নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

!

এম এম ওবায়দুর রহমান

ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। সম্প্রতি তুমি এলে বাদল দিনে নামে আমার একটি গল্পের বই প্রকাশিত হয়েছে

এম এম ওবায়দুর রহমান › বিস্তারিত পোস্টঃ

একজন শফিক রেহমান ও তার যায়যায় দিন

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০১

















বাংলাদেশের রাজনীতি নিয়ে এক সময় খুব লিখতাম।

আমাকে সেই সুযোগটা করে দিয়েছিল সম্পাদক শফিক রেহমান, তার সাপ্তাহিক যায়যায় দিন ও তারপর দৈনিক যায়যায় দিন পত্রিকায়।



৯৬’ট্রামে হাসিনা সরকারের সমালোচনা খুব করে করতাম। চেয়ে ছিলাম সরকারের পরিবর্তন হোক।

২০০১ সালের জোট সরকারকে নিয়েও সমালোচনা লিখতাম।

তারপর ১/১১ সরকারের রোসানলে পড়ে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।

এর অনেক গুলো কারনের মধ্যে একটা ছিল বিএনপির সংস্কারপন্থি নেতা মাহবুব সাহেবকে প্রকাশ্য জুতাপেটা করার ছবিটি প্রকাশ করা।

মাহবুব সাহেব ছিলেন সাবেক সেনা কর্মকতা। তাই সেনাবাহিনী শাষিত সরকারের রোসানলে পড়েন শফিক রেহমান।



আরেক স্বৈরশাষক এরশাদের আমলেও তার পত্রিকা বন্ধ এবং তাকে দেশ ছাড়া করা হয়।



১/১১ এর উদ্দিন সরকার জোর করে যায়যায় দিনের দখল করে নেয়। আওমীপন্থি এক ব্যবসায়ী বর্তমানে যায়যায় দিন চালাচ্ছে। সেখানে শফিক রেহমানের শিষ্যরা কেউ নেই। গলা টিপে হত্যা করা হয় পত্রিকাটির সক্রিয়তা। ৮ টাকার পত্রিকাটি এখন ৫ টাকা হয়েছে তারপরও কেউ কিনছেনা।



পত্রিকাটির হত্যাকান্ডের পর শফিক রেহমানের হাতে গড়া বেশ কিছু উদিয়মান লেখকের সাহিত্য চর্চা, রাজনৈতীক কলাম লেখা হারিয়ে যায়।

শফিক রেহমানের অনেক দিনের স্বপ্নর অকাল মৃত্য হয়। আমরা যারা টুকটাক লিখতাম এবং প্রতিদিন যায়যায় দিন পড়তাম, তাদের কষ্ট হয় খুব বেশি।

পরবর্তিতে আমরা অনেকেই বিভিন্ন জায়গায় চেষ্টা করি।

কিন্ত লেখার ক্ষেত্রে যে স্বাধীনতা শফিক রেহমনের কাছে পেতাম। তা আর কোথাও নেই।

নতুনদের কেউ আর প্রমট করতে চায় না। মালিকদের দলীয় মনমানসীকতার কারনে সম্পাদকরাও কোনাঠাসা অবস্থায় থাকেন।

বড় পত্রিকা গুলির মালিক হচ্ছে দেশের প্রভাবশালী ব্যাবসায়িরা। তারা সব সময় সরকার গুলির তোশামদ নিয়ে ব্যস্ত থাকে। তারা কিছুতেই সরকার কে ক্ষেপাতে চায় না।

যেমন যুগান্তরের মালিক হচ্ছে যমুনা গ্রুপ, ট্রান্সকম গ্রুপের হল প্রথম আলো, আর কালের কণ্ঠ হল বসুন্ধরা গ্রুপের। এখানে এই তিনটার উদাহরন দিলাম। এরা প্রতেকেই সরকারের পদলেহন করে যাচ্ছে, ভবিতষৎ সরকার গুলির পদলেহন করে যাবে। তাতে কোন ভুল নেই।

তারা ব্যবসায়ায়ী বলেই তাদের কাছে দেশের ভাল মন্দের চেয়ে নিজের প্রতিষ্ঠানের ভাল-মন্দটাই বেশি জরুরী।



শফিক রেহমান বাংলাদেশের অন্যতম একজন সফল মানুষ। যার অনুপ্রেরণায় সহযোগীতায় অনেক লেখকের জন্ম হয়েছে। সারা বিশ্বে জুড়ে রয়েছে তার ভক্ত অনুসারীরা। যেই কারনে তার একটি প্রত্রিকা মাসিক মৌচাকে ঢিল একলক্ষ কপি বিক্রি হয়। এবং তার সেই স্লোগান “পাঠকই যার লেখক আর লেখকই যার পাঠক” আজও নবীণ লেখকদের পথ দেখায়।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: বিভিন্ন কারনে উনি বিতর্কিত হলেও উনার লাল গোলাপ নামের একটি টিভি অনুষ্ঠান দেখতাম যা ভালো লাগতো ,বেশ মজার,তথ্যপূর্ন একটি অনুষ্ঠান।এখনো চলে কিনা জানিনা।দেশের বাইরে থাকার দরুন জানা নেই।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:২০

এম এম ওবায়দুর রহমান বলেছেন: বাংলা ভিশনে এখনও দেখায়

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৮

আহমেদ জী এস বলেছেন: এম এম ওবায়দুর রহমান,
হা, নিঃসন্দেহে শফিক রেহমান একজন যাদুকরী মানুষ । প্রচন্ড রকমের জানাশোনা এবং মজার একজন লোক । তার সাপ্তাহিক 'যায় যায় দিন" এখোনো চোখে লেপ্টে আছে । এরকম একটি ম্যাগাজিন, শীর্ণ তনু অথচ বলিষ্ঠ যার দেহের প্রতিটি বাঁক, তেমনটি ম্যাগাজিন হয়তো আর হবেনা ।
তাঁর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি , তাঁর মতো তুখোর একজন জ্ঞানী লোকের রাজনীতিতে জড়ানো কতোখানি ঠিক হয়েছে জানিনে ।
শুভেচ্ছান্তে -

১০ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:০৫

এম এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ।
আমারও মনে হয় ওনার সরাসরি রাজনীতিতে আসা ঠিক হয়নি। তারপরও তাকে ভাল লাগে। ভাল থাকুন

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:২৮

wrongbaaz বলেছেন: যায়যায় দিন পত্রিকার খুব ফ্যান ছিলাম, পত্রিকার উপস্থাপনা আমার খুব ই ভাল লাগত, ওই পত্রিকার সাথে প্রতিদিন ই ভিন্ন তথ্যবহুল ম্যাগাজিন দিত... যায়যায় দিন পত্রিকার ওই সংস্করন খুব মিস করি...

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:১৯

এম এম ওবায়দুর রহমান বলেছেন: আমিও খুব মিস করি। আশা করছি আবার কোন একদিন শফিক রেহমান আবার তার পত্রিকা ফিরে পাবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.