নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেকটা আলোর মত....কোন বাধনেই বাধা যায়না..

নিঃসীম শূণ্যতা

নিজের কাছেই অজানা একজন।

নিঃসীম শূণ্যতা › বিস্তারিত পোস্টঃ

মুক্তমনা ব্লগ - অভিজিৎ রায় - হত্যা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৪

অনেক দিন ধরেই ভাবছি অনেকেই তো লেখে তাহলে আমি কি দোষ করলাম ..কিন্তু আমার লেখা আবার মধু বা অমৃত কোনটাই বর্ষায় না আর যা বর্ষায় তা হলো গরল..অবশ্য এটা আপেক্ষিক কারন অনেকে আবার পছন্দও করে নাকি..যাই হোক আজ সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে লিখব ভাবছি...আর তা হলো অভিজিৎ হত্যা ঘটনা।

প্রথমেই আমি বলে রাখি আমি কোন ভাবেই তাকে হত্যা করা সমর্থন করিনা কেননা তাকে ইসলাম সম্পর্কে ভুল বোঝানো হয়েছিল বা তার ভুল ধারনা ছিল, এক্ষেত্রে আমি মনে করি তাকে সঠিকভাবে ইসলাম সম্পর্কে জানানো উচিৎ ছিল। হয়তো বা সে একসময় তার ভুল বুঝতে পারত।

আমার চিৎকার-
আমি দেখেছি তিনি অর্থাৎ তার মুক্তমনা ব্লগ ইসলামের নানা ভুল(!), অসঙ্গতি(!) ইত্যাদি নিয়ে কঠোর ভাবে আলোচনা করে এসেছে যা অনেকটা "গরু ঘাস খায় আর আমরা গরুর দুধ খায় তাই আমরা ঘাস খাই বা গোলাপ একটি ফুল, এর রঙ লাল তাই সকল ফুলের রঙ লাল"- ধরনের যুক্তি কিন্তু কখনো বাস্তব এবং বিজ্ঞান সম্মত কোন যুক্তি উপস্থাপন করেনি। শুধু তাই নয়'-তার ব্লগের বা লেখার ভুল গুলো উল্লেখ করে প্রতি উত্তর (রিপ্লাই) করলে তিনি মডারেশনের নামে তা প্রকাশ করেন নি। অবশ্য তিনি অত্যান্ত সুচারুভাবে নানা সময়ে মনগড়া নানা কোটেশন ব্যবহার করছেন যা অনেকেই না তার সত্যতা যাচাই না করেই অন্ধ ভাবে বিশ্বাস করেছেন।

আমি প্রথমে ভাবতাম "মুক্তমনা ব্লগ"-টি হয়তো বা নিরপেক্ষ কিন্তু পরে দেখলাম এখানে নানাভাবে শুধুমাত্র ইসলামের মনগড়া আর এমন কিছু আল কোরানের আয়াতের উল্লেখ করে ভুল ব্যাখ্যা করা হয় যেগুলোর মর্মার্থ এখনও মানুষ বুঝতে পারেনি। এটা মানুষের দুর্বলতা যা সময়ের সাথে নানা গবেষনায় পরিস্কার ভাবে প্রকাশ পাবে। শতকরা ৬০ ভাগ তথ্য বিজ্ঞান সত্য বলে আবিস্কার করেছে এবং বাকী ৪০ ভাগ সম্পর্কে তারা বলছে এটা খুবই উচ্চমানের কথা (তথ্য) যার অর্থ বের করতে বিজ্ঞানকে আরোও উন্নত হতে হবে। এবং পৃথিবীতে একমাত্র আল কোরআন যা সত্য ও নির্ভুল বলে সকল জ্ঞানী ব্যাক্তিরা একমত, যা বিজ্ঞানের বিস্ময়, যা সমগ্র মানব জাতির সামগ্রিক সমস্যার সমাধান এবং যে কোরআন সম্পর্কে মহান আল্লাহ তা'লা বলেছেন, "বিজ্ঞানময় গ্রন্থ"। এখানে পদার্থ,রসয়ান,চিকিৎসা,কৃষি,সামাজ তথা বিজ্ঞানের সকল শাখা সম্পর্কে নির্ভুলভাবে আলোচনা করা হয়েছে যা পৃথিবীর অন্য কোন গ্রন্থে নাই আর যার পক্ষ থেকে এই মহা বিজ্ঞানময় গ্রন্থ এসেছে তিনি নিজে যখন বলেছে, এতে কোন ভুল নাই, শুধু তাই নয় বরং তিনি আগে থেকেই চ্যালঞ্জ করেছেন এটি একটি নির্ভুল গ্রন্থ আর যদি পার এর সুরা গুলোর মত একটি সূরা আন এবং তাদেরও সাহায্য নাও যাদের তোমরা উপাসনা কর অবশ্য তা তোমরা পারবেনা [কোন অনুরুপ সূরা তৈরি করতে]। এই চ্যালেঞ্জের পর থেকে এখন অব্দি সমগ্র পৃথিবিতে কত - মানুষ চেষ্টা করেছে কিন্তু আজো পারেনি এবং কখনো তারা পারবেনা"- এটাই কি অবিশ্বাসীদের বিশ্বাসের জন্য যথেষ্ঠ নয়?

যাই হোক আমার কথা ছিল মুক্তমনা ব্লগ, অভিজিৎ রায়ের হত্যা নিয়ে। আমি মনে করি হয়তো বা তাকে সঠিক ভাবে একবার এই বিষয়গুলো বোঝালে হয়তো বা তিনি বুঝতেন কিন্তু তাকে এইভাবে হত্যা করাটা আমি সমর্থন করি না। আমাদের মনে রাখতে হবে ইসলাম শব্দটি সালাম থেকে এসেছে যার অর্থ শান্তি [অবশ্য অভিজিৎ রায়কে যে বা যারা হত্যা করেছে তারা মুসলমান কিনা আমার সন্দেহ আছে .. [বিশ্বজিৎ ঘটনার সাথে অনেক কিছু মিলে যাচ্ছে]

আমি যা পরিকল্পনা করে লেখা শুরু করেছিলাম তা শেষ করতে অনেক সময় লাগবে কিন্তু অত লিখতে ইচ্ছা করছে না তাই এখানেই সমাপ্ত করছি..। তবে হ্যা সচেতেন পাঠকদের মন্তব্য আশা করছি.।

----------------------------------------------------[ভুল হলে ধরিয়ে দিবেন]


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬

আহলান বলেছেন: আমার কাছেও তাই মনে হয়েছে। আপনি যা লিখতে চেয়েছিলেন, তা আর কিবোর্ডে আসেনি। উনি যে ওসব লেখালেখির জন্যই নিহত হয়েছেন,তার গ্যারান্টি কি?

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০

নিঃসীম শূণ্যতা বলেছেন: ভাই আমি সাধারন জনতার কাতারে দাঁড়িয়ে জনতার মনের কথা বা না উচ্চারিত কথাই বলার চেষ্টা করেছি মাত্র...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.