নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ভাল পাঠক,এবং সমালোচক।

C:\Users\ASUS\Desktop0.jpg

এম . এম ওবায়দুর রহমান

ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। সম্প্রতি তুমি এলে বাদল দিনে নামের একটি গল্পের বই প্রকাশিত হয়েছে

এম . এম ওবায়দুর রহমান › বিস্তারিত পোস্টঃ

সময় এসেছে তরুনদের সামনে, নৌকা আর ধানের শীষের বিকল্প খুজে নেওয়া। দেশকে ভালোবাসে এমন কোন শক্তির সৃষ্টি করার জন্য প্লট তৈরী করা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫





শাহবাগের আজকের সমাবেশ দেখতে ছিলাম টিভি পর্দায়। যদিও টিভি আমি তেমন একটা দেখিনা । সময়ের অভাব। যতটুকু সময় পাই ব্লগেই থাকি।

শাহবাগের তরুণদের দেখে খুব ভালো লাগলো । তারা ঘর ছেড়ে বের হয়েছে। তারা ভাবছে শাহবাগ গিয়ে ফাসির দাবিতে একত্রতা ঘোষণা করা দেশের প্রতি তাদের ভালবাসার বহিপ্রকাশ। তারা আনন্দর সাথেই শাহবাগে যাচ্ছে ।যাচ্ছে নবীন প্রবীন সকলেই।

টিভি চ্যানেল গুলির তরুণ সাংবাদিকদের কণ্ঠ কেপে উঠছে আবেগে। তারা ভীষণ আবেগকান্ত। আবেগে ফেটে পড়েছে পুরো জাতি। সবার মুখে একটাই দাবী ফাসি চাই।

সমাবেসে অনেক ফাক ফোকর ছিল সম্মনয়হীনতা ছিল। তবে তা নিয়ে সমালোচনা করতে আমি চাইনা। আমি তারুণ্যর দেশপ্রেমে মুগ্ধ।

ঢাকার বাইরে থাকি বলেই টিভি পর্দায় চোখ রাখতে ছিলাম।

ইতিপূর্বে আমি অনেক সভা সমাবেশ দেখেছি। সেখানে দেখতাম মঞ্চের বড় নেতাদের দিকে ক্যামেরা গুলির ক্লোজ র্শ্ট। কিন্তু এই সমাবেসে দেখলাম রাস্তায় বসে থাকা সবাই যেন স্টার। তাদের কথা গুলো প্রচার করতে আগ্রহী চ্যানেল গুলো ।



ছাত্রলীগ এর নেতারা যখন মঞ্চে উঠে ভাষন দিতে ছিলেন চারদিকে ভুয়া ভুয়া রব উঠতে ছিল..

অবাক হচ্ছিলাম। টিভি পর্দায় একজন সাংবাদিক বললেন পিজিতে চিকিৎষা নিতে যাওয়া গোলাম আজম নাকি ভয়ে হাসপাতাল ছাড়তে চাচ্ছেন।

জেনে ভালো লাগলো । আমরা কখনোই দেখিনি রাজাকার রা ভয় পেয়েছে, বরং স্বাধীনতার পর শেখ মুজিব তাদের ক্ষমা করে দেন।

মুজিব সাহেব তার জীবনের সবচেয়ে বড় ভুলটা তখনি করেছিলেন। যার প্রায়শ্চিত করেছেন জীবন দিয়ে। পরবত্তীতে মেজর জিয়ার সময়ে গোলাম আজম নাগরিক্ত পান। শুরু হয় স্বাধীনতা বিরোধীদের পথ চলা।

এরপর শেখ হাসিনা ক্ষমতার লোভে জোট করেন জামায়াতের সাথে। খালেদাকে ক্ষমতা থেকে নামানোর জন্য জামায়াত সিড়ি হিসাবে ব্যাবহার হয়। সেই একই জামায়াতকে পেতে দুটি বড় দলের টানা টানি দেখে দেশের সাধারণ জনগণ চরম ভাবে লজ্জিত হয়।

কিন্তু বিকল্প না থাকায় ভোট দেওয়ার জন্য নৌকা অথবা ধানের শিষকেই বেছে নিতে হয়।

সময় এসেছে তরুনদের সামনে, নৌকা আর ধানের শীষের বিকল্প খুজে নেওয়া।

দেশকে ভালোবাসে এমন কোন শক্তির সৃষ্টি করার জন্য প্লট তৈরী করা।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মনের কথা বললেন! শুধু ভাবছি কিভাবে!?

ওরা কি দিবে? আওয়ামীলীগ বিএনপি থেকে কি নিস্তার আছে??

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: তরুণদের যেই মানসিক শক্তি দেখছি। তাতে গর্বে বুক ভরে যাচ্ছে। মনে হচ্ছে আরেকটি যুদ্ধের খুব কাছেই আছি আমরা। আমরা চাইলেই এখন বদলে দিতে পারি ইতিহাস। আছাড় মেরে ফেলে দিতে পারি ৪০ বছর ধরে কাধে চেপে থাকা ক্ষমতালোভিদের!

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: শাহবাগের মুল উদ্দেশ্য নিয়ে পোস্ট করেছি , আশা করি এই আন্দলেনের মুল উদেশ্য বুঝতে পারবেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০১

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পড়ে কমেন্ট করছি।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

আবুল হাসান নূরী বলেছেন: বিকল্প শক্তির উত্থান মানে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের লুটপাটের পথ বন্ধ হয়ে যাওয়া। তারা এতো সহজে নতুন ও বিকল্প শক্তির উত্থান হতে দিবে বলে মনে হয়না। উদাহরণ- ডঃ ইউনূসের নাগরিক শক্তি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ইউনুস সাহেব এর সঙ্গে আমেরিকার অতিরিক্ত ভালো সর্ম্পক থাকায় জনগন তাকে ভালো ভাবে নেয়নি। ৭১ এবং পরবত্তিতেও আমেরিকার ভূমিকা কখনোই আমাদের মুগ্ধ করতে পারেনি।
তাই তিনি ব্যার্থ হয়ে ছিলেন।
কিন্তু ব্যাক্তিগত ভাবে আমি উইনুস সাহেবের ভীষণ বড় ভক্ত। তারমত দেশ প্রেমিক সত্যি খুব বেশি নেই।
তাই আমাদের এখন দরকার ক্লিন ইমেজের ভালো মনের মানুষ। কোথায় আছে সে.........?

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

উদাসীফাহিম বলেছেন: sob kisutei rajniti anbenna.manush abege ase.ek hoyese..etake rokka korun..................ei sokol bam ra bole........tarao sujuge ase etake bebohar korar.kawkei jeno shujug dewa na hoy rajniti korar

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: thank you

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
দাড়ীপাল্লার কথা চেপে না রেখে প্রকাশ করলেই পারতেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: দাড়ি পা্ল্লা মানে কি? জামায়াতকে তো আমি স্বাধীন দেশে রাজনীতি করুক তাই দেখতে চাইনা। তারা যদি দল করতে চায় তদবে পুরাতনদের বাদ দিয়ে নতুন নামে আসুক।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

নাসরীন খান বলেছেন: আপনার সাথে একমত। তবে রাজাকারদেরতো রাজনীতি থেকে খালেদা ভাবী আর হাসিনা আপার আগেই বয়কট করা উচিৎ আছিল ।তিন দল বাদ গিয়া নতুন কেউ আহুক ,আল্লাহ যেন বাঙালী জাতির মঙ্গল আনেন। ভূতের মাসি আর রাজাকার কুলাঙ্গারেরা চুপ থাকুক।আমিন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০১

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: একমত হবার জন্য অনেক ধন্যবাদ। দেশের প্রতি ভালোবাসা আছে এমন লোকের সংখ্যা বৃদ্ধি পাক। দেশ হোক সুখি সমৃদ্ধশালী।
আমিন।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আন্দোলন কি ব্লগারদের হাতে আছে

Click This Link

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: সন্দেহ হচ্ছে। কোন সংগঠন এর নেতাকে মহ্চে দাড়াতে দেখে ভীষন কষ্ট হলো । ছাত্রলীগ আর শীবীরের সংহিসংতায় পুরো জাতি এদের ঘৃনা করে।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: সময় এসেছে লীগ এবং বিএনপি কে পরিহার করার। নতুন ,সৎ এবং সাহসী নেতৃত্ব চাই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক লোক একসাথে দেখে মনে হলো তরুনরা চাইলেই বদলে দিতে পারে এখন ইতিহাস।
কথা হলো কে দিবে ডাক?
কোথায় খুজি তারে।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: সেই সাথে সকল রাজাকারদের ফাসি চাই,

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: সকল দলের রাজাকারের ফাসি চাই খালি জামায়াত নয় বর্তমান সরকারের মন্ত্রী পরিষদেও রাজাকারের উপস্থিতি দেখছি।
জামাতী পন্য বর্জণ করলে সাথে সাথে হাসিনার বিয়াইকেও বর্জন করতে হবে।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

হাঁসি মুখ বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: সময় এসেছে লীগ এবং বিএনপি কে পরিহার করার। নতুন ,সৎ এবং সাহসী নেতৃত্ব চাই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: সহমত। ধন্যবাদ ভাইয়া।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০১

রিফাত হোসেন বলেছেন: ++++++++ monar kotha bolchan kola koli kori ashen. Amader akjon mohanobi sa. Ar moto dorkar akjon hitlar dorkar. Dorkar akjon mahatthir md.

Joy bangla

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ধন্যবাদ। জয়বাংলা ।আমাদের সবাকে আরো বেশি সোচ্চার হওয়া দরকার। সুবিধাবাদিদের মুখোস খুলে দেওয়া দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.