নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের পক্ষে কথা বলতে ও শুনতে এ পথচলা। কুসংস্কার ও কুরসম দূর হয়ে সত্যের শুভ সকাল হোক; এমনটাই কামনা করি। ইহকাল পরকালে যা কিছু সত্য তা-ই আমার ধর্ম; আমার বিশ্বাস।
রক্তাক্ত আসাম, নিহত ৩২ মুসলমান
ভারতের আসামে সংখ্যালঘু
মুসলমানদের ওপর
বোড়ো জঙ্গিদের নৃশংস হামলায়
নিহতের
সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২
জনে। পুলিশ জানিয়েছে, শুক্রবার
রাতভর
তল্লাশি চালিয়ে বাকসা জেলার
খাগড়াবাড়ি গ্রাম থেকে পাঁচ
শিশু ও দুই নারীসহ ৯ জনের মৃতদেহ
উদ্ধার করা হয়। এর
আগে বৃহস্পতিবার
রাতে কোকড়াঝাড় ও
বাকসা জেলায়
কয়েকটি বাড়িতে স্বয়ংক্রিয়
অস্ত্র
নিয়ে হামলা চালিয়ে নারী ও
শিশুসহ ২৩
বাংলাভাষী মুসলমানকে হত্যা করে নিষিদ্ধঘোষিত
ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট
অব বোড়োল্যান্ডের
সন্ত্রাসীরা।
এই ঘটনায় জড়িত
সন্দেহে বকসা থেকে ১২
জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদের জন্য
তাদেরকে কোকড়াঝাড়
নিয়ে যাওয়া হচ্ছে। বকসা,
কোকড়াঝাড়সহ অসমের তিন
রাজ্যে সেনাবাহিনী মোতায়েন
করা হয়েছে।
জারি করা হয়েছে সান্ধ্য আইন।
তবে, সেনা মোতায়েনের পরও
হামলা চালিয়েছে জঙ্গিরা।
গুরুতর আহত অবস্থায় ১৪
জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্বরোচিত এ হত্যাকাণ্ডের
ঘটনায় তীব্র নিন্দা করেছেন
কংগ্রেস
সভানেত্রী সোনিয়া গান্ধী।
ক্ষোভ প্রকাশ করেছে আবসু, আমসু,
এবিআমসু-সহ অসমের বিভিন্ন দল ও
সংগঠন। আমসুর
বিবৃতিতে বলা হয়েছে,
বোড়োল্যান্ড ও সংখ্যালঘুর
নিরাপত্তার
প্রতি সরকারি উদাসীনতার
কারণেই এই ঘটনা ঘটল। ঘটনার
নৈতিক দায় নিয়ে ২৪ ঘণ্টার
মধ্যে মুখ্যমন্ত্রী তরুণ গগৈ’র পদত্যাগ
দাবি করেন এবিআমসু’র
নেতা লাসিকুল ইসলাম।
অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এ
হত্যাকাণ্ডের নিন্দা করেন।
রাজ্য সরকারের পক্ষ
থেকে নিহতদের পরিবার ও
আহতদের জন্য ক্ষতিপূরণ
ঘোষণা করা হয়েছে।
সূত্র: আইআরআইবি
২| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৭:৪৫
রইসউদ্দিন গায়েন বলেছেন: ভারতীয় খবরে প্রকাশ এই ঘটনার জন্য অসমের জনসভায় নরেন্দ্র মোদির মুসলিম-বিরোধী বক্তব্যকেই দায়ী। রাহুল গান্ধী এ বিষয়ে মন্তব্য করেছেন ভারতে নরেন্দ্র মোদি প্রধান মন্ত্রী হলে অন্তত ২৪০০০ মানুষের এভাবে হত্যাকান্ড হতে পারে। তাই মানবতা-বিরোধী এই নরেন্দ্র মোদিকে কখনও ভারতের প্রধানমন্ত্রী হতে দেওয়া যায় না।
০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৫৭
ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: ঠিক বলেছেন। তবে প্রশ্ন রয়ে যায় অসম্প্রদায়ীক চেতনাধারীরা কোথায় গেলো? মোদির ইশতেহার কি অসম্প্রদায়ীক ছিল? অথচ ভারত একটি বৃহত্তর গণতান্ত্রিক দেশ।
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:০১
করিম মিয়া বলেছেন: মুসলমানরা মার খাইতে খাইতে এখন অভ্যস্ত হয়ে গেছে। নো টেনশন। বেশি সমস্যা হলে সবাই হিন্দু হয়ে যাবে......সমস্যাতে নাই, কি বলেন?