাচর ভবঘুরে বলেছেন: আসলে মারকুটে টেস্ট খেলোয়াড়দের মত হয়ে গেল ;)


থেঙ্কু ব্রো :)

৩১| ১৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৫৭

ঠেলা বলেছেন: সুন্দর হয়েছে কবিতা

১৭ ই আগস্ট, ২০১২ রাত ১:৩২

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু ভাই। দিমু নাকি একখান ঠেলা? ;)

৩২| ১৬ ই আগস্ট, ২০১২ দুপুর ২:১৬

আরজু পনি বলেছেন:

কবিতা অন্য জগতের নয় বরং মনের কথাই।
আর উৎসর্গটা দারুণ হয়েছে।


অভিনন্দন রইলো শততম পোস্টের। !:#P








স্টারে সন্ধ্যার সময় কাচ্ছি দেয় না :| ;)

১৭ ই আগস্ট, ২০১২ রাত ১:৪০

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু আপু :) অনেক ধন্যবাদ। :)



স্টারের কাচ্চি কি আপনার খুব প্রিয়? ;)

৩৩| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১০:২৭

ঘুমন্ত আমি বলেছেন: নাগরিক কবিতা দুইটা বেশী ভালো লেগেছে

১৭ ই আগস্ট, ২০১২ রাত ২:০১

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু ঘুমন্ত ভাই :)

৩৪| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:২৫

বিরোধী দল বলেছেন: চা তো ঈদের আগেই খেয়ে ফেললাম :!> :!>

১৭ ই আগস্ট, ২০১২ রাত ২:৫৫

নিশাচর ভবঘুরে বলেছেন: তাইলে পড়ে বাদ ;)

৩৫| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ৩:৫৭

ভিয়েনাস বলেছেন: বিষন্নতা ভালো আছে :) :)

১৭ ই আগস্ট, ২০১২ দুপুর ২:০৬

নিশাচর ভবঘুরে বলেছেন: ভালো থাকবে জানতাম :)

৩৬| ১৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৯

আরজু পনি বলেছেন:

নিজে শততম পোস্ট দিয়া অন্যগো বর্ষপূর্তি পোস্টরেও শততম পোস্ট মনে হয়! X( :P =p~


স্টার! তা আর বলতে ;)

১৮ ই আগস্ট, ২০১২ রাত ৩:০৯

নিশাচর ভবঘুরে বলেছেন: আসলে টাইপ করতে গিয়ে অভ্যাস ভুলে লিখে ফেলছি :)

স্টারের উচিত সামুতে বিজ্ঞাপন দেওয়া, সামুর অনেক ব্লগারকেই দেখা যায় স্টারে :)

৩৭| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩৮

মাহমুদা সোনিয়া বলেছেন: শততম পোস্টের অনেক অভিনন্দন। সুন্দর হোক পথচলা। :)

১৮ ই আগস্ট, ২০১২ রাত ৩:১০

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু আপু :)

ভালো থাকুন।

৩৮| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪১

মাহবু১৫৪ বলেছেন: শততম পোস্টের জন্য আপনাকে অভিনন্দন !:#P !:#P !:#P


কবিতায় ভাল লাগা


+++++++++

১৮ ই আগস্ট, ২০১২ রাত ৩:১১

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু মাহবু ভাই :)

৩৯| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৭

নোমান নমি বলেছেন: সবগুলাই কবিতা ভালো হইছে।
ষ্টারের কাচ্চির গন্ধ পাইলাম মনে হয়। :P :P

১৮ ই আগস্ট, ২০১২ রাত ৩:১৪

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু নুমান ভাই :)

আপনেতো পাইবেনই। স্টারের পাইবেন, নীলক্ষেতের পাইবেন, ছবির হাটে পাইবেন, ঘরোয়ায় পাইবেন (তালিকা আরো বড়, ছোট করে দিলাম)

:)

৪০| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:৫৯

রাহি বলেছেন: দুই নাম্বারটা তো মনে হচ্ছে আগেও পড়েছিলাম! নাগরিক২ এত ভালো লেগেছে যে মুখস্থ করার চিন্তা ভাবনা আছে। কবিতা ভালই লিখেন। গল্পও কম না!

শততম পোষ্টের শুভেচ্ছা। ভালো থাকবেন।

১৮ ই আগস্ট, ২০১২ রাত ৩:১৬

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু রাহি ভাই :!> :!> :!> :!> :!> :#> :#>



আপনিও অনেক অনেক ভালো থাকবেন :)

৪১| ১৮ ই আগস্ট, ২০১২ সকাল ৭:১৩

ইসরা০০৭ বলেছেন: সবটাই সুন্দর+

শত তম পোষ্টের শুভেচ্ছা। !:#P
ঈদ মোবারাক:)

১৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৯

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু আপু :)

ঈদ মোবারক :)

৪২| ১৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৪

অবাক-পৃথিবী বলেছেন: শেষেরটা ভালো লাগল বেশ



+++ (তিনটার জন্য তিনটা +) :)

২১ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫৯

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু অবাক পৃথিবী :)



আর একটা প্লাস দেন প্লিজ, বেইচা কটকটি খামু ;)

৪৩| ১৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৫

অবাক-পৃথিবী বলেছেন: আজ বেশ কয়েক জায়গাতেই + দিতে গিয়ে দেখি ৩০তম :#)

২১ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৩

নিশাচর ভবঘুরে বলেছেন: আপনারে ৩০ রোজায় ধরছে ;)

৪৪| ১৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২২

বলদ বাবা বলেছেন: অসাম কবিতা ব্রো :)

২১ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৫

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু ;)


আপনার চশমা সুন্দর :)

৪৫| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩৫

তিথির অনুভূতি বলেছেন: অভিনন্দন রইলো শততম পোস্টের। !:#P

আগাম ঈদ মোবারক
শুভকামনা

২১ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৫

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু তিথি আপু :)


ঈদ মুবারক :)


শুভকামনা আপনাকেও

৪৬| ১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ২:২১

মোঃমোজাম হক বলেছেন: আল্লার অসীম করুণায় আপনার জীবন ভরে উঠুক এবং সর্বদাই খুলে যাক সাফল্যের দরজা।
ঈদ মোবারক

২১ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৯

নিশাচর ভবঘুরে বলেছেন: ঈদ মুবারাক মোজাম ভাই :)


তরুণ বয়সের ছবি দিয়া আর কতদিন ;)

৪৭| ২০ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫২

ভিয়েনাস বলেছেন: ঈদ মোবারক :)

২১ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১০

নিশাচর ভবঘুরে বলেছেন: ঈদ মুবারাক :)


দাওয়াত কই?

৪৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৩

নাসা’র মা বলেছেন: শততম পোষ্টের শুভেচ্ছা। :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫২

নিশাচর ভবঘুরে বলেছেন: থেঙ্কু নাসার মা :)


সামুতে আইছো, আমার চান্দা দিছ? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.