![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। সম্প্রতি তুমি এলে বাদল দিনে নামের একটি গল্পের বই প্রকাশিত হয়েছে
আমার স্ত্রী কুলসুম বানু যথেষ্ঠ রুপবতী। তার রুপ দেখে যৌবনের সেই উত্তাল সময়ে আমি প্রথম ভুলটি করি।
মনে পড়ে হাজারটা ছন্দ লিখে পাতার পর পাতা ভরে ফেলে ছিলাম। আর চিঠি লিখে তাদের বাড়ির ময়লার ঝুড়ি ভরে ফেলে ছিলাম। হারিকেনের কেরোশিন পুড়ে কি সব কথা-বার্তা লিখতাম!
তখন মোবাইল ফোন ছিলনা, তাই সকাল দুপুর তাদের বাড়ির সামনে ঘুরতে ঘুরতে মহল্লার নেড়ি কুকুরটার সাথে পযন্ত আমার ভাব হয়ে গিয়েছিল। কিন্তু কিছুতেই তৎকালিন সেই রুপসী আলতা বানুর মন জয় করতে পারতে ছিলাম না।
বাড়ির ধান চাল শরিষা এমনকি ঝোপের বাঁশ পযন্ত বিক্রি করে সব ব্যায় করতে ছিলাম আলতাবানুর জন্য।
ভালবাসা মোরে ভিক্ষারী করেছে .. .. তোমারে করেছে মহান.. টাইপের গান গাওয়ার সময় চলে এল। এমন বিদিক অবস্থায়
তাই শেষ ভরসা হিসেবে বন্ধু এরশাদের কাছে গিয়ে দাড়ালাম। ঐ সময় এরশাদ হাফ ডজন ছ্যাকা খেয়ে এই লাইনে তার দক্ষতার প্রমাণ করতে পারছিল মহল্লায়!
এরশাদ আলতাবানুর সার্বিক কাজ কর্ম শখ বিশ্লেষন করে আমারে পরামর্শ দিয়ে বললো, এই মেয়ে রুপচর্চায় দূবর্ল! তুমি ওরে রুপচর্চার সামগ্রী কিনে দাও বস্তায় বস্তায়!
বন্ধুর কথামত তারে রুপচর্চার নানা বিলাসি সামগ্রী গিফট করতে থাকি। এতে একপর্যায় সে আমার উপর মুগ্ধ হয়! না-না বলা উচিৎ সে বুঝতে পারে যে একটু কুলুর বলদ পাওয়া গিলাছে। মনে মনে হয়ত ভাবে আজীবন এই গর্দভটার মাথায় কাঠাল ভেংঙ্গে খাওয়া যাবে! তার ধারণা ঠিক আছে। আমি শুধু ত্যাগ করেই যাচ্ছি!
আম পুরুষকুল অবশ্য এমনি। তারা শুধু দিয়েই যায়!
খেয়াল করুন সম্মাট সাহজাহান আঙ্কেল মমতাজের জন্য কত বড় এক আর্শ্চয্য ইমারত তৈরী করেছিল। কত ধনবান মহিলার স্বামিইতো পৃথিবীতে মারা গেল কৈ কেউতো একটা টিনের ঘরও তৈরী করলো না!
এতে কি প্রমান হয়?
সেই ভাবনা আপনাদের উপরই ছাড়লাম।
আমার স্ত্রী কিছুতেই তার বয়সকে স্বীকার করেনা। সেদিন এক ডাক্তারের কাছে গিয়ে ছিলাম। ডাক্তার বয়স কত জিজ্ঞাসা করতেই কুলসুম বলল তেইশ বছর! গত দশটা বছর তার বয়স এক জায়গায় ঠেকে আছে!
ইদানিং আমার স্ত্রী তার রুপ নিয়ে হঠাৎ একটু টেনশনে পড়েছে।
তার ধারণা একটু যতœাদি করলে সে ঐশীরিয়া জেনিলিয়াদের পেছনে ফেলে দিতে পারবেন। তাই তিনি যথেষ্ট আগ্রহ নিয়ে বাজার থেকে নানান ধরণের কসমেটিকস কিনছেন এবং ব্যাবহার শেষে কোম্পানি ওয়ালাদের গালাগাল দিচ্ছেন।
টিভির বিজ্ঞাপনে অবশ্য প্রমাণ(!!)সহ বলা হয়েছিল, সকল গৌরবর্ণদের সাত দিনে ধবধবে ধবল করবে হাবিজাবি লাভলী ক্রিম!
কথাটা বলেছিল আবার আমাদের আহলাদি টাইপের চেহারার এক টিভি নায়িকা। তিনি বলতে ছিলেন তার সুন্দরী হইবার গোপন রহস্য! গোপন জিনিষ এই ভাবে টিভি পর্দায় বলার পর কেমনে গোপন থাকে এটা অবশ্য গবেষনার ব্যাপার!
যাই হোক ঐ ক্রিম কিনে আমার কল্পনা বিলাসি বউ এখন চরম হতাশ। তার সারা মুখে ব্রনে ভরে গিয়েছে। মুখের ত্বক লাল হয়ে গিয়েছে। এই অবস্থায় আলতা বানু কাঁদো কাঁদো গলায় সকালে আমার সামনে এসে দাড়িয়ে বললো,
- ওগো তুমি দেখেছো আমার এ কি হলো? এখন আমি এই দাগ উঠাবো কি দিয়ে?
তার চোখ মুখের অভিব্যাক্তি দেখে মনে হল বাংলাদেশের সবচেয়ে বড় বুলডেজারটা বুঝি তার মুখের উপর দিয়ে গিয়েছে।
মুখের সারা জমিন জুড়ে ব্রন, কালো রাষ উঠে বিশ্রি অবস্থা ওর।
যদিও আমি ডাক্তার নই, তবু বাঙ্গালী বলে জন্ম সূত্রেই আমি পেয়েছি উপদেশ দেবার এক বিশেষ ক্ষমতা!
তাই তাকে বললাম,
- এক কাজ করো তুমি কাঠ ঘসার শিরিস কাগজ দিয়ে সারা মুখ ঘসে দেখতে পারো। ভাল ফিনিসিং পাবে!
আমার হালকা রসিকতায় সে খুবই উত্তেজিত হয়ে পড়ল।
আগামী তিনদিন বাসায় আমার খানা বন্ধ বলে সে জানিয়ে দিল। হাতে থাকা পত্রিকাটাও সে একটানে ছিড়ে ফেললো। ভ্যাগিস সে আমাকে টেনে ছিড়ে ফেলেনি!
নারী শাষিত সমাজ ব্যাবস্থায় এসব শোষনকে নিয়তি বলেই মেনে নিয়েছি।
ইংরেজ লাট সাহেবরা দেশটাকে ছিবড়ে খেয়ে এক সময় চলে গিয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে ওরা আবার ফিরে এসেছে। গরীব রাষ্টের বিপনি-বিতান গুলোর কাঁচের শোকেসে থরে থরে সাজানো বিদেশি ব্যান্ডের কসমেটিকস। ঝকমকে আলো আর বিজ্ঞাপনের ফাঁদে ফেলে জন্ম সূত্রে কম মস্তিস্ক নিয়ে জন্মানো নারীকুলকে নানা কেমিক্যাল ব্যবহার করিয়ে দেশের টাকাকে নিয়ে যাচ্ছে মোড়ল রাষ্ট্র গুলো। বিভিন্ন টাইপের ক্রিম,সাবান,লোশন এরগায়ে সাদা ধবধবে অর্ধ্বউলংঙ্গ নারীদের ছবি যুক্ত সেই সব পন্য কিনলেই যেন আধুনিক হওয়া যাবে। জাতে উঠা যাবে। ইশ্বর প্রদত্ত চামড়াকে সাদা করতে পারলেই যেন স্বর্গ সুখ! বিজ্ঞাপনে দেখানো হয় নারীর চামড়া সাদা হলেই সে ভাল চাকুরি পাবে! বাবা মায়ের মুখ উজ্জল করতে পারবে। কালো চামড়া যেন সকল ভাল কাজের অন্তরায়। হায় নারীকুল!
আমার অস্থির চরিত্রের স্ত্রী আলতাবানু এখন শসা, পিয়াজ, মুসরির ডাল, কাঁচা হলুদ, গোল আলু সহ কাঁচা সবজির উপর ঝুকে পড়েছে। সবজির মূল্য বৃদ্ধিতে নারীকুলের অবদান যে কম নয় তা বেশ বুঝতে পারছি।
বাজারের থলে হাতে শুকনো মুখে সবজি কিনছি কিন্তু পাতে পড়ছে ডাল! পুরুষ নির্যাতনের কথা নিয়ে সবাই ভারি নিশ্চুব!
চোখের ভ্রু তুলতে গিয়ে আমার স্ত্রী যন্ত্রনায় কেঁদে ফেলেন প্রায়ই। তাই তাকে প্রশ্ন করলাম, কেন তুমি এতো কষ্ট করে ভ্রু তুলে বেড়াল সাজছো?
আমার কথায় তার গরম কড়াইতে যেন তেল পড়লো। তেড়ে এলো সে। তবে সে কিছু ছুড়লো না আজ। প্রায়ই সে হাড়ি পাতিল ছুড়ে মারে আমার টাক মাথায়। আশংকাজনক ভাবে ওর হাতের নিশানা বৃদ্ধি পাচ্ছে। ভাবছি একটা হেলমেট কিনে ফেললে কেমন হয়? ওরে জব্দ করা যাবে। ভয়ে হো-া চালানো শিখিনি। হেলমেট পড়ার শখটা অন্তত মিটবে!
কুলসুম বানু আমাকে টেনে নিয়ে গেল টিভি রুমে। হিন্দি পুরাতন একটা সিনেমা চলছিল, যেখানে নায়ক অনিল কাপুর আর অক্ষয় কুমারের গা ভর্তি কালো লোম। ও চ্যানেল পাল্টে সদ্য মুক্তি পাওয়া একটা সিনেমা দেখালো। বিস্ময়ে হতবাক হলাম।
স্ত্রী বললো
- আমরাতো মাত্র চোখের ভ্রু প্লাগ করছি আর তোমরা পুরুষরা সারা শরীর প্লাগ করছো!
মুখ ঝামটা দিয়ে ও চলে গেল। যার বুকে লোম নাই সে নাকি মায়াদয়াহীন সিমার! তাই আগের দিনের নারী সমাজে লোম ওয়ালা পুরুষের খুব কদর ছিল। আহা পুরুষরাও এখন লোম প্লাগ করছে? আশংকা করছি অচিরেই হয়ত মেয়েদের মত মুখে ডাল মেখে আর চোখে শসার টুকরো দিয়ে পথে নামবে পুরুষ কুল।
লেখাটি আমার দেশে প্রকাশিত ।
৩১ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩০
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পুরোটা পড়ায় আশায় রইলাম। ভাল লাগলে হালকা আওয়াজ দিয়েন। তাহলে ভাল লাগবে।
লিখতে কিন্তু প্ররিশ্রম আছে
২| ৩১ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৪
লেখোয়াড় বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
৩১ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩২
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: এত্তগুলি পিলাচ থেকে খুশিতে কাহিল হয়ে গেলাম।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা ভাই কি লিখলেন!!!!!
দারুন দারুন!!!!
চউক্ষে জল আইসা গেল!!!
আসলেই নারী শাসিত সমাজে পুরুষ নির্যাতন নিয়ে বলা কেউ নাইক্যা!!!
নারীরা যে ভালবাসা আর প্রেমের আড়ালে, অভিমান আর আহ্লাদ দিয়ে চাবুকের চেয়ে বেশি আঘাত করছে- তা প্রেমিক পুরুষ মাত্র হাড়ে হাড়ে জানেন!!!!
পড়তে পড়তে এক্কেবারে মুগ্ধ...
দাদা আপনার টাক খানা কুতায়!!! ইকটু হাত বুলাই
++++
৩১ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৭
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আমার মামা শশুর সম্প্রতি আমাকে খুব রিকোয়েষ্ট কললো পুরুষ নির্যাতন নিয়ে লিখতে।
তাই রিখলাম। আশা করছি আগামী বই মেলায় আমার প্রকাশিতব্র বইয়ে গল্পটা সংযোজন করবো।
সত্যি বলছি আমার মাথায় কিন্তু টাক নাই!
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: ভালো হয়েছে।+
৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:০০
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ধন্যবাদ বস। সেদিন টিভি টকশোতে জানা আপর সাথে আপনার ফোন আলাপ শুনে আপনাকে খুবই ইয়ং লাগতে ছিল! ভাইজানের বয়স কত?
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৯
নট ডিফাইন বলেছেন: পোস্ট পইড়া আমার ফুলবানুর কথা মনে পড়তাছে! আহারে কত সুন্দর মুখটার একি হাল
৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:০১
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ভাই ফুলবানুর লিংক দেন দেখে আসি।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:১৫
কালীদাস বলেছেন:
৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩৯
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা থাকলো।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৩
দিগন্ত নীল বলেছেন: +++++++++
৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪০
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পিলাচ পাইয়া খুশি হইলাম। সম্প্রতিকালে কেউ আর পিলাচ দিতে চায়না।
৮| ৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:০২
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভাই কি হুনাইলেন!! সারা শরীরে প্লাগ!!! হাসতেই আছি খালি হাসতেই আছি
৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৯
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কেন ভাই?
হালের সালমান, সাহরুখ, গোবিন্দ বা ইমরান হাসেম কারো শরীরে বাল ( চুল)দেখছেন কি?
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৮
বাদল দিনের গান বলেছেন: ভালো হয়েছে। মেশিন চলুক
৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৩
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: বুঝলাম না, ভাইজান কোন মেশিন?
১০| ৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫১
ভবঘুরে তানিম বলেছেন: চোখের ভ্রু তুলতে গিয়ে আমার স্ত্রী যন্ত্রনায় কেঁদে ফেলেন প্রায়ই। তাই তাকে প্রশ্ন করলাম, কেন তুমি এতো কষ্ট করে ভ্রু তুলে বেড়াল সাজছো?
আমারও একই প্রশ্ন?
৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৮
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: খুব বেশি দরকার পড়লে সেভ করে নিলেই হয়!
মেয়েদের কে বলবে এসব?
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:১০
সুলাইমান হাসান বলেছেন: স্বামী-স্ত্রীর এরকম খুনসুটি ভালোই লাগে ।
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: বোঝ গেল ভাইয়া তুমি দারুন রোমান্টিক!
আবার হালকা সন্দেহও হইল অদ্য তুমি বিবাহ করেছো কিনা?
না করলে নতুন বছরে কামডা সাইরা ফেলিও।
শুভ নববর্ষ
১২| ৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:১২
মাহবুব রক্স বলেছেন:
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক অনেক অভিনন্দন রইল। নববর্ষের শুভেচ্ছাও রইল
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৪
তাসজিদ বলেছেন: এক কাজ করো তুমি কাঠ ঘসার শিরিস কাগজ দিয়ে সারা মুখ ঘসে দেখতে পারো। ভাল ফিনিসিং পাবে!
০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ভাই নিজে কিছু যোগ করলে আরো মজা হইতো।
১৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭
লাবনী আক্তার বলেছেন: একটা কথা জানা উচিত আপনার তা হল সম্রাট শাজাহান কিন্তু মমতাজ কে অনেক অত্যাচার করত।
গল্পটা ভালো লাগছে।
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: তাই নাকি!
হুম হতে পারে তিনি পাপের প্রায়শ্চিত করে গেছেন।
তবে আপা রম্য গল্পে এমন অনেক প্রসংঙ্গই থাকে যা বিনোদন দেবার জন্যই লেখা।
আমার জানা মতে ১৩ নম্বর সন্তান জন্মের সময় প্রসব সংকান্ত জটিলতায় মমতাজ মারা যায়।
আর অনেক দিন সংসার করলে একটু আধটু ঝগড়া না লেগে পারেনা।
গল্পটি পড়ার জন্য ধন্যবাদ
১৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২
জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: এই দুই নায়িকার সাথে আমার ছবিটা আপনি পাইলেন কই?
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: এইডা আপনার স্কাইপি হ্যাক করে উদ্ধার করা হইয়াছে
১৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
সপ্নহীন আমি বলেছেন: আহা আহা...... পুরাই মধু..
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: এমন মধুময় প্রসংশায় আমার বেড রুমে পিপড়ার উপস্থিতি লক্ষ করছি
১৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
শায়মা বলেছেন: তখন মোবাইল ফোন ছিলনা, তাই সকাল দুপুর তাদের বাড়ির সামনে ঘুরতে ঘুরতে মহল্লার নেড়ি কুকুরটার সাথে পযন্ত আমার ভাব হয়ে গিয়েছিল। কিন্তু কিছুতেই তৎকালিন সেই রুপসী আলতা বানুর মন জয় করতে পারতে ছিলাম না।
ভাইয়া লেখার শুরুতেই এই লাইন পড়েই হাসতে হাসতে আধামরা হয়েছিলাম। পুরোলেখাটা পড়ে মরেই গেছি।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: শায়মা আপু তোমার মত সাহ্যিতিক ব্লগার কে মুগ্ধ করতে পেরে আমারও চোখে জ্বল এসে গেলে।
অনেক ভাল থাক।
১৮| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
গ্যাম্বলার বলেছেন: লেখক বলেছেন: কেন ভাই?
হালের সালমান, সাহরুখ, গোবিন্দ বা ইমরান হাসেম কারো শরীরে বাল ( চুলদেখছেন কি?
তাইতো, ওদের বুকে বাল নাই কেন???
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: এইটা নিয়ে গবেষনা করে একটি পিএইচডি নিয়ে ডঃ মাহফুজ হয়ে যান ( এটিএন)
১৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮
জোছনা কন্যা বলেছেন: অসাধারণ েলখা। পেড় আনন্দ পাইলাম। তেব অেহতুক েমেয়েদর বুিদ্ধ িনেয় বাঙ্গ করা েথেক বিরত থাকার অনুরোধ থাকলো।
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পরামর্শ আর ভাললাগা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ রইল
২০| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
আহমেদ নিশো বলেছেন: লেখক বলেছেন: কত ধনবান মহিলার স্বামিইতো পৃথিবীতে মারা গেল কৈ কেউতো একটা টিনের ঘরও তৈরী করলো না!
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: এমন কি হাসিনা বা খালেদা কারো জামাই নিয়ে নজরে পড়ার মত কিছু করতে দেখলাম না!
ভাবুন ঠেলা।
২১| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
রুদ্র মানব বলেছেন: আগে পিলাস দিয়া আইলাম , এহন কমেন্ট করুম । বড্ড মজা পাহিলাম
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আপনার মত সিনিয়রদের ভাল লাগলে সত্যি আপ্লুত হই। অনেক ভাল থাকবেন।
২২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
আসফি আজাদ বলেছেন: তাই তাকে প্রশ্ন করলাম, কেন তুমি এতো কষ্ট করে ভ্রু তুলে বেড়াল সাজছো?
আমারও একই প্রশ্ন?
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ রইল
২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
হাসান ফেরদৌস বলেছেন: জটিল লিখেছেন। শুধু যে এটি হাস্যরসের যোগান দিয়েছে তা নয় বরঞ্চ বিদেশী পণ্যের আগ্রাসন, স্বামী নির্যাতন সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।
চমৎকার উপস্থাপন।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আপনার বিশ্লেষন মূলক প্রসংশা পেয়ে ভাল লাগলো।
ভাল থাকবেন।
২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
বটবৃক্ষ~ বলেছেন: হাসান ফেরদৌস বলেছেন: জটিল লিখেছেন। শুধু যে এটি হাস্যরসের যোগান দিয়েছে তা নয় বরঞ্চ বিদেশী পণ্যের আগ্রাসন, স্বামী নির্যাতন সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।
চমৎকার উপস্থাপন
হেলমেট কিনে রাখা ভালো
কখন কাজে লাগে কেজানে!!
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: হেলমেট কোন ব্যাণ্ডের কিনবেন? আমার থেকে টিপস নিয়ে রাখতে পারেন। তার আগে জানা দরকার আপনার স্ত্রী সাধারণত রাগলে কি ছুড়ে মারে?
ছুড়ে মারা বস্তুর আকার আর ওজনের উপর নির্ভর করে আমি পরামর্শ দিবো।
২৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯
আজমান আন্দালিব বলেছেন: বটবৃক্ষ~ বলেছেন: হাসান ফেরদৌস বলেছেন: জটিল লিখেছেন। শুধু যে এটি হাস্যরসের যোগান দিয়েছে তা নয় বরঞ্চ বিদেশী পণ্যের আগ্রাসন, স্বামী নির্যাতন সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।
চমৎকার উপস্থাপন
হেলমেট কিনে রাখা ভালো
কখন কাজে লাগে কেজানে!!
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পড়েছেন দেখে ভাল লাগলো। আপনাদের মুগ্ধ করতে পারলে প্রেরণা পাই। অনেক ভাল থাকুন
২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
কথাগুল চরম সত্য
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: সহমতের জন্য শুভেচ্ছা থাকলো। অনেক ভাল থাকুন।
২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
আমি ইহতিব বলেছেন: ব্যাপক বিনোদন ভালো লাগলো।
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ভাললাগা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ রইল
২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
বটবৃক্ষ~ বলেছেন: ভাই,হেলমেট কিনে রাখার কথা আপনার জন্য বলেছি...
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: তাই নাকি? সংসার চালাতে হিমসীম খাচ্ছি! বাজারে দাম বাড়ছে সব কিছুরই।
এই অবস্থায় নিজের জন্য হেলমেট কিনলে বউ হেলমেট খুলে পেটাবে
২৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
সোহাগ সকাল বলেছেন: পুরাই বুলেট!!!
২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইল
৩০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
সোহাগ সকাল বলেছেন: পুরাই বুলেট!!!
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: প্রসংশা পেয়ে ভাল লাগলো।
ভাল থাকবেন।
৩১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০২
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, বেশ মজার লিখা হৈসে এটা ||
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পড়েছেন দেখে ভাল লাগলো। আপনাদের মুগ্ধ করতে পারলে প্রেরণা পাই। অনেক ভাল থাকুন
৩২| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
সপ্নাতুর আহসান বলেছেন: পড়ে মজা পেলাম।
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ রইল
৩৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: দারুন!
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: প্রসংশা পেয়ে ভাল লাগলো।
ভাল থাকবেন। শুভ রাত্রী
৩৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
লোনলিফাইটার বলেছেন:
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ রইল
৩৫| ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০
আরণ্যক রাখাল বলেছেন: মজার হইছে।
আমিও বাল থুড়ি চুল রাইখা দিছি, গায়ে টায়ে হইলেও রাখব
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৪
ইখতামিন বলেছেন: পুরো পড়তে পারিনি. এখন হাতে সময় নেই
তবে মাঝে মাঝে একটু ঢুঁ মেরে দেখলাম
মনে হয় ভালো হয়েছে.