![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোই লাগে যখন দেখি অনেকেই নিজেদের নাস্তিক বলে প্রমান করতে গর্ব অনুভব করে.।তা বেশতো তুমি বাবা নাস্তিক হও আমার কোন আপত্তি নাই..।তুমি মর তাতে আমার কি.....কিন্তু কথা হচ্ছে তুমি কি নাস্তিক না ইসলাম বিদ্বেষী কোনটা?
নাস্তিক মানে যারা কোন ধর্মই মানে না, তারা সরাসরি স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করে.।কিন্তু তুমি তো তা নও মানে কাজ কর্মে তা প্রমান পায় না আরকি..তুমি যদি নাস্তিকই হবে তাহলে দুর্গা পূজা, সরস্বতী পূজা এগুলোতে তোমার উপস্থিতি কিন্তুই খুব চোখে পড়ে..যাই হোক তোমার নাস্তিকতা শুধু প্রকাশ পায় ইসলামের ক্ষেত্রে..তাও অসম্পুর্ন ভাবে....নাস্তিকতায় সকল ধর্মের সম+আলোচনা করা হয় ....কিন্তু তুমি তো ইসলামের বিরুদ্ধে বানোয়াট তথ্যের উপর ভিত্তি করে মনগড়া যুক্তি উপস্থাপন কর...।কিন্তু কখনো কি ভেবে দেখেছ, কেন পৃথিবীতে সকল বিজ্ঞানী একবাক্যে ইসলাম ধর্মকেই সঠিক বলে মেনে নেয়?...কেন বিজ্ঞান নানা ইসলামিক অলৌকিক ঘটনাকে এখনো অজানা রহস্যময় বলে স্বীকার করে....আমি জানি তুমি বলবে,-এগুলো তোমার মনগড়া কথা"। যদি তাইই হয়, আমি যদি মনগড়া কথাইই বলে থাকি তবে তুমি ব্যাখ্যা দাও, কোরআনে যে সকল বৈজ্ঞানিক বিষয়ে আলোচনা করা হয়েছে তা সম্পর্কে, আচ্ছা যাও, তুমি তো ইসলাম বিদ্বেষী তাহলে এটা তোমাকে বলে লাভ নেই.....।আচ্ছা বলো তো কেন একমাত্র ইসলামের শহীদ ব্যাক্তিদের লাশ পচে নি, কেন আজোও একমাত্র ইসলাম অনুসারীদের মধ্যে মুমিনদের লাশ পচে না?? অন্য কোন ধর্মের লোকেদের ক্ষেত্রে কেন এই ঘটনা কেন ঘটে না?.. জানি জানি তোমার সময়ের অনেক দাম..এ সব ফালতু বিষয় নিয়ে মাথা ঘামাবার কোন সময় নেই....তোমার অনেক কাজ..।তবে ভাই, ভেবে দেখো, উট পাখি বালুতে মাথা গুজে ভাবে বিপদ কেটে গেসে...আসলেই কি বিপদ কেটে যায়?? আচ্ছা যাও...... আজ আর তোমাকে বিরক্ত করব না...ভেবে দেখো যদি সময় পাও ।
---------------------- +++++++++----------------
২| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এরা নাস্তিক নয়। এরা ইসলাম বিদ্বেষী!
দুটো পয়সার জন্য এরা এসব করে ভাবতেও করুনা হয়!!
এন্টিইসলামিক গ্রুপগুলার খুদকুড়া পাবার জন্যই এতসব!!!!
দেখেন না আমাগো ব্লগেরআি কেউ কেউ জার্মানী সুইডেন পাড়ি দিয়েছে বা অপেক্ষায় আছে!!!
হায়! নিজের স্বত্ত্বাকে বিক্রি করে এই সাফল্যে লাভ কি? দুটো দিন কুকুর বেড়ালের মতো ভাল মন্দ খাবার জন্য!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৩| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:২৪
এনামুল রেজা বলেছেন: হুম। সমাজে সত্যিকার মুক্তমনার অভাব আছে, যেমন অভাব আছে সত্যিকার মানুষের।
৪| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:২৮
শয়ন কুমার বলেছেন: পোষ্টটি অযৌত্বিক এবং একপেশে।কেননা লেখক শুধু এটাই উপস্হাপন করতে চেয়েছেন যে , নাস্তিকেরা শুধু ইসলামকেই আক্রমন করে , এরা অন্য ধর্মকে আক্রমন করে না । এটা লেখকের জলজান্ত মিথ্যা প্রচারণা । লেখক পোষ্টে পরোক্ষভাবে একথা বলে মিথ্যার আশ্রয় নিয়েছেন । কেননা নাস্তিক অভিজিৎ জীবিতকালে শুধুমাত্র ইসলামকেই আক্রমন করে লেখে নি, সেইসাথে অন্যান্য ধর্মকেও আক্রমন করেছে । সে হিন্দু ধর্ম নিয়েও জঘন্য কুৎসাপূর্ণ লেখনি লেখেছে ।অভিজিৎ এর হিন্দু ধর্ম নিয়ে জঘন্য কুৎসাপূর্ণ লেখনির একটা উদাহরনের লিংক দিলাম।অভিজিৎ এর হিন্দু ধর্ম নিয়ে জঘন্য কুৎসাপূর্ণ লেখনি
০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৬
নিঃসীম শূণ্যতা বলেছেন: ভাই শয়ন কুমার, আমি বলেছি, বর্তমান বাংলাদেশের কথিত নাস্তিকদের নিয়ে.। প্রকৃত নাস্তিক যারা তারা তো নাস্তিকই.. আমি তাদের সম্পর্কে বলিনি... আমার মনে হয় আপনি ভালো ভাবে আমার সামান্য লেখাটি পড়েন নি.আমি বলেছি, নাস্তিকতায় সকল ধর্মের সম+আলোচনা করা হয়"--- আশা করি ভুল বুঝবেন না..।আমি মাত্র লেখার চেষ্টা করছি.লিখতে পারি কিনা জানি না.. এখনো অতো সাহস হয়নি উচু মানের লেখকদের সমালোচনা করার..।
৫| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:৩০
শয়ন কুমার বলেছেন: হত্যা- খুনের মাধ্যমে অভিজিৎদের কখনোই পরাজিত করতে পারবে না, তাদের অকাট্য যুক্তিকে তোমরা কখনোই পরাজিত করতে পারবে না, যদি সত্যি সত্যিই অভিজিৎদের পরাজিত করতে চাও , তবে জেনে রেখো , অভিজিৎদের পরাজিত করার অন্যতম প্রধান উপায় হলোঃ ইসলামের শরীর থেকে জাল হাদিসের অপসারন । কেননা এই সমস্ত জাল হাদিসগুলোই নাস্তিকদের নাস্তিক্যবাদের প্রসারে অন্যতম রসদ সরবরাহ করে থাকে ।
৬| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:৩১
শয়ন কুমার বলেছেন: Click This Link
০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:৪০
নিঃসীম শূণ্যতা বলেছেন: ভাই শয়ন কুমার, আমার অন্তর থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি...। আপনি একদম ঠিক কথা বলেছেন, ইসলাম থেকে জাল হাদিস দূর করতে হবে"। তবে ভাই, জাল তো জালই...যেটা নকল তা তো সব সময় বাতিলই...।তবে এই টুকু বলতে পারি কিছু ধর্ম ব্যাবসীরা তাদের লাভের জন্য এগুলো বানায়..তাই এর সাথে ইসলামের কোন সম্পর্কই নেই...।
৭| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:৩২
শয়ন কুমার বলেছেন: হত্যা নয়, বরং নাস্তিকদের পরাজিত করার অন্যতম প্রধান উপায় হলোঃ ইসলামের শরীর থেকে জাল হাদিসের অপসারন (!)
৮| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৪
শয়ন কুমার বলেছেন:
হত্যা নয়, বরং নাস্তিকদের পরাজিত করার অন্যতম প্রধান উপায় হলোঃ ইসলামের শরীর থেকে জাল হাদিসের অপসারন (!)
https://www.facebook.com/notes/à¦à¦à§à¦à¦¿à¦¨à¦¿à¦¯à¦¼à¦¾à¦°-শয়ন-à¦à§à¦®à¦¾à¦°-রায়/হতà§à¦¯à¦¾-নà§-বরà¦-নাসà§à¦¤à¦¿à¦à¦¦à§à¦°-পরাà¦à¦¿à¦¤-à¦à¦°à¦¾à¦°-à¦
নà§à¦¯à¦¤à¦®-পà§à¦°à¦§à¦¾à¦¨-à¦à¦ªà¦¾à§-হলà§à¦-à¦à¦¸à¦²à¦¾à¦®à§à¦°-শরà§à¦°-থà§à¦à§-à¦à¦¾/1061330647227180?pnref=story
৯| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৫
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: বাংঙালী এসব নাস্তিক হচ্ছে অামেরিকান এজেন্ড এদের কাজ হচ্ছে ইসলামকে আক্রমন করা। নাস্তিকতার মানে যদি ইসলামকে আক্রমন করা হতো তাহলে সবার আগে স্টিভেন হকিং তা করতো।
এসব দুপয়সার নাস্তিক বুয়েট থেকে পাশ করে ইসলামের ভুল ধরতে আসে। অথচ বুয়েট থেকে হাজার হাজর স্টুডেন্ট পাশ করে প্রতি বছর বের হয় তারা তো কখনো তা করে না।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৮
মাসুদ খুলনা বলেছেন: ঠিক