নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৈশোর থেকে সাহিত্য চর্চা করি। সোশ্যাল একটিভিস্ট হয়ে ওঠা স্বপ্ন ছিল না। প্রত্রিকার সম্পাদনা রবের পক্ষ থেকে অনন্য জিম্মাদারি। পত্রিকা চালাতে গিয়ে স্বৈরাচারের একাধিক মামলায় যুক্ত হওয়াটাও খোদা ইচ্ছে। ধর্মকে যেমন ভালোবাসি, তেমনই ধর্মের নামে অধর্মকে চরম ঘৃণা ক

ওবাইদুল্লাহ ওবাইদ

সত্য ও সুন্দরের পক্ষে কথা বলতে ও শুনতে এ পথচলা। কুসংস্কার ও কুরসম দূর হয়ে সত্যের শুভ সকাল হোক; এমনটাই কামনা করি। ইহকাল পরকালে যা কিছু সত্য তা-ই আমার ধর্ম; আমার বিশ্বাস।

ওবাইদুল্লাহ ওবাইদ › বিস্তারিত পোস্টঃ

জাতীয় ঐক্যের ডাক

১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

★ঐক্যের ডাক★


আয়রে আবাল কিশোর তরুণ
রাখি হাতে হাত,
যুবক বৃদ্ধ নর-নারী সব
ভুলে শ্রেণি জাত পাত।

শঙ্কা ছেড়ে আয়রে তেড়ে
মঞ্জিল বহু দূর,
মত পথ সব এক করে ছাড়
গোত্রীয় প্রাকসুর।

জামাত জাপা বিএনপি আর
জাসদ বাসদ সব,
জাকের বিজেপি কওমী রেজভী
একই সবের রব।

ফ্রন্ট ওয়ার্কার্স তরিকত ঐক্য-
-জোট ও হেফাজত,
চরমোনাই ও সেনা গণ-
-ফোরাম খেলাফত।

বিএনএফ এমএল মুক্তিজোট
জাগপা এলডিপি,
জেএসডি এনপিপি বিএমএল
গণফ্রন্ট পিডিপি।

তাবলিগ ও মজলিস আরও
জমিয়ত ও শাহবাগ,
যিশু হরির ভক্তরা সব,
আয়রে দেওয়ানাগ।

হিন্দু বৌদ্ধ ইহুদি খৃস্ট
এ দেশেই করে বাস,
চাকমা মারমা আরও যতো সব
একি হাওয়া নিই শ্বাস।

শান্তিকামী মুসলিম সব
মিল মিশে একাকার,
রাস্তাঘাটে বাজার-হাটে
ঘটে মিলন সবার।

তবে,
কেন মোরা ছিন্ন হবো
যুদ্ধের ময়দানে,
একতাই তো সোনার হরিণ
সূর্য ছিনিয়ে আনে।

গরিষ্ঠ লঘুর হিসেব ছেড়ে
এক কাতারে আয়,
এক পথে-রথে চলবো সবে
চড়বো একি নায়।

লাম্বা খাটো কৃষ্ণাঙ্গ,
মোটা কুষ্ঠ শ্বেত চিকনাঙ্গ,
সবযে আমার ভাই,

এসো ঐক্যের গান গাই,
সবে সাম্যের গান গাই,
মোরা সমতার গান গাই।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৫ রাত ১১:০২

ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: এসো ঐক্যের গান গাই,
সবে সাম্যের গান গাই,
মোরা সমতার গান গাই।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.