![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। সম্প্রতি তুমি এলে বাদল দিনে নামের একটি গল্পের বই প্রকাশিত হয়েছে
মহামান্য রাষ্ট্রপ্রতি আপনাকে স্যালুট!
বাংলাদেশ এখন আর্শ্চয্য এক দেশে রুপান্তিত হয়েছে। হাসিনা শাষিত এই দেশে আমাদের বিনোদনের যেন আর শেষ নেই।
গতকাল রাষ্ট্রপ্রতি বিতরনের সময় এমন একজন পুলিশের গলায় রাষ্ট্রপ্রতি পদক ঝুলিয়ে দেওয়া হল যিনি বর্তমান সংসদের প্রধান বিরোদী দলের হুইপ।
যিনি প্রায়২৫ বছর যাবত জনগনের নির্বাচিত প্রতিনীধি হয়ে রাজনীতি করছেন।
জয়নুল সাহেবকে গায়ের পোশাক খুলে কুত্তার বাচ্চা বলে গাল দিয়ে ঝাপিয়ে পড়েছিলেন এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা হারুন। সারা দেশে সমালোচনার বন্যা বয়ে গিয়ে ছিল।
বিশ্বমিডিয়ায় আলোচিত হয়ে ছিল।
সাধারণ জনগণ ভেবে ছিল হারুনকে চাকুরীচ্যুত করা হবে। কিন্তু একমাত্র বাংলাদেশ বলেই হারুনকে প্রমশন দেওয়া হয়েছে। তাতেও কিছু বলিনি।
কিন্তু আজ যখন স্বাধীন সাবভৌম্য রাষ্ট্রের সবোচ্চ্য সম্মান পদক একজন মাথামোটা দলীয় আজ্ঞাবহ পুলিশ কর্মকর্তার গলায় ঝুলানোর সময় নিলজ্জের মত বলা হয় আমরা পুলিশকে দলীয় ভাবে ব্যাবহার হতে দেইনা!!
এরচেয়ে মিথ্যাচার আর কি হতে পারে?
অবশ্য রাষ্ট্রপ্রতি খুনিদের ছেড়ে দিয়ে ইতিমধ্যেই বিশ্ব রেকর্ড করে ফেলছেন।
আর তার পদক তুলে দিচ্ছেন বিশ্বজিৎ কে হত্যা করার সময় মৌন্য সার্পোট দেওয়া পুলিশ কর্মকতাকে। সাধারণ জনগণ বলছে খুনিদের খুন করার পর প্রধান ভরসা যেন রাষ্ট্রপ্রতি হয়ে গেছে।
অথ্যাৎ খুন করলে ফাসি মাফ আর পিটাইলে নিশ্চিত পদক!
অবশ্য বড় বিনোদনটা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মখা!
তিনি বলেছেন, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে রাজপথে পেটানোয় রাজধানীর লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) হারুন উর রশীদকে এবারে (২০১৩ সালের) পুলিশ পদকে ভূষিত করা হয়েছে। ডিসি হারুন স্বপ্রণোদিত হয়ে নিজের জীবন বাজি রেখে সেদিন বিরোধী দলের চিফ হুইপ ফারুকের নেতৃত্বে রাজপথের বিশৃঙ্খলা রুখে ছিল।
ভাবুন কতটা সত্যবাদি বলদ মন্ত্রীদের কবলে পড়েছে দেশ!
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ। যাব একটু পড়ে
২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
আবিরে রাঙ্গানো বলেছেন: কদিন পর সকল পুলিশ পদকের জন্য মাশাল্লাহ প্রতিযোগিতায় নামবে। এটা নিশ্চিত করে বলা যায়। একটি প্রমান সৃষ্টি হলো যে বিরোধী দলের এমপিদের পিটাইতে পারলে পদক পাওয়া যায়। পুলিশরা এই ধারা অব্যাহত রাখুক। আমরাও দেখি বিরোধী দলের এমপিদের পিটানি খাওয়া আর বসে বসে হাতে তালি দিই। কারণ কিছুদিন হলেও তো ওরা আমাদের সাধারণ জনগনের মত মার খায়। দেখে ভালই লাগে। কদিন পর আওয়ামী লীগের এমপিরা পিটানি খাবে পুলিশের হাতে সন্দেহ নেই। আওয়ামী লীগ উদাহরণ তৈরি করে দিয়ে গেলো। কুপা সামসু, আমরা দেখে আনন্দ পাই।
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: বিনোদিন অব্যাহত থাকলে দু একটা ঠ্যাঙ্গানি আপনার উপর পড়বে। পিডানোর অভ্যাস হইয়া যাচ্ছে। দেখা যাবে সকালে দুএকটারে কুত্তা পিডা টাইপের মাইর না দিলে ভাত হজম হবে না।
তখন মাইর আপনি ও খেতে পারেন।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: মাইরালা আমারে মাইরালা
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: দারান হারুন আসছে। দৌড় দিলে কইলাম খবর আছে!
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
পথহারা সৈকত বলেছেন: আগামীতে মহীউদ্দীন খান আলমগীরকে পিটিয়ে আবারও রাষ্ট্রীয় পদক পাবেন ডিসি হারুন!!
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: বাহ দারুন কথা কইছেন তো ভাই।
আর হাসিনাকে পিডাইলে নিশ্চয় নোবেল দিবো তখন খালেদা!
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮
মোমের মানুষ বলেছেন: বাংলাদেশে সবই সম্ভব............
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ভবিষতে হয়ত এই সব পদক ফুটপাতে একদামে বিক্রি হইবো
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
পত্রদূত বলেছেন: আমাদের বিবেকে হারিয়ে গেছে নোংরা রাজনীতির পায়ে পিষ্ট হয়ে। এর জন্য দায়ী সবগুলো রাজনৈতিক দলই কারন সবার কর্মকান্ড প্রায় এক।
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কবে যে ওরা বদলাবে? ভেবে পাইনা। তবে আমি অবাক হইছি এই ট্রামে হাসিনার দেশ চালানোর স্টাইল দেখে। না জানি আগামী বার খালেদা কি নিয়ে আসে!
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
মইন বলেছেন: কতায় আছে, এক মাঘে শীত যায়না।
হাসিনার দিন আসিতেছে পদকপ্রাপ্ত পুলিশের হাতে পিটা খাওনের লাই।
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ফকর উদ্দিনের সময় হাসিনা চশমা খুইয়ে ছিল এবার কি খোয়ায় আল্লাই জানে!
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
পাতি মাস্তান বলেছেন: একটা সুখবর দিলেন অথচ মিষ্টি খাওলেন না
এরই নাম রাজনীতি রে ভাই
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: যে কোন দোকানে গিয়া আমার নাম কইয়া খাইয়া লন।
আপনার পিকটা তো দারুন!
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
ভেজাল* বলেছেন: তাগো নেত্রী কইছে ১টার বদলে ১০ লাশ চাই নাইলে হাতে চুড়ি পইরা থাকতে। মহিউদ্দিন খানকে ধন্যবাদ যে উনি লাশ ফেলতে বলেন নাই বলেছেন মাইর দিতে।
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ভবিষতে হয়ত ওনার প্যান্ট খুলে পিটাবে পদক প্রাপ্ত পুলিশ! জয়নুলের উপরের দিকে খোল ছিল আর ওনার থাকবে নিচের দিক!
১০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭
আরিফিন লোটাস বলেছেন: ৮০ বছরের বুড়োর কাছে এরচেয়ে ভাল কিছু আশ করাই ভুল
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ওনাকে দেখলে রোবট বলে মনে হয়।যে তার প্রগামার এর নির্দেশের বাইরে যেতে পারে না।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
সািকল খান বলেছেন: পুলিশি বাধায় বিরোধী দলের গণসংযোগ কর্মসূচি পণ্ড। তবে কি এই পুলিশও প্রেসিডেন্ট পদক পাচ্ছে!!
বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে পেটানোয় ডিসি হারুন পেল প্রেসিডেন্ট পদক : স্বরাষ্ট্রমন্ত্রী!!!