নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের পক্ষে কথা বলতে ও শুনতে এ পথচলা। কুসংস্কার ও কুরসম দূর হয়ে সত্যের শুভ সকাল হোক; এমনটাই কামনা করি। ইহকাল পরকালে যা কিছু সত্য তা-ই আমার ধর্ম; আমার বিশ্বাস।
প্রিয় সামহোয়্যার ইন ব্লগে আমি সদস্যতা লাভ করি আজ থেকে সাড়ে পাঁচ বছর আগে। তখন আমার সাহিত্য চর্চার শিশুকাল। সাহিত্যে এখন পরিপক্ক হয়ে গেছি তা কিন্তু নয়। অবশ্য কেউ দাবিও করতে পারবে না তার মাঝে পূর্ণতা আছে। এই অপূর্ণতাই আমাদের সামনে চলার উদ্যমতা তৈরি করে দেয়। কেউ যখন ভাবে আমি কিছু একটা হয়েগেছি, তার আর সামনে চলা হয় না। সেখানেই থেমে যেতে হয়।
প্রিয় সামহোয়্যার ইন ব্লগ মুক্তি পেল। নির্দোষ প্রমাণিত হল। আবারও কথা হবে। আলোচনা সমালোচনা হবে। সকল ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখে চলাটা আমাদের ভালভাবে চর্চা হয় এখানে। আমি প্রায় তিন বছর পর ব্লগে আসতে পেরেছি।
পূর্বের ন্যায় আমাদের পথচলা সুগম হোক; এটাই কামনা করি। আপনিও জানাতে পারেন, এ ব্লগে আপনার ক’বছর চলছে। পরস্পর পরিচিত হতে পারলে ভাল লাগবে।
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৫
ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্যও রইল শুভ কামনা।
২| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪১
রাজীব নুর বলেছেন: আমার নাম রাজীব।
কয়েকদিন ধরে ব্লগিং শুরু করেছি।
আমার জন্য দোয়া করবেন হুজুর।
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৯
ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: আপনি বলছেন কয়েকদিন ধরে ব্লগিং করছেন। অথচ সামহোয়্যারইন ব্লগের তথ্য মতে আপনি প্রায় দশ বছর যাবত ব্লগিং করছেন। আপনার কয়েকটি লেখা পড়ার সৌভাগ্য আমার হয়েছে। অনেক সুন্দর লিখেন।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল । মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৫
সাফাত আহমদ চৌধুরী বলেছেন: লিখালিখি শুরু করেছি অনেক পর, তবে সামুর লিখা যখন প্রথমবার পড়ি তখন ফেইসবুক আইডি ছিলো না
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০৩
ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৮
ল বলেছেন: আপনি কি নিয়ে লিখেন ........
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০৫
ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: আমি সাধারণত ফেসবুকে একটু বেশি লিখি। দৈনিক ও ম্যাগাজিনে মাঝে মাঝে লিখি। আমার শুরুটা ছিল ছড়া লেখা দিয়ে। সমসাময়িক ছড়া লিখতাম। গল্পও লিখেছি অনেক। প্রবন্ধ নিবন্ধও বাদ যায়নি। এখন পত্রিকার সম্পাদনা করে সময় পার হয়ে যায় । নিজের জন্য কিছু লেখা হয় না। তবে কখনও ইচ্ছে হলে সমসাময়িকই লিখি।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২১
ল বলেছেন: বাহ .......
VERSATILE WRITER ...
..
ছড়া , গল্প, প্রবন্ধ, নিবন্ধ, পত্রিকার সম্পাদনা বাদ আছে কি ---------গজল লিখেন না ?
WISH YOU GOOD LUCK .....
০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৬
ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: আমার লেখা দুটো গজল ইউটিউবে আছে। চট্টগ্রামের কিছু শিল্পী তাতে কণ্ঠ দিয়েছেন। যখন যেটার ঝোঁক উঠেছে সেটাই চর্চা করেছি। আমার একটা অনুবাদ গ্রন্থ ঢাকার মাকতাবাতুল আজহার থেকে প্রকাশিত হয়েছে। তাছাড়া অন্য লেখককে অনুবাদে সহায়তা করেছি এমন অনুবাদ অনেক।
মূল কথা হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে কখনও থেমে থাকা হয়নি। একেক সময় একেকটা নিয়ে কাজ করেছি। অভিজ্ঞতা অর্জনে তো দোষ নেই। এখন সম্পাদনার কাজ করছি। ক’দিন পর হয়তো এটা বাদ দিয়ে অন্য আরেকটা নিয়ে লেগে যাব। তার কোনো গ্যারান্টি নেই। আপনার জন্যও রইল শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩০
ইসিয়াক বলেছেন: অভিনন্দন ।
শুভ হোক পথচলা।
শুভরাত্রি।