নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৈশোর থেকে সাহিত্য চর্চা করি। সোশ্যাল একটিভিস্ট হয়ে ওঠা স্বপ্ন ছিল না। প্রত্রিকার সম্পাদনা রবের পক্ষ থেকে অনন্য জিম্মাদারি। পত্রিকা চালাতে গিয়ে স্বৈরাচারের একাধিক মামলায় যুক্ত হওয়াটাও খোদা ইচ্ছে। ধর্মকে যেমন ভালোবাসি, তেমনই ধর্মের নামে অধর্মকে চরম ঘৃণা ক

ওবাইদুল্লাহ ওবাইদ

সত্য ও সুন্দরের পক্ষে কথা বলতে ও শুনতে এ পথচলা। কুসংস্কার ও কুরসম দূর হয়ে সত্যের শুভ সকাল হোক; এমনটাই কামনা করি। ইহকাল পরকালে যা কিছু সত্য তা-ই আমার ধর্ম; আমার বিশ্বাস।

ওবাইদুল্লাহ ওবাইদ › বিস্তারিত পোস্টঃ

ছন্দের তালে তালে কিছু প্রশ্ন

০৪ ঠা মে, ২০১৪ রাত ৮:০৮

মানবতাবাদী তোর কাছে খুব

জানতে ইচ্ছে করে,

ভারতের ওই আসামে কেন

মুসলমানরা মরে?



এ পাড়ে যদি সামান্ন ঢিল

হিন্দুর গায়ে পড়ে,

ও পাড়ে করে হৈ চৈ যেন

পুরো ভবটাই নড়ে।



আগ বাডি়িয়ে বাম মিডিয়া

প্রচার করে বিশ্বে,

আজ নীরব মিডিয়া- সুশীল সমাজ

এমন করুন দৃশ্যে।



অসম্প্রদায়ীক চেতনা যাদের

নিত্য জাগিয়ে তুলে,

মোদির অমন ইশতেহারে

সব যে গেল ভুলে।



ওই চেতনার ফাঁদে পড়েই

অনেকে ধর্মহীন,

এসব দেখে ইবলিশ হাসে

খবিছ বাজায় বীণ।



মানবতাবাদী তোর কাছে আজ

জানতে ইচ্ছে খুব,

মুসলমানের করুন হালে

থাকিস কেনোরে চুপ?



গণতন্ত্রের ধূম্রজালে

ধ্বংস মুসলিম জাতি,

সে পথ ধরেই ব্রাদার হুডের

নিভু নিভু প্রায় বাতি।



সুশীলতার ছায়াতলে তোর

এ কোন ভন্ডামী,

যতো করে নষ্টামি আজ

হয় কেন সে জন-দামি।



সুশীল সমাজ তোর কাছে আজ

খুব জানতে ইচ্ছে,

স্বদেশ ছেড়ে রহিঙ্গা কেন

ভিন দেশে পাড়ি দিচ্ছে?



আঘাত থেকে ঘাতের জন্ম

ইতিহাস তার সাক্ষী,

জঙ্গী, উগ্র শত অপবাদ

সন্ত্রাসীটাও বাদ কী?



জানি আজ তোর নেই উত্তর

এড়িয়ে যাওয়া ছাড়া,

এসব ভাবার নেই তো সময়

অনেক কাজের তাড়া।



হয়তো একদিন ঘুমিয়ে থাকা

জনপদ জেকে ওঠবে,

সহোদরার মান রক্ষায়

রণাঙ্গনে ভ্রাতা ছুটবে।



যতো নষ্টামি সব করেছিস

ইতিহাসে আছে জমা,

এ কালে না হয় ও-কালে তোদের

হবে না হবে না ক্ষমা।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.