নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ভাল পাঠক,এবং সমালোচক।

C:\Users\ASUS\Desktop0.jpg

এম . এম ওবায়দুর রহমান

ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। সম্প্রতি তুমি এলে বাদল দিনে নামের একটি গল্পের বই প্রকাশিত হয়েছে

এম . এম ওবায়দুর রহমান › বিস্তারিত পোস্টঃ

নীশিতা ভাবি ডেকেছিল তার ফাঁকা ফ্লাটে গল্পটি প্রাপ্ত বয়স্কদের।:P শেষ পর্ব

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

প্রথম অংশ আগে পড়ুন। যারা কাল পড়েননি।



আরো কিছু পেতে চাইলে...........!



সবুজ এসে হাসি মুখে আমার সামনে দাড়িয়ে বললো,ভাই কিছু মনে কইরেন না, রাস্তায় প্রচ- জ্যাম ছিল। তাই আসতে দেরি হলো। আমি ওর দিকে শীতল চোখে তাকিয়ে প্রশ্ন করি, তোমার বাসা যেন কোথায়?

শাহবাগ।

শাহবাগ থেকে কাটাবন তুমি কোন বাসে এসেছো?

ও মাথা চুলকায়। জবাব খুজে পায়না। জ্যাম নিয়ে এমন মিথ্যা অজুহাত সবাই দিয়ে যাচ্ছে। বলা যায় এটা জ্যামের উপকারী দিক। তবে অন্য সময় এরকম মিথ্যে কথা শুনলে খুব মেজাজ খারাপ হতো। এখন হলো না।

সুন্দরী মেয়েরা ফ্লাটে ডাকলে বোধকরি সহজে কারো মেজাজ খারাপ হয়না। এমনকি এক মুরব্বী আংঙ্কেল আমার পায়ের উপর পানের পিক ছুড়ে দেওয়ার পরও আমি হাসি মুখে তার দিকে তাকালাম! হায় আল্লাহ আমার কি হলো?

রাস্তার পাশের একটি দোকান দেখে ঢুকে পড়লাম। দোকানের নাম লাল নীল ফ্যাশন হাউজ। ফাউল সব জামা কাপড় ঝুলিয়ে রাখছে। কি মনে করে আমি সেখান থেকে একটি টিশার্ট কিনে ফেললাম ৩৫০টাকা দিয়ে। টাকাটা অবশ্য ধার হিসেবে দিলো সবুজ। অন্য সময় হলে মনটা খচখচ করতো। কেননা গুলিস্তানে এই টাইপের টিশার্টের দাম বড় জোড় ৬০টাকা!



নীশিতাকে ভাবছি।

গত দুই বছর আমরা একই ভবনের পাশাপাশি ফ্লাটে আছি। খুবই স্মাট একটি মেয়ে সে। তার চলাফেরা আচার ব্যাবহার দেখে মনেই হয়না সে বিবাহিত। সব সময় হাসি খুশি ভাবে থাকে। আমার বড় ভাইয়ের বউয়ের সাথে তার খুব ভাব। প্রায়ই তারা একত্রে শপিং করতে বের হয়। ভাল কিছু রান্না হলে আমাদের বাসায় শেয়ার করে। আমার ভাবির রুমে প্রায়ই বিকেলে নীশিতা আড্ডা দেয়। তবে আমি কখনোই নীশিতা ভাবীর দিকে তেমন আগ্রহ দেখাইনি। এখন তাই হালকা অনুশোচনাও হচ্ছে। শত হলেও প্রতিবেশি!

আমি এখন বসে আছি সংসদ ভবনের সামনের মাঠে। কিছুক্ষনের মধ্যেই সূর্য তার ডিউটি শেষ করে বাসায় ফিরবে। লাল আলোয় ভরে গেছে চারপাশ। আমি এখনও ঠিক জানিনা সন্ধায় নীশিতার বাসায় যাব কিনা?

সংসদ ভবনের মাঠে এসেছি সিধান্ত নিতে। দেশের ভাগ্য নিয়ে নানান কঠিন সিধান্ত গুলিতো এখান থেকেই যায়। আমাদের নির্বাচিত জনপ্রতিনীধিরা এখানে বসেই নানান সিধান্ত নিয়ে জনগণের ভাগ্য নির্ধারন করেন। যদিও সম্প্রতিকালে তারা সংসদের চেয়ে মুখে পাউডার মেখে টিভির টকশোতে বসে এক অন্যর চোখ তুলে নেবার চেষ্টা করতেই বেশি মজা পাচ্ছেন।

শেষ পযন্ত আমি সিধান্ত নিলাম নীশিতা ভাবির ফ্লাটে আমি যাব। আমার গায়ে নতুন টিশার্ট। সামনে একটি র্ফামেসী দেখে থমকে দাড়ালাম। দোকানি মুরব্বী টাইপের আংঙ্কেল। নাহ অস্বস্থিকর!

নীশিতার দরজার সামনে যখন দাড়ালাম আমার কেমন যেন লাগতে থাকলো। মনে হল হাত পা গুলো আর আমার নেই। বুকের ভেতর ড্রাম পেটানোর শব্দ হচ্ছে। নিজের অধঃপতন দেখে লজ্জায় কুকড়ে যাচ্ছিলাম। তারপরও কলিং বেলে চাপ দিলাম। আমার হাত কাঁপছে। উত্তেজনায় শরীরের রক্তচাপ বেড়ে গিয়েছে। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ওপাশে কোন শব্দ নেই। তবে কি নীশিতা আমার সাথে ফান করেছে! দরজা কেন খুলছে না?

নাকি ওর হাজবে- বাসায়? এসব ভাবতে ছিলাম। হঠাৎ দরজা খুলে গেল। ভয়ে ছিলাম কে আবার দরজা খুলে, কিন্তু নীশিতাকে দরজা খুলতে দেখে কিছুটা স্বস্তি পেলাম। ও আমার দিকে তাকিয়ে হাসলো। ওর সেই হাসিটা আমার বুকের ভেতর শিরশির করে ঢুকে পড়লো। নীশিতা বললো, কি খোকা আজ আবার দৌড়ে পালাবে নাতো? তার আগে বলো তোমাকে এমন চোরের মত লাগছে কেন?

বিস্মিত হয়ে গেলাম। আমাকে চোরের মত লাগে! সব দোষ টিশার্টেওর, কেন যে এটা পড়ে আসতে গেলাম? আমি নীশিতার ডোয়িং রুমে ঢুকে পড়লাম। নীশিতা দরজা বন্ধ করে দিলো। সোফায় বসলাম। মুখোমুখি দুইজন।

- কি খাবে বলো?

- আপনার যা ইচ্ছে, দেন। আমার সম্যসা নেই।

ও ভুরু নাচিয়ে বলে, আমার যা ইচ্ছে তুমি তাই খাইবা? তাহলে আমার ইচ্ছে তোমাকে তেলাপোকা খাওয়াবো!

নীশিতা শব্দ করে হাসে। ওর হাসিটা যদিও অনেক সুন্দর কিন্তু আমার কেমন অস্বস্তি লাগে। মনে হচ্ছে সত্যি ফ্লাটটি ফাকাঁ। এদিক ওদিক তাকিয়ে দেখলাম ঘরটা সুন্দর গোছানো। দেখেই বোঝা যায় রুচিশীল কারো হাতের ছোয়া লেগে আছে সবর্ত্র। গৃহিনী হিসেবে নীশিতা যে চমৎকার তা বুঝলাম দেয়ালে টানানো সুন্দর একটি শিল্প কর্ম দেখে। প্রেইন্টিংটা খুব ভাল লাগলো আমার।

- কি হলো কথা বলছো না কেন?

- কি বলবো? এমন সুন্দরীদের সামনে কথা খুজে পাওয়া খুব ঝামেলার! যা বলবো তাতেই ঠকে যাবো। আপনি বিদ্রুপ করবেন।

- আমি কি সুন্দরী?

- ভয়াবহ সুন্দরী। আপনাকে দেখলে আমার কথা হারিয়ে যায়।

- তাই!

- হুম, আপনার দেয়ালে ছবিটাতো ভারী সুন্দর। দেখে ভালো লাগছে।

নীশিতা আমার চোখের দিকে তাকিয়ে বলে, আমার বেড রুমে এরচে ভাল একটা প্রেইণ্টিং আছে তুমি দেখবা?

আমি মাথা দুলিয়ে বলি,দেখবো।

- আগে তাহলে চা খেয়ে নাও। আমি চা নিয়ে আসছি।

নীশিতা উঠে দাড়ায়। ডিভিটি প্লেয়ার অন করে ও। সামিনা চৌধুরী গাইছে।

পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে উঠে।

চেনাশোনার কোন বাইরে..

যেখানে পথ নাই নাইরে.. ..

সেখানে অকারনে যাই ছুটে..।



আহা কি অপূর্ব! রবীন্দ্র নাথ আসলেই বড় মাপের রোমাণ্টিক ছিলেন। নীশিতার বেডরুমে গেলাম টানা পনেরো মিনিট পরে।

বেড রুমে পা দিয়েই আমি হতভম্ব হয়ে গেলাম। মুখ দিয়ে বেড়িয়ে গেল কি আশ্চর্য উনি কে? ভূত নয়তো!

নীশিতা হাসি মুখে খুব স্বাভাবিক কণ্ঠে বলে, ছিঃ ভূত হবে কেন? ও আমার ছোট বোন শায়মা। তবে ওর আর আমার চেহায় খুব বেশি মিল। অনেকেই জমজ ভাবে। তবে ও আমার আড়াই বছরের ছোট। ফরিদপুর মেডিক্যালে পড়ছে। ফাইনাল ইয়ার। কদিন পরেই ডাক্তার হয়ে বেরুবে।

আমি বিস্ময় কাটিয়ে বলি, ও!

এরপর কি বলবো খুজতে থাকি। নীশিতা বলে, তোমার ভাবি ওরে ভীষণ পছন্দ করেছে। সে বললো তোমাকে দেখাইতে।

আমি কিংকতর্ববিমূঢ় হয়ে দাড়িয়ে আছি। শায়মা বলে কি হলো বসছেন না কেন? বসে পড়–ন। কিছুটা আদেশের স্বরেই কথাটা আমাকে বলে শায়মা। আমি বোকার মত শায়মার পাশের চেয়ারে বসে পড়লাম। সত্যি বলতে নিজের প্রতি কোন কণ্টোল আমার যেন নেই।

শায়মা বলে, আপু সৌরভকে আমার খুব পছন্দ হয়েছে। তোমার জামাই এর মত তাল গাছ নয়। আমি অন্য দিকে তাকিয়ে বললাম, ভাবি আপনিতো জানেন আমি বেকার মানুষ। কামাই রোজগার নাই! বিয়ে করে কি খাওয়াবো?

আমার এমন অসহয় কণ্ঠ শুনে চারপাশে হাসির রোল পড়ে যায়।

চারপাশের অট্রহাসিতে ঢাকা পড়ে আমার গো বেচারাটাইপের কণ্ঠ!

তাকিয়ে দেখি আলমারির পেছন থেকে বেড়িয়ে আসছে আমার ভাবি।

আমাকে নিয়ে যে ওয়ান এলিভেন টাইপের ষড়যন্ত্র হয়েছে তা বুঝতে পারি।

মন্তব্য ৬১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

সামনে একটি র্ফামেসী দেখে থমকে দাড়ালাম। দোকানি মুরব্বী টাইপের আংঙ্কেল। নাহ অস্বস্থিকর! :P :P

কি সব্বোনাশ!!!!

আরেকটু হইলেইতো গিসল;) =p~ =p~ =p~

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আপনাদের দোয়া আছিল বলেই সাড়ে সর্বনাসটা হয় নাই :P B-)

পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। শুভ সন্ধা।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ। টুইস্ট এক্সপেক্ট করসিলাম, তবে এমন না। জোস হৈসে :P ||

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: প্রসংশার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে গল্প লেখার পর সহ ব্লগার বন্ধুদের উৎসাহ প্রেরণা পেলে খুব ভাল লাগে।
অফিসের কাজের ফাকে তাই টাইপ করতে কষ্ট হয়না।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

বিডি আইডল বলেছেন:

Two weeks ago was my 45th birthday, and I wasn't feeling too hot that morning anyway. I went down to breakfast knowing my wife would be pleasant and say "Happy Birthday," and probably have a present for me.

She didn't even say "Good Morning," let alone any "Happy Birthday." I thought, "Well, that's wives for you. The children will remember." The children came down to breakfast and didn't say a word.

When I started to the office I was feeling pretty low and despondent. As I walked into my office, my secretary, Janet said, "Good Morning, Boss, Happy Birthday." And I felt a little better; someone had remembered. I worked until noon.

Then, Janet knocked on my door and said, "You know, it's such a beautiful day outside and it's your birthday, let's go to lunch, just you and me."

I said, "By George, that's the greatest thing I've heard all day. Let's go." We went to lunch. We didn't go where we normally go; we went out into the country to a little private place. We had two martinis and enjoyed lunch tremendously. On the way back to the office, she said, "You know, it's such a beautiful day. We don't need to go back to the office, do we?" I said, "No, I guess not." She said, "Let's go to my apartment."

After arriving at her apartment she said, "Boss, if you don't mind, I think I'll go into the bedroom and slip into something more comfortable."

"Sure," I excitedly replied. She went into the bedroom and, in about six minutes she came out carrying a big birthday cake, followed by my wife, children, and dozens of our friends. They were all singing Happy Birthday... ...and there on the couch I sat... naked !!!

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: খুব ভাল লাগলো আপনার গল্পটা। অনেক ভাল থাকবেন। শুভ কামনা সহ শুভেচ্ছা থাকলো।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

মদন বলেছেন: ফিনিশিং এ ফাডাই দিসেন, যদিও হতাশ হতাশ ভাব লাগতেছে :P

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: তাই নাকি ভাই ! জেনে খুব ভাল লাগছে।
হতাশার জন্য জন্য আরো ভাল লাগলো। কারন নায়ক ভার্জিন রইল । :P
কি বলেন?

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

কলম.বিডি বলেছেন: দারূন!! কি সুন্দর লিখেন আপনি! সত্যি নাকি?

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: প্রসংশা করার জন্য শুভেচ্ছা আর কৃতজ্ঞতা থাকলো।
আশা করছি আমার অন্য লেখা গুলিও চোখে পড়লে পড়বেন।
শুভ কামনা থাকলো। অনেক বেশি সুখে কাটুক আপনার দিনগুলো।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

আসফি আজাদ বলেছেন: প্লাসটা আপাতত আগে বিডি আইডল ভাইরে দিলাম +++

এখন আপ্নে নেন +++ ভালোই জমাইছেন...

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: বড় ভাই আপনার প্লাস পেয়ে আমি ভীষন খুশি হইছি। আশা করছি আপনাদের সাথে আমার বাকি দিন গুলিও খুব জমবে।
অনেক ভালো থাকুন।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

অচিন.... বলেছেন: darun darun :P

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

সিকদার বলেছেন: আপনার লেখার জবাব নাই । তবে প্রেজেন্টাশনটা দারুন !!!!!!!
( প্রাপ্ত বয়স্ক )
হা হা হা ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: সিকদার ভাই আপনাকে অনেক ধন্যবাদ। সাধারণ লেখায় আপনাদের অসাধারণ কমেন্ট দেখে খুব ভাল লাগছে।

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

এক্সপেরিয়া বলেছেন: সামনে একটি ফার্মেসী দেখে থমকে দাঁড়ালাম....কিতারে অল্পের লাইগা

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: মাথ্যা বাথ্যার জন্য পারাসিটামল খুজতাছিলাম B-) :P
ঐমিয়া বুঝেন নাই! :P :)

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

হাবীব রহমান বলেছেন: বেশ ভাল লিখছেন। দু'টো পর্বই পড়লাম। ভাল লাগল।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো। ভাল থাকবেন ভাই। শুভরাত্রী।

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

এ,রহিম বলেছেন: নীশিতা আমার চোখের দিকে তাকিয়ে বলে, আমার বেড রুমে এরচে ভাল একটা প্রেইণ্টিং আছে তুমি দেখবা

আমিতো ভাবছি কোন প্রেইণ্টিং জানি দেখায়........


চমৎকার লিখনী.... খুব ভালো হইছে।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ভাই এ রহিম। আমার লেখায় আপনাকে মনে হয় প্রথম পেলাম। তাই আপনাকে শুভেচ্ছা।
ভাল থাকবেন।
প্রসংশার জন্য অনেক ধন্যবাদ

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

ত্ানজীর বলেছেন: চমৎকার হয়েছ ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ভাল থাকবেন।
শুভ কামনা রইল

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০১

পুলক ঢালী বলেছেন: খুব সুন্দর, দারুন হয়েছে । এখন আর কি বিয়ের পিরিতে বসে পড়ুন । =p~ =p~ =p~ =p~

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ভাই বিয়ে একটা করছি, যদি আরেক টি করতে হয় তাহলে আর আমারে ব্লগে পাবেন না।
দৌড়ের উপর থাকতে হবে।

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

পীর বাবা বল িছ বলেছেন: ভাবলাম কি আর হইলো কি একটু হতাশ কারন বেড রুম পযর্ন্ত আইছিলতো তবে ভাল হইছে

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অন্য কিছু করাটাই হয়ত স্বাভাবিক ছিল। তবে তাতে পাঠককে মুগ্ধ করা যেত না। আর সেটা ঠিকও হতনা। ভাল থাকবেন।
প্রসংশার জন্য শুভেচ্ছা।

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: আগের পর্ব পড়ে ঘটনা এরকমই গেস করেছিলাম! কাল কমেন্ট করতে যেয়েও করিনি, মজা নষ্ট হবে বলে!! আমি দেখি বুদ্ধিমান মেয়ে! ;) :P


গল্প ভালো লেগেছে।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আপনার মত বুদ্ধিমান পাঠিকা পেয়ে আমি পুলকিত। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ভাল থাকবেন। আমি আশা করছি একদিন আপনার মত ভাল ব্লগার হবো।

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

সুখী চোর বলেছেন: They were all singing Happy Birthday... ...and there on the couch I sat... naked !!!
+++++বিডি আইডল

আপনে তো ভাই সেরকম বাইচা গেছেন
সুতরাং আপনারেও ++++++++ :#)

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অল্পের জন্য বেচে গিয়েছে। জানিনা ওনার টা রিয়েলেটি কিনা?

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭

মাক্স বলেছেন: ++++ :P :P :P :P :P

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পড়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভাল থাকবেন।

১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

ফকির সাইঁ বলেছেন: কাল বলেছিলুম না :) :D :-* :!> :-P =p~ :P

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: বলে ছিলেন আমি নাকি পুরুষ জাতির কলংঙ্ক!‍
কিন্তু আসলেই কি সেটা সত্য? :P

১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

বাংলার জেমস বন্ড বলেছেন: ++++++++++++

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: প্লাস দেওয়ায় অনেক অনেক অভিনন্দন। ভাল থাকবেন।

২০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

নঞর্থক বলেছেন: g o_O d

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ধন্যবাদ

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩০

দি সুফি বলেছেন: কি আশা করলেন, কি পাইলেন :D :D
ভালোটাই পেয়েছেন। !:#P !:#P

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৯

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: মানুষ যা চায় তা পায় না। আর যা পায় তা চায়না। তারপরও থাকা সুখি!

২২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০

পে পোঁ কইরেন না, যান। বলেছেন: অ.....এই কথা ;) ;) ;) ;) ;)

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: হুম, এই কথা তা আপনি কি ভাবতে ছিলেন? :P
আপনার মধ্যে দেখছি.......... :D :D

২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪

বয়ানবাজ বলেছেন: গল্পটা দারুন হইছে। +++++

আচ্ছা, ভাবীরা এমন কেন? :-* :-* :-* :-*

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কেন ভাই আপনার কোন ঘটনা আছে নি?
মনের কোন পুরাতন বেদনা আছে হয়ত। বলে ফেলুন। কষ্ট কমতে পারে। :P

প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন ভাই।

২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

হুমায়ুন তোরাব বলেছেন: jak ekta foroz gosoler hat thaika bachai dilen.apnar mukhe ful chondon poruk..

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।প্রসংশার জন্য শুভেচ্ছা।

২৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অসিম শূণ্যতায় ডুব দিয়ে ভাবছো কি? আকাশের বুকে কন্যা খুজছো কারে!
আমার ভীষণ জানতে ইচ্ছে করে।
আকাশে কি মেঘ ছিল এক টুকরো?
নীল আসমানে কি এমন আছে
যাদেখে উদাশী মধ্যেদুপুর............!

২৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

সপ্নাতুর আহসান বলেছেন: নাইস টারনিং এট দাঁ এন্ড।

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২১

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।প্রসংশার জন্য শুভেচ্ছা।

২৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

হাসান ফেরদৌস বলেছেন: শেষ পর্যন্ত তাহলে এই অবস্থা??

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২২

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কেন ভাল লাগে নাই? নাকি লুল............!
পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

২৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

মিন্ট বলেছেন: গল্পের টুইষ্ট দেখে তো পুরা ভ্যাবাচ্যাকা খায়া গেলাম,
খুবই দারুণ হয়েছে,
ভাল পরিচালকের হাতে পড়লে সৈরকম একটা ড্রামা বাননানো যাবে

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৪

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: তাই নাকি!!
প্রসংশার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

২৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০

বটতলার টারজান বলেছেন: সবাই ফার্মেসি ফার্মেসি কইরা এত মাততেছে ক্যান? আপনে কি ওরস্যালাইন কিনতে ফার্মেসি যাইতে পারেন না ? ;) ;) =p~

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ভাই আমারোতো সেই কথা! :P বোঝা যাচ্ছে আম জনতা খুব লুল হয়ে পড়েছে আজকাল। খালি আপনে বুঝলেন। আপনারে লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩০| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৬

খারাপ ছাত্র কিন্তু মানুষ ভালো বলেছেন: ২য় পর্বটা অনেক পরে পড়লাম। জটিল ভাবে জমাইসেন। প্লাস।।
সেই সাথে সাবধান হয়ে গেলাম :> :> :> :P :P

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আমি কিন্তু সাবধান হইতে পারি নাই মডু চাচারা আমাকে ব্যান কইরা রাখছে।
জানিনা খুলবো কিনা?
দোয়া কইরেন ভাই।
কি করা উচিৎ জানিনা।

৩১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:৫১

নূর আদনান বলেছেন: অনেক দিন দেরিতে পড়লাম
ব্যপক বিনুদুন ও অ-নে-ক মজা পাইলাম

তয় এরকম আরো লেখা চাই B-) B-)

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: মজা পেয়েছেন জেনে ভালো লাগলো। তবে ভাই সামুতে আমি বহুদিন ধরে ব্যান আছি।
এখন আর সামুতে আসি না।
একটা লেখা কপি করতে আসলাম আজ।
আমার লেখার জন্য
আমার পেজে লাইক দিতে পারেন।
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.