নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৈশোর থেকে সাহিত্য চর্চা করি। সোশ্যাল একটিভিস্ট হয়ে ওঠা স্বপ্ন ছিল না। প্রত্রিকার সম্পাদনা রবের পক্ষ থেকে অনন্য জিম্মাদারি। পত্রিকা চালাতে গিয়ে স্বৈরাচারের একাধিক মামলায় যুক্ত হওয়াটাও খোদা ইচ্ছে। ধর্মকে যেমন ভালোবাসি, তেমনই ধর্মের নামে অধর্মকে চরম ঘৃণা ক

ওবাইদুল্লাহ ওবাইদ

সত্য ও সুন্দরের পক্ষে কথা বলতে ও শুনতে এ পথচলা। কুসংস্কার ও কুরসম দূর হয়ে সত্যের শুভ সকাল হোক; এমনটাই কামনা করি। ইহকাল পরকালে যা কিছু সত্য তা-ই আমার ধর্ম; আমার বিশ্বাস।

ওবাইদুল্লাহ ওবাইদ › বিস্তারিত পোস্টঃ

চোখ নেব তার তুলে

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

মোদির কতো সাহস দেখ

আমার দেশের ভাগ চায়,

এতো দেখি আস্তা পাগল

কি এসব তার ভাবনায়?



তিস্তা দিলাম ফারাক্কা দিলাম

দিলাম তোদের করিডোর,

বন্ধু সেজে সব নিয়েছিস

এখন দেখি ভূমি চোর।



এ ভূমিটা মাঙনা নয়রে

রক্ত দিয়ে কিনা,

চোখ রাঙিয়ে বললেও তা

আমরা দিয়ে দি না।



আগে ওসব ভয় করেছি

এখন আর সেদিন নাহ,

এই তো সেদিন হারিয়ে দিলাম

ইয়াহয়া আইয়ুব ও জিন্নাহ।



ছোট্ট ভেবে চোখ রাঙিয়ে

যদিও তাকাও ভুলে,

আমরা আজও ঐক্য আছি

চোখ নেব তার তুলে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২০

মশিকুর বলেছেন:
বেচারা মোদি, সাহস আছে ছাগলটার :)

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:০৪

ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: ha ha ha

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.