নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ভাল পাঠক,এবং সমালোচক।

C:\Users\ASUS\Desktop0.jpg

এম . এম ওবায়দুর রহমান

ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। সম্প্রতি তুমি এলে বাদল দিনে নামের একটি গল্পের বই প্রকাশিত হয়েছে

এম . এম ওবায়দুর রহমান › বিস্তারিত পোস্টঃ

কামরুলকে প্রশ্ন করতে ইচ্ছে করছে বটতলার উকিল তুমি কি জানোনা বিচারক নথি আর স্বাক্ষি দেখে রায় দেয়। মিছিল দেখে নয়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

কয়েক দিন আগে ট্রাইবুনালের ১ এর বিচারক এর স্কাইপ স্যাণ্ডাল নিয়ে মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশ রিপোট করেছিল। সরকার গ্যাছে পাগল হইয়া.....! নামের সেই প্রতিবেদন গুলি পড়ে ছিলাম।

সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিলো বিচারটা প্রহশন মাত্র। জাষ্টিস নয় বরং কোন মহলকে খুশি করাই যেন সরকারের কাজ। আমার দেশ যখন রিপোর্ট করলো তখন দেশের আতেল, মোসা সাহেব, গ্রহপালিত বুদ্ধিজীবীরা দেশ গেল দেশ গেল রব উঠিয়ে দিচ্ছিলো। ট্রাইবুন্যাল তখন মসজিত মন্দিরের মত ব্যাপার ছিল। আর বিচারক রা ছিলো তখন ঈশ্বর প্রদত্ত ফেরেস্তা।



টকশোতে ছিল আমার দেশের গুষ্টি উদ্ভার করার মিছিল।



কিন্তু হায় সেই ফেরেস্তা তুল্য বিচারকদের এখন বলা হচ্ছে রাজারকার!!



হায় নিয়তি ! বেচারা বিচারকদের এখন কুল রাখি না শ্যাম রাখি অবস্থা। এখন হয়ত পদত্যাগি বিচারক মনে শান্তি পাচ্ছেন।

আমার মনে হচ্ছে এই রায় এবং শাহবাগের মিটিং সবি সরকারের সাজানো।

সরকার নাটক করছে। তারা রাজাকারদের ফাসি নয় বরং রাজাকারদের গুটি বানিয়ে খেলতে চাইছেন। কথিত আন্তজাতিক ট্রাইবুনাল যে কতটা আন্তজাতিক এই রায়ে তা প্রমাণ হয়েছে।

দুঃখ আমজনতার জন্য তারা না বুঝেই শাহবাগে গিয়ে সরকারের অসৎ উদ্দেশ্যে শিকার হচ্ছে।



কামরুল বলছে জনতা আগে জাগলে নাকি রায় অন্য রকম হতে পারতো!!



কামরুলকে প্রশ্ন করতে ইচ্ছে করছে বটতলার উকিল তুমি কি জানোনা বিচারক নথি আর স্বাক্ষি দেখে রায় দেয়। মিছিল দেখে নয়।



মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

িশশু দর্পন বলেছেন: কামরুলের ও বিচার চাই । কামরুল পরিবার রাজাকারভুক্ত । ১৯৭১ সনে কামরুলের পরিবার দ্বারা অনেকেই নির্যাতিত হয় । কামরুল আইন মন্ত্রী হিসাবে সবই তো জানতেন , এখন কেন লাফালাফি করছেন ? কামরুলকে ও ফাসিতে ঝুলানো হউক ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কামরুল আইন প্রতিমন্ত্রি ৭১এ ওর ভাই ছিল সক্রিয় রাজাকার। অনেকের ধারণা ও এই নীল নকশার সাথে জড়িত। ওর বিচার চাই

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

আহসান ০০১ বলেছেন: আসলে সরকার এমন কাজ করসে জ সাপ ও মরবে লাঠিও ভাংবেনা, বিচার ও হল আবার জামাত ও খুশি থাকল আবার ফাঁসির পক্ষে বিক্ষোভ ও হল আবার সরকার এটাও বলতে পারল যে আমরা আমাদের ইচ্ছামত ফাঁসির রায় দেইনাই । হায়রে রাজনীতি

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আপনার বিশ্লেষনটি চমৎকার।
আমার ধারণাও তাই।
ভালো থাকবেন

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

মনসুর-উল-হাকিম বলেছেন: একজন দায়িত্ত্বশীল মন্ত্রী কিভাবে এ কথা বলতে পারে . . . !!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: গাজাখোর বলেই এমন কথা বলতে পারছে।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬

কালোপরী বলেছেন: আহসান ০০১ এর সাথে একমত

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.