![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। সম্প্রতি তুমি এলে বাদল দিনে নামের একটি গল্পের বই প্রকাশিত হয়েছে
দুপুরে লাঞ্চে যাবার সময় মেয়েটাকে দাড়িয়ে থাকতে দেখলাম আমাদের ফ্যাক্টরির গেটে। এক হাতে পুরাতন একটা কাপড়ের ব্যাগ। অন্য হাতে তিন বছরের একটা কন্যাশিশু নিয়ে সে দাড়িয়ে আছে।
পেছনে বোরকা পড়া আরেক জন মহিলা।
প্রায়ই দুই ঘন্টা পর ফিরে এসে দেখি ওরা সেখানেই দাড়িয়ে আছে। চোখে প্রচণ্ড হতাশা। মুখ শুকিয়ে গেছে।
আমি সিকিউরিটি অফিসারকে ডেকে বললাম, ভাই এদের ঘটনা কি?
সিকিউরিটি অফিসার আমাকে জানালো, এই মেয়েটার হাসবেণ্ড গত এক বছর যাবত নিখোজ। তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। গতকাল নাকি মেয়েটাকে ছেলেটি ফোন করে বলেছে আমাদের গামেন্টেসে ছেলেটি সুপাভাইজার পদে কাজ করে। সে ঠিকানা দিয়ে বলেছে এখানে আসতে। মেয়েটা বরিশালের কোন এক গ্রাম থেকে বাচ্চা আর মাকে সহ এসেছে।
আমি মেয়েটার মাকে জিজ্ঞাসা কলাম আরো কিছু কথা । খোজ নিলাম ফ্লোরে। জানলাম সিপন নামের কেউ আছে কিনা?
জানা গেল এই ছেলে একবছর আগেই চাকুরি ছেড়ে চলে গেছে!
মহিলা কেদে ফেললো।
তার যাবার ভাড়া নেই। সে বুঝতে পারছে না কি করবে। আমাদের কোম্পানির কেউ তাকে সাহায্য করতে আগ্রহী হলো না।
আমি পকেট থেকে ভাড়ার টাকার জন্য কিছু টাকা দিলাম।
তাকে ফিরে যেতে বললাম বাড়িতে। জানালাম আপনি প্রতারিত হয়েছেন।
ওরা চলে গেল ভাঙা হৃদয় নিয়ে।
আমার ডান পাশে দাড়ানো আমার চেয়ে বেশি বেতন পাওয়া এক কলিগ বললো আপনি এত মায়া দ্যাখান কেন? দরকার ছিলো এই টাকা খরচের!
আমি তার দিকে হাসি মুখে তাকিয়ে বললাম। মেয়েটার না খাওয়া মুখের মাঝে আমি আমার দেড় বছরের কন্যার ছবি দেখেছি ভাই।
সে কোন কথা না বলে চলে গেল। আমিও গেট থেকে আমার অফিসের দিকে হাটতে লাগলাম। জানিনা পুরুষ নামের এই সব পশু গুলো কবে মানুষ হবে?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আমিন।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
প্রত্যাবর্তন@ বলেছেন: অনুপ্রাণিত হলাম । আমিও চেস্টা করব আপনার মত হবার
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই।
আমি বিশ্বাস করি মানুষকে ভালোবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
এস এইচ খান বলেছেন: একই ধরনের স্বভাবের কারনে মাঝে মধ্যে নিকটজনদের টিকা টিপ্পনি সইতে হয় উল্টো ঘটনাও আছে! একবার এক বিপদে পরা বৃদ্ধকে ৫০ টাকা দিয়ে উল্টো ঝাড়ি খেয়েছিলাম! সংগে থাকা ভাগ্নের সে কি হাসি
বিপদে পরা এসব মানুষদের মধ্যে আমার সন্তানের মুখচ্ছবি মনের অজান্তেই ভেসে উঠে
পোস্টে +
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কমেন্টের জন্য অনেক শুভ কামনা রইল।
ভালো কাজ অব্যাহত রাখুন ভাই।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫
বাংলার এয়ানা বলেছেন: উচ্চ পদের উচ্চ কমচারী গনের মনে হয় মনবিকতা থাকে না, তাই তরা উচ্চ পদ লাভ করে। তাই মনে হয় কষ্ট পেয়ে আর আর লাভ কি? উপর ওয়ালাই যখন আমাদের নিয়তি ঠিক করেছেন। চলুন আমরাও ওদের মত হয়ে যায়..........................................
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আসলে উচ্চ পদ বা বেতন নয় বরং মানুষের ভেতরকার চেতনাটাই বড়। আমি দেখেছি গামের্ন্টশ্রমিকরা অনেক বেশি ভিক্ষা দেয়। গরীব মানুষদের ভেতর মায়া বেশি থাকে। তারা সব সময় মানুষের পাশে দাড়ায়।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫
নিষ্কর্মা বলেছেন: আপনি একজন অসহায়কে সাহায্য করেছেন, আমাদের দেশে যা খুবই ব্যতিক্রম। নিশ্চয়ই আল্লাহ আপনাকেও আপনার কোন বিপদে এর চেয়েও অনেক বেশি সাহায্য করবেন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
বিপদেআছি বলেছেন: একটা ভাল কাজ করছেন , এত দুঃখ আমাদের দেশে ! কষ্ট লাগে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
আতিকুল০৭৮৪ বলেছেন: সাহায্য অবশ্যই করতে হবে।তবে রাস্তাঘাট প্রতারনায় ভরে গেছে বলে সাহায্য করতেও আজকাল ভয় লাগে
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: সহমত।
আপনার টাকা দিয়ে সে যদি উপকৃত হয় তাতে মনের শান্তি অনেক।
আর টাকা দেবার পর যদি জানেন ঘটনাটা নাটক ছিল তাতেও দুঃখ পাবার কিছু নেই। যারা নাটক করছে তারাও অভাবী । বেচে থাকার জন্য তারাও লড়াই করছে তবে তারা বুঝতে পারছে না এটা অন্যায়।
ভালো থাকবেন ভাই।
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
ইয়ার শরীফ বলেছেন: একজন অসহায় কে সাহায্য করার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ।
আল্লাহ আপনার মঙ্গল করুন !
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আমিন।
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
এ্যাপেলটন বলেছেন: প্রতারিত হওয়ার ভয় নাহয় থাকলো ...কিন্তু মানুষটি যদি সত্যি বিপদে থাকে !! ...তাহলে কোনটি বেশী প্রয়োজন ? ভয় পাওয়া না সাহায্য করা ???
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অবশ্যই মানুষের পাশে দাড়াতে হবে। আপনার টাকা দিয়ে সে যদি উপকৃত হয় তাতে মনের শান্তি অনেক।
আর টাকা দেবার পর যদি জানেন ঘটনাটা নাটক ছিল তাতেও দুঃখ পাবার কিছু নেই। যারা নাটক করছে তারাও অভাবী । বেচে থাকার জন্য তারাও লড়াই করছে তবে তারা বুঝতে পারছে না এটা অন্যায়।
ভালো থাকবেন ভাই।
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
চ।ন্দু বলেছেন: আপনার যদি মনে হয় লোকটি সত্যিকার বিপদে পড়েছে তবে তাকে সাহায্য করা উচিৎ। কে কি ভাবল তা নিয়ে মাথা না ঘামানই উচিৎ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: সত্যি ভাই এমনটিই হওয়া দরকার।
১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
মরণের আগে বলেছেন: তার অন্তর থেকে যে দোয়া পেয়েছেন সেটা হাজার টাকা দিইয়েও পাওয়া যাবেনা,
আপনার জন্য শুভ কামনা,
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আমীন।
১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
আদম_ বলেছেন: ভাল, খুবই ভাল। মানুষের দুখী মুখ এখন আর সবাই ব্যথিত করেনা, আপনাকে করেছে। সবাই সব কিছুতেই এখন রহস্য খুজে। আপনি তার বিপদে সাহায্যে করেছেন, আপনার বিপদের সময় আল্লাহও এভাবে আপনাকে পার করে দিবে।
আপনি একজন ভালো মানুষ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ভালো মানুষের সার্টিফিকেট পেয়ে ভীষণ লজ্জিত।
আসলে আমি খুব সাধারণ ভাই।
এই সামান্য পোষ্টে এত দোয়া আর কমেন্ট পাবো ভাবিনি। এখন মনে হচ্ছে ব্লগের বেশির ভাগ বন্ধুর হ্রদয় খুবই ভালো। আমি খুব অনুপ্রাণিত হলাম।
১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
সাদা রং- বলেছেন: ভাই আপনিতো দেখি আমার মত, বিশেষ করে ছোট মেয়ে শিশু কষ্টে থাকলে দেখতে আমার খুব কষ্ট লাগে। আমি বেশি কিছু করতে পারি না তবে চেষ্ঠা করি।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আপনার মেয়েটির জন্য অনেক শুভ কামনা থাকলো। বাবার সব ভালো গুন গুলো নিয়ে বেড়ে উঠুক সে। ভালো থাকবেন।
১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
খান মেহেদী ইমাম বলেছেন: একটা ভাল কাজ করছেন , এত দুঃখ আমাদের দেশে ! কষ্ট লাগে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৪
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ভাই
১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
জাতির নানা বলেছেন: স্যালুট
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কয়েকদিন আগে নারীর সম্ভম রক্ষায় আপনার আন্দোলন আর ব্লগ ফেসবুকে লেখা পড়ে ভীষণ ভালো লেগেছিল। আপনার মত বড় মাপের বন্ধু থাকায় ভালো কাজ করতে অনুপ্রাণিত হই। ভালো থাকবেন।
১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
ট্যামময বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন !
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ
১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
পলক শাহরিয়ার বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন !
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আমীন
১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
পে পোঁ কইরেন না, যান। বলেছেন: একজন অসহায় মানুষকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ।কারন,অসহায়দেরকে সাহায্য করার মত মানুষ কমই পাওয়া যায়।
এই লেখাটা আমি fb থেকে পরেছি।আর নিচে আপনার নাম দেখে চিনতে পারলাম,তাই সামুতে আসলাম।
''কেউ মূল্য দিক আর না দিক,তুমি সৎ কাজ করবে''
হযরত আলী (রাযীঃ)@এস এইচ খান
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: লেখাটি পড়ে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ভাই।
১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
পে পোঁ কইরেন না, যান। বলেছেন: আল্লাহ্ আপনার মঙ্গল করুন !
২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
আলোর পরী বলেছেন: আহারে ,মেয়েটার জন্য খারাপ লাগছে । আপনি ভালো কাজ করেছেন ভাই, আমার শিক্ষক বাবা সবসময় একটা কথা বলেন ,
যখন রাস্তায় কেউ পড়ে যায় , তাকে উঠিয়ে আনার জন্য তোমার হাতটি যেন এগিয়ে আসে । যদি কোন দিন তুমি/তোমার সন্তান রাস্তায় পড়ে যাও দেখবে অনেক হাত ঠিক ই এগিয়ে আসবে ।
আল্লাহ আপনার মঙ্গল করুন ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আপনার বাবাকে স্যালুট। তার দৃষ্টি ভঙ্গি আমাদের মত তরূণদের প্রেরণা দেয়। আপনার বাবা দীর্ঘঝীবী হোক। ভালো থাকুন আপনিও
২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
মুছে ফেলা ব্যক্তিত্ব বলেছেন: নিউরন গুলোকে বিরস কষ্ট দিচ্ছে ঘটনাটা ।
লেখাটার জন্য না আপনার কাজের জন্য একটি প্লাস দেয়া স্নায়বিক উত্তেজনায় পরিণত হয়েছিল তাই একটি প্লাস পেলেন ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ
২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১
সপ্নাতুর আহসান বলেছেন: মেয়েটার জন্য খারাপ লাগছে ।
আপনি ভালো কাজ করেছেন। আল্লাহ আপনার মঙ্গল করুন ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ভাই।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬
নীলতিমি বলেছেন: একজন অসহায় কে সাহায্য করার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ।
আল্লাহ আপনার মঙ্গল করুন !