নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন নেতৃত্বের আবির্ভাব ঘটুক এই বাংলায়

আসুন রাজনৈতিক শিষ্টাচার শিখি

আর্সোনিস্ট লিডার

সকল অন্যায়ের অবিচারের বিরুদ্ধাচরণে প্রতিজ্ঞাবদ্ধ

আর্সোনিস্ট লিডার › বিস্তারিত পোস্টঃ

একটি ভিলেজ পলিটিক্সের উদাহারন

০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৫:১৪



কাহিনীর মুল নায়ক রাজীব(অবশ্যই ছদ্মনাম)। অজপাড়াগাঁয়ে বেড়ে উঠা ছেলেদের মধ্যে ও ছিল খুবই সাধারন। মোটামটি পরহেজগার ও বলা যায়। পাড়ার সবাই তাকে ভদ্র ছেলে হিসেবেই জানতো। খেলাধুলায় ও পারদর্শী ছিল। গ্রামের খেলার মাঠে মধ্যমণি হয়ে থাকতো সব সময়।



একসময় গ্রামের চেয়ারম্যান মাঠ দখল করে মার্কেট বানানোর পরিকল্পনা হাতে নেয়। সেই সময় গ্রামের যে ছেলেটি প্রথম প্রতিবাদ জানায় সে ছেলেটি রাজীব ছিল। তাই অচিরেই গ্রামের মাতবর দের চক্ষুশূলে পরিনত হয়।



একদিন তার পাড়ায় দুপুরের দিকে চুরির ঘটনা ঘটে। চোর পালিয়ে যাওয়ার সময় চুরি করা গয়নাগাটিসহ রাজীবের হাতে ধরা পড়ে। তারপর পাড়ার সবাই চোরকে কিছু উত্তম মাধ্যম দিয়ে চোরকে ছেড়ে দেয় এবং গয়নাগুলো রাজীব চেয়ারম্যান অফিসে জমা দেয়।



কিন্তু যে পরিমান গয়না চুরি হয়েছিল রাজীব তার চেয়ে কম পরিমান গয়না চোরের কাছে পায় এবং তা জমা দেওয়ায় তাকে চোর হিসেবে গণ্য করে বিচার বসানো হয়। এবং নিজের পক্ষে প্রমান না দিতে পারায় একসময় তাকে পুলিশে সোপর্দ করা হয়। আর এভাবেই নগ্ন ভিলেজ পলিটিক্সের শিকার হয়ে ভাল ছেলেটির চরিত্রে কলঙ্ক লাগে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.