নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিদিনের গল্প

অবিশ্বাসী

অবিশ্বাসী › বিস্তারিত পোস্টঃ

গোপনে লাইসেন্স পেয়ে বাজারে বিয়ার ছেড়েছে যমুনা গ্রুপ !

১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৩

আগে বন্ধ করে দেয়া হলেও হান্টার আবার উৎপাদন শুরু করা হয়েছে।এবার ৫% এ্যালকোহলসহ ।দাম ১ শ টাকা । ঘোষনা দিয়ে দেশি বিয়ার।বিদেশে রপ্তানির জন্য দেশে বিভিন্ন ব্যান্ডের মাদকও প্রক্রিয়াজাত করছে তারা।

এর আগে বিএনপি আমলে এনার্জি ড্রিংকএর নামে ক্রাউন, হান্টার বাজার জাত করলে বিভিন্ন মহলের প্রতিবাদের মুখে এদুটো পন্যের উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছিল।







মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৫

শয়তান বলেছেন: গুড নিউজ ।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৮

নাজমুল আহমেদ বলেছেন:

আমি এর পক্ষে আছি। যদি বলেন কেন... তাইলে অনেক কথা আছে।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৯

আব্দুল্লাহ আল মামুন রাসেল বলেছেন: বাজারে দু- একটি বিয়ার এলকোহল থাকা উচিত। এবং এটা বৈধ ভাবেই এতে করে দেশের দু-একটা টাকা বাচঁবে বৈ কমবে না। তাছাড়া এলকোহল নিষিদ্ধ না থাকলে এলকোহল নির্ভর অপরাধ কমে যাবে।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৯

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বাহ বাহ... চমতকার... এই না হলে ডিজিটাল বাংলাদেশ ???

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১২

ভুরিদত্ত বলেছেন: তাই ভাবি হিটোপমা যমুনা নিয়া কোবতে লিখে ক্যা

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৩

বল বীর বলেছেন:

অন্তত ভারতীয় গোমুত্র দিয়ে তৈরি ফেনসিডিল থেকে অনেক ভালো।
দেশের হুজুগি পোশাকী আধুনিকতার নামে ফেনসিডিলসেবীর জন্য বিরাট একটা জিনিষ বাজারে আসলো।

ফেনসিডিল সেবীরা তোমারা এবার প্রগতির কিছু নমুনা দেখাও দেশী বিয়ার খাও ফেনসিডিল কে না বলো।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৪

নতুন বলেছেন: আমি কোন রকমেরই এলকোহল ই খাইনি....

কিন্তু এর সমথ`ন করি...

কারন বাজারে কয়েক রকমের এলকোহল থাকা উচিত....

তাতে সস্তা ভ্যাজাল মদ খাইয়া মানুষ মারার খবর পত্রিকায় আসবেনা

দেশের টেকা বিদেশে যাইবোনা...( কিছুতো বাচবো..)

** কারন যতই ধমে`র কথা বলেন না কেন.... যারা খাবার তারা খাবেই...

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৬

তামিম ইরফান বলেছেন: দেশীয় পন্য কিনে হউন ধন্য!

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৭

বৈকুনঠ বলেছেন: ১০০ টাকা মানে ১ ইউরোর বেশী। ক্যান কয় cl? আমারে লাইসেন্স দিলে ৩৩ সি এল এর ক্যান ৩০/ ৩৫ টেকা খুচরা দামে বিয়ার খাওয়ামু বাংগালীরে।

মদের ফ্যাক্টরীর লাইসেন্স এত রাখঢাক কৈরা ক্যান?

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৯

ব্রাইট বলেছেন: চুমুক্দিতাম্ন্চায়!

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২২

অলস ছেলে বলেছেন: অমুসলিমদের জন্য বাজারে বিয়ার থাকতেই পারে, তবে মুসলিমদের খাওয়া নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ আইন হবার পর।

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৩

শাহাবুিদ্দন শুভ বলেছেন: এ্যালকোহল যদি শারীরিক কোন ক্ষতি করে তাহলে উনমুক্ত ভাবে কি ছাড়া উচিত।

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৩

বৈকুনঠ বলেছেন: শালার পুতেরা কি গরীব মানষেরে মদ খাইতে দিব না? বাংলা খায়া মরব আমগো মতন পাব্লিক? কে কৈ আছেন? জার্মানীতেও তো এত দামে বিয়ার বেচে না। যমুনা ঘেরাও কর্মসূচি লওন লাগবো

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৪

বৈকুনঠ বলেছেন: শালার পুতেরা কি গরীব মানষেরে মদ খাইতে দিব না? বাংলা খায়া মরব আমগো মতন পাব্লিক? কে কৈ আছেন? জার্মানীতেও তো এত দামে বিয়ার বেচে না। যমুনা ঘেরাও কর্মসূচি লওন লাগবো

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৯

শয়তান বলেছেন: বৈকুনঠ কি ভ্যাট/ট্যাক্সের কথা ভুইলা গেসেন ?

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৩

হাসান বলেছেন: দেশ এগিয়ে যাচ্ছে... হিক হিক

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৭

হাসান মাহবুব বলেছেন: খামু।

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৬

সরকার সেলিম বলেছেন: যমুনা বিয়ার বাজারে নিয়ে আসতে পারে তাতে কোন সমস্যা দেখি না।তবে মুসলিমদের খাওয়া নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ আইন হবার পর।

আমি অলস ছেলের সাথে একমত।

@অলস ছেলে বলেছেন: অমুসলিমদের জন্য বাজারে বিয়ার থাকতেই পারে, তবে মুসলিমদের খাওয়া নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ আইন হবার পর।

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৭

বৈকুনঠ বলেছেন: @ অলস ছেলে আপনের ধর্মীয় অনুভুতির প্রতি পুরাপুরি সম্মান রাইখাই বলতেসি, একজন মুসলিম পরিবার থেইকা আগত ব্যাক্তি যদি নিজে ইসলাম ধর্মীয় নিয়ম নিতি না মানে তাইলে কি আইন কৈরা তারে দিয়া ইসলাম পালন করাইবেন? তাইলে মৃত্যুর পরে আল্লায় কি করবো? মোদ্দা কথা হৈল আইন কৈরা ধর্ম পালন করানো যায় না। এইটা মানুষ মনের টানে করে। যদি মনে না টানে তাইলে আপনে হাজার টানলেও কাম হৈব না। ধর্মের ভাষায় কয় আল্লার হেদায়েত। কাজেই আপনে আপনের কাম করেন আর আল্লারে আল্লার কাম (হেদায়েত) করবার দেন। মনে হয় না যে আল্লার উপ্রে উস্তাদি করাটা আল্লার কাছে খুব প্রিয় হৈব ( আল্লায় বিশ্বাস করেনতো? নাকি....)।


@ শয়তান ভাই আপনে কন ভ্যাটের কথা। বাংলাদেশে ভ্যাট কত পারসেন্ট জানি না। এইখানে ২০ % ভ্যাট দিয়া এবং তার উপ্রে আবার আয়কর দিয়া ৩৩ সি এলের ক্যান রিটেলে বিডি টাকায় ৩৫ ৪০ টাকা কৈরা বেচতাসে। নিশ্চই তাগোও লাভ থাকে।

২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৩

ইফতেখার রাসেল বলেছেন: এ অন্যায়........নতুন প্রজন্মকে আমরা কি দিয়ে যাচ্ছি...

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫২

সৌম্য বলেছেন: ক্যানটাতো দেখি পুরাই ফস্টারের মতো।

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৮

অলস ছেলে বলেছেন: বৈকুণ্ঠ: কথা খুব সুন্দর বইলেছেন, তয় আমি আল্লাহ যেইটা করতে বলেছেন, ঠিক তাই বলেছি। মৃত্যুর আগে আইন দিয়াই ইসলাম পালন করাইতে হৈবো, মৃত্যুর পরেরটা আল্লাহর দায়িত্ব। কিন্তু সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ করতে আল্লাহই কৈয়া দিছেন। রাসুল সা: আর তাঁর সাহাবীরা সারা জীবন এইটাই করছেন। আপনার কথা শুনতে বড়ই মধুর লাগে, কিন্তু এইটা ইসলাম না, এইটা সেকুলারিজমের কথা। ইসলামের সিষ্টেমে থাকতে কারো পছন্দ না হৈলে দরজা খোলা আছে, ঘোষণা দিলেই হয়, মাগার পরে আবার মুর্তাদ কৈয়া মুল্লারা ঝাপায়া পড়লে আমি নাই। যাউকগা, মাল খাইলে ইসলামের বাইরে গিয়াই খাইতে হৈবো ভাইয়া।

২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪৮

স্বপ্নকথক বলেছেন: ( ঠোট চাটার ইমো)

যমুনার লাইসেন্স বাতিল করা হোক।

( ইয়ে মানে...কৈ পামু ?? : ) )

২৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪৮

লুথা বলেছেন:
আমি যদিও এইসব খাই না কিন্তু আমি দেশেই বৈধভাবে মদ/বিয়ার তৈরী করার পক্ষে কারন আমাদের দেশে মানুষ এমন তো না যে এইসব খায় না...তাইলে কেন ৪/৫ গুন বেশি দাম দিয়ে খাবে ??

বিভিন্ন বারের সামনে যে দামে বিয়ার মদ বিক্রি হয়, তার চেয়ে কম দামে এইসব খাওয়া অনেক ভালো...

ধর্মের কথা বলে লাভ নাই কারণ যারা খায় তার যত যাই করেন খাবেই...গ্যালাক্সি, সাকুরা, ৫স্টারের বার এইসব যদি না থাকতো তাহলেও তো কথা ছিলো...কিন্তু আছে এবং যারা পান করার ঠিকি পান করে যাচ্ছে এবং যাবে...

এনার্জি ড্রিংকের নামে এলকোহল পান করার চেয়ে বিয়ার নামে পান করাই ভালো...অনেক দামে ডাইল খাওয়ার চেয়ে এইসব কম দামে কিনে খাওয়া ভালো...কয়েকগুন বেশি দাম দিয়ে বিদেশী মদ পান করার চেয়ে দেশের তৈরী মদ পান করা ভালো...

মদ/সিগারেট/বিয়ার এইসব যারা পান করার, এমনিতেই করবে...যারা করবে না, তারা কখনোই করবে না...আমার বন্ধু-বান্ধব আমার কাছে অনেক সময় বোতল রাইখা যায়...কোনদিন ইচ্ছাও করে নাই যে একটু চেখে দেখি...একবার বিদেশ থাইকা একজন এসে এক বোতল হুইস্কী গিস্ট করার পর ৯ মাস পরে ছিলো...সাজায়ে রাখছিলাম কারণ দেখতে ভালোই লাগতো ;);) পরে আরেকজনকে দিয়া দিছি...

নিজের উপর কন্ট্রোল থাকলে এইসব মদ/বিয়ার কোনদিন কোন প্রব্লেম না...যারা পান করার করবে, না করতে চাইলে নাই...

২৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৫৫

জাতি জানতে চায় বলেছেন: এড কিন্তু চমেৎকার হইছে!! ভাইজানের এড ফার্মটার নাম-ঠিকানা দিলে ভাল অইত!!! রোজা-রমজানের দিনে এত হাডাহাডি এককান এড দিছেন, পাবলিকেরতো আপনেরে দেখতে ইচ্ছা করতে পারে!!!!!!!

২৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:২২

অচেনা সৈকত বলেছেন: খুব ভাল খবর।

২৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৪৬

dvWfu বলেছেন: লুথা বলেছেন......এনার্জি ড্রিংকের নামে এলকোহল পান করার চেয়ে বিয়ার নামে পান করাই ভালো...অনেক দামে ডাইল খাওয়ার চেয়ে এইসব কম দামে কিনে খাওয়া ভালো...কয়েকগুন বেশি দাম দিয়ে বিদেশী মদ পান করার চেয়ে দেশের তৈরী মদ পান করা ভালো...
সহমত...

২৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২৪

কানা-বাবা বলেছেন: চলুক।

২৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৩০

ত্রিশোনকু বলেছেন: আমি মোহামমদপুরের টাউন হলের কাছে "সরকারী গাঁজার দোকান" থেকে এক তোলা গাঁজা ১২ টাকা দিয়ে কিনে সেবন করতাম। ১৯৮৬ সালের ৩১শে ডিসেন্বরে শেষ খেয়েছি।

১৯৭৮, ৭৯, ৮০ তে সান্তাহার ও নওঁগায় গাঁজার ক্ষেত থকে জমির মালিককে অনুরোধ করে গাঁজা সংগ্রহ করেছি। সেসব গাঁজার সাথে এখনকার গাঁজার কোন তুলনাই হয় না। বিরক্তিতে গাঁজা আমি ছেড়ে দিয়েছি।

স্বাধীনতার পর বিশ্ব সাস্থ্য সংস্থার সাথে এক চুক্তির জন্যে বাংলাদেশে গাঁজা চাষ বন্ধ হয়ে যায় ১৯৮৪ত। বিপনন বন্ধ হয় ১৯৮৬এর পর।

এবং

এরপরই অনুপ্রবেশ করে ডাইল, হিরোইন ইত্যাদি। আমার জেনারেশনের হিরোইন সেবী পাবেন অনেক কম'।

আমি মনে করি ৯ মাসে এই প্রথম একটা ভাল, বলিস্ঠ পদক্ষেপ ডিজিটাল সরকার নিল।

তবে, বৈকুন্ঠের সাথে আমি একমত। জনগনকে সস্তায় সুরা সরবরাহ করা প্রয়োজন।

৩০| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪৬

ডট কম ০০৯ বলেছেন: গুড নিউজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.