নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের পক্ষে কথা বলতে ও শুনতে এ পথচলা। কুসংস্কার ও কুরসম দূর হয়ে সত্যের শুভ সকাল হোক; এমনটাই কামনা করি। ইহকাল পরকালে যা কিছু সত্য তা-ই আমার ধর্ম; আমার বিশ্বাস।
পানশালায় বসে আছে এক লোক। তার সামনে পানীয়ভর্তি একটি গ্লাস। লোকটার চেহারা খুব'ই বিষণ্ণ। চোখে রাজ্যের হতাশা নিয়ে সামনের গ্লাসটার দিকে তাকিয়ে আছে সে। এভাবে অনেকক্ষণ কেটে গল। হঠাত্ ঝামেলাবাজ এক ট্রাক ড্রাইবার এসে ঢুকল। মনমরা চেহারার লোকটির সামনে এসে বসল সে। তারপর তার সামনে থেকে পানীয়ের গ্লাসটা নিয়ে এক চুমুকে খালি করে ফেলল। বিষণ্ণ চেহারার লোকটা এবার কেঁদেই দিল। ঝামেলাবাজ লোকটার এটা দেখে মায়া হলো। সে বলল, আরে ভাই এতে কান্নাকাটি করার কি আছে? পুরুষ মানুষের কান্না দেখতে ভালো লাগে না। ঠিক আছে, তোমার জন্য অক্ষুনি আরেক গ্লাস পানীয়ের অর্ডার দিচ্ছি। লোকটা কান্না থামিয়ে বলল, আসলে আজকের দিনটা আমার সব চেয়ে দুঃখের ছিল। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বলে অফিসে যেতে দেরি হয়েছে। অফিসে গিয়ে দেখি বস চাকরিটা খেয়ে দিয়েছে। বিষণ্ণ মন নিয়ে অফিস থেকে বের হয়ে দেখি গাড়িটা চুরি হয়ে গেছে। তারপর সি, এন, জি তে করে বাড়িতে আসলাম। ভাড়া দিতে গিয়ে দেখি ম্যানি ব্যাগটা নেই। ঘরে প্রবেশ করেই দেখি স্ত্রীর পত্র, সে আমার এক বন্ধুর সাথে পালিয়ে গেছে। এতো দুঃখ কষ্ট আর সহ্য হচ্ছিল না। তাই আত্মহত্যা করার খেয়ালে এক গ্লাস বিষ নিয়ে এখানে বসে আছি। আর সে বিষটাও কি না আপনি শেষ করে দিলেন!
০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:০০
ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: hmm
২| ০২ রা মে, ২০১৪ রাত ১:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
বেশ মজা পাইলাম।
০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:০২
ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: আনন্দ পেয়েছেন জেনে খুশি হলাম। ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০১৪ রাত ১১:৪৯
য়িমতিআজ বলেছেন: a+
life is beautiful ..