নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের পক্ষে কথা বলতে ও শুনতে এ পথচলা। কুসংস্কার ও কুরসম দূর হয়ে সত্যের শুভ সকাল হোক; এমনটাই কামনা করি। ইহকাল পরকালে যা কিছু সত্য তা-ই আমার ধর্ম; আমার বিশ্বাস।
★আমিটা★
তোমার কাছে 'আমি'টা আজ
বলো কেমন আছে,
ভুলেই গেছো 'আমি'টাকে
নাকি ভোলার কাছে।
'আমি'র কথা হয় কি স্মরণ
তোমার সুখের হালে,
নাকি 'আমি' একলা কাঁদে
তুমি তোমার হালে।
তোমাতেই তুমি দিচ্ছো সময়
ব্যস্ত সারা বেলা,
'আমি'র তো আজ নেই কোন খোঁজ
কেবল অবহেলা।
'আমি'র চোখে আঁসু বাহে
দেখেছো কি তুমি,
প্রেম তোমারই পায়নি 'আমি'
আলতো করে চুমি।
খুব বেশি কি চাওয়া ছিলো
বলো তোমার কাছে! (ঐ)
তোমায় ভেবে যে 'আমি'টা
করছে সময় পার,
তুমি ছাড়া বেদনাভরা
সুখ গুলো হয় যার।
তোমার সুখে যে 'আমি'টার
ভাবনা সারাক্ষণ,
তোমার খোঁজে যে 'আমি'টার
ব্যাকুল থাকে মন।
সে 'আমি'কে কোন সে দোষে
করছো অবহেলা,
ভীষণ্নতায় মনটা কাঁদে
সকাল সন্ধ্যে বেলা।
তুমি পরম সুখে থাকো
'আমি'টা তা চায়,
তোমার পরম সুখ চাওয়াটা
'আমি'র কি অন্যায়।
'আমি'র চোখের নোনাজলে
তোমার কী সুখ আছে? (ঐ)
২| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৪
বিজন রয় বলেছেন: আমার তুমি, তোমার আমি।
বাহ! বেশ।
৩| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭
এহসান সাবির বলেছেন: বেশ!
৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৩
ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: সুন্দর মন্তব্যের ধন্যবাদ দাদা!
৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৪
ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৬
ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: বলেছেন: সুন্দর মন্তব্যের
জন্য অসংখ্য ধন্যবাদ।
যেন তা-ই হয়।
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১১
আরাফআহনাফ বলেছেন: দারুনতো।
'আমি'টা ভালো থাকুক, 'তুমি'টা দূুরে থাকলেও
সতত শুভ কামনা।