![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। সম্প্রতি তুমি এলে বাদল দিনে নামের একটি গল্পের বই প্রকাশিত হয়েছে
আণ্ডা বাচ্চাদের আমি খুব ভয় পাই। ওরা কেমনে যেন বুঝে ফেলে আমি একটু বোকা টাইপের যুবক।
সুযোগ পেলেই বাচ্চারা আমাকে বিব্রত করে।দুই বছর আগের এক দুপুরের ঘটনা। আমার ছোট চাচি তার এক বান্ধবীর বাসায় আমাকে নিয়ে গেল। চাচি ভেতরের রুমে ঢুকে বোধকরি আমার কথা ভুলেই গেল। বার বার ভাবতে ছিলাম এই বুঝি নাস্তা আসছে কিন্তু না কিছুই আসতে ছিল না। পুরাতন একটা বাসি পত্রিকার সব খবর পড়তে ছিলাম। ভেড়ানো দরজা ভেদ করে হঠাৎ করে একটা ৭/৮ বছরের ছেলে ঢুকলো রুমে। চোরের মত এদিক ওদিক তাকাচ্ছিল। আমাকে দেখে থমকে দাড়িয়ে গেল। আমি ভাবলাম সে হয়ত এই ঘরেরই কেউ। তাই প্রশ্ন করলাম কেমন আছো?
ভাল, বলেই সে আমাকে পরিক্ষা করার ভংগিতে বললো আপনি কে? আমি তোমাদের বাসায় বেড়াতে এসছি। বালক হাসি মুখে বললো, তাই নাকি! সে সোফায় বসে পড়লো। বললো আমার চকলেট কৈ? আমি বিব্রত হয়ে বলালাম, ভুলে আনিনি। সে হেসে বললো, তাহলে দশ টাকা দিন আমি কিনে আনছি। আমি পকেট থেকে দশ টাকা বের করে দিলাম। ও বললো তাহলে আমি দোকানে গেলাম। আমি হাসি মুখে বললাম ঠিক আছে যাও। বালক সোফার উপর চার্জ দেওয়া মোবাইল ফোনটা হাতে নিয়ে বেড়িয়ে গেল।
কিন্তু সে আর ফিরলো না। এদিকে চাচি আর তার বান্ধবী ডোয়িং রুমে ঢুকে নানান প্রকার নাস্তা খেতে দিল। কিন্তু ছেলেটার প্রসংঙ্গে চাচীর বান্ধবী কিছুই বলছিলনা দেখে মনে মনে খুব অবাক হচ্ছিলাম। হঠাৎ চাচীর বান্ববী তার মোবাইল খুজতে শুরু করলো। আমি বললাম মোবাইলতো আপনার বড় ছেলে নিয়ে বাইরে গেল।
ভদ্রমহিলা বিস্মিত হয়ে বললেন আমারতো কোন বাচ্চাই নেই!!
শেষে আমার সব কথা শুনে ওনারা বললেন ওটা ছিল ছিচকে চোর!
আমি বেকুবের মত তাকিয়ে রইলাম
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
রিওমারে বলেছেন: আমি বেকুবের মত তাকিয়ে রইলাম
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ছয় বছর আগের ঘটনা। স্থান শনির আখড়া।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
ইয়েন বলেছেন: সমস্যা নাই আপনাকে আমি চালাক বানিয়ে দিব আমাকে বেশি না ২০ টা টাকা ফ্লেক্সি কর বাহে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: নাম্বারটা দিলে টাই করতাম। মিস কল দিমুনা। চালাক হইবার জন্য কুড়িটাকা খরচ করতে আপত্তি নাই
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
ইয়েন বলেছেন: এসিড টেস্ট এ পাশ! ...... কে বলিয়াছে বাহে চালাক নন!! আমি যে নাম্বার দেই নাই ইহা বুঝিবা মাএই আপনি পুরুষ থেকে পুরুষী বোকা থেকে সোকা !! আই মিন চালাক হইয়া গিয়াছেন
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আপনার প্রসংশা পাইয়া বুকের ছাতা ফুলিয়া উঠলো গর্বে!
চালাক হইতেছি!!!!!!!!!!!!!!কি আনন্দ!!
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
সাদা রং- বলেছেন: মজার ঘটনাতো।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
মিত্রাক্ষর বলেছেন: খেক