নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের পক্ষে কথা বলতে ও শুনতে এ পথচলা। কুসংস্কার ও কুরসম দূর হয়ে সত্যের শুভ সকাল হোক; এমনটাই কামনা করি। ইহকাল পরকালে যা কিছু সত্য তা-ই আমার ধর্ম; আমার বিশ্বাস।
দূর দেশে মা বসে বসে
তোর ছবি আঁকি,
গুণি শুধু বাড়ি যাওয়ার
ক'দিন আছে বাকি।
কোন কাজে মন বসে না
ঘুম আসে না চোখে,
অন্ন পেটে যায় না মা'রে
উদর যদিও ভুখে।
মারে...
এ দুনিয়ায় তুই ছাড়া
সবই স্বার্থপর,
তোকে ছড়া পৃথিবীটা
যেনই তেপান্তর।
খোদার কাছে এই আকুতি
করি বারে বার,
আমার আগে আমার মায়রে
নিস না ওই পার।
আমার মা'রে সবার মা'রে
দে-না দীর্ঘ হায়াত,
কবর দেশেও শান্তি দিসরে
যাদের মা'রা প্রয়াত।
©somewhere in net ltd.