![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটি ছেলে
মন বেশি ভালো নেই, প্রতারিত প্রেমের স্মৃতিরা
বার বার হানা দেয় মুখোশধারী দস্যুর মত;
আমাকে নিঃস্ব বানিয়ে কেড়ে নিতে চায় সব সুখ—
বিরহী পাখির মত অসীম যন্ত্রণা বুকে চেপে
শুয়ে আছি বিছানায় উদোম বালিশে মাথা রেখে;
বাতায়ন খুলে চেয়ে দেখি খোলা আকাশের পানে—
অন্তহীন বিষণ্ণতা নীল-সাগরে ভাসিয়ে দিয়ে
হেসে আছে নীলাকাশ আমার প্রিয়তমার মত;
রক্তবরণ সূর্যটা মিশে যাচ্ছে পশ্চিম দিগন্তে,
সাদা মেঘেরা লুকাচ্ছে আঁধারে নীরব অভিমানে ।
২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০১
অবুজ বালক আমি বলেছেন: আপনার ভাল্লাগছে তাই সত্যি আমি ধন্য
আমার ব্লগে স্বাগতম
ধন্যবাদ
২| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২২
সিগনেচার নসিব বলেছেন: বাহ ! চমৎকার কথামালা
২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৩
অবুজ বালক আমি বলেছেন: ধন্যবাদ ভাই
আমার ব্লগে স্বাগতম
৩| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৩
কানিজ রিনা বলেছেন: এপর্যন্ত কতগুল প্রেমে প্রতারিত হয়েছেন।
২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৫
অবুজ বালক আমি বলেছেন: হাহাহা ........................
এমন সৌভাগ্য আমার এখনও হয়নি ভাই
ধন্যবাদ কমেন্ট করার জন্য
৪| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১:০১
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগা রেখে গেলাম........
২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৪
অবুজ বালক আমি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভাল্লাগছে