![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ছবি দেখতে পারছেন নিশ্চয়ই।দেখেই বোঝা যাচ্ছে জাপানি কোনো মহিলাকে দেখানো হচ্ছে।
সুন্দর লাগছে নাকি সুন্দর লাগছে না সে হিসেব মিটানোর আগে একটা কথা বলে নিতে চাই।
আটা,ময়দা সুজি...আজকাল মেকাপকে অনেকে আটা-ময়দা বলতে পছন্দ করেন।আমার ব্যাক্তিগত
মতাদর্শ যদি প্রকাশ করি তাহলে বলব কিছুটা সৌন্দর্য্যবর্ধন করার মধ্যে আমি খারাপ কিছু খুজে পাই না
NOTE THAT:"কিছুটা"।আর অরিজিনালি সুন্দর না হলে মেকাপ দিয়ে কতক্ষন আর থাকা যাবে।
আমি যতবারই মেকাপওালাদের দেখি চোখ নামিয়ে ফেলি।আরেহ,লজ্জায় না।পায়ের দিকে তাকিয়ে দেখি পায়েও দিয়েছে কিনা :p
ছবিটা আর বর্তমান যুগের কিছু মেকাপওালাদের যদি মিল খুজে পান,তাহলে আমার মূল কথা শুরু করতে পারি।
জাপানিজ পোস্ট-কার্ডে প্রায়ই এমন মেয়েদের দেখা গেলেও এরা কিন্তু কোন সাধারন মেয়ে নয়।
এ মেয়েদের একটা নাম আছে,"গেইশা" (GEISHA)।একজন গেইশা নিজেকে প্রস্টিটিউট বলতে না চাইলেও
আমি তাদেরকে প্রস্টিটিউটই বলব।কারন গেইশাদের কাজই হল খদ্দেরকে খুশি করা।সেটা নাচ,আবৃত্তি কিংবা
অন্যকিছুও হতে পারে।"টি হাউজ" নামে একটা জায়গা আছে যা ব্যাখা করা একটু জটিল।
তো এই গেইশাদের মুখে একধরনের সাদা ফেসিয়াল লক্ষ্য করছেন নিশ্চয়ই।ফেসিয়ালটির নাম হল
"UGUISU NO FUN" সত্যি নো ফান এট অল।কারন এই ফেসিয়ালটা তৈরি হয় এক প্রজাতির
পাখির 'মল" থেকে যার নাম "বুশ ওয়ার্বলার"।মল শুকিয়ে সাদা পাওডার করে সাথে ফলের রস,তেল দিয়ে ফেসিয়ালটা করা হয়।
আসলে এই মজার তথ্য দেওয়ার জন্য পোস্ট টা লিখি নি।একটা প্রশ্ন করার জন্য লিখেছি...
"আপনি কি একজন জাপানিজ প্রস্টিটিউটের মত করে সেজে ঘর থেকে বের হন?"
©somewhere in net ltd.