![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাল না কিন্তু মাঝে মাঝে ভাল ।আমি শিখতে চাই,আমি জানতে চাই,আমি সবার থেকে আলাদা হতে চাই,আমি সৃজনশীল হতে চাই,আমি মানুষ হতে চাই
আগে গ্রাম গঞ্জে ও শহরে শকুন দেখা জেত। শকুন গুলো নানা দলে ভাগ ছিল একদল আরেক দলের সাথে মারামারি করত।কিন্তু তারা সব সময় দোয়া করতো ।কখন গরুছাগল মারা যায় এবং সবাই সেই মরা গরুছাগল খেত ।তবে এখন শকুন দেখা যায় না কিন্তু তাদের আত্মা গুলো আমাদের দেশের রাজনীতি দলের মধ্যে বেঁচে আছে । আর প্রত্যেক জনগণ তাদের কাছে গরুছাগল। তাই তারা যখন তখন হরতাল দেয়, একে অপরকে গালাগালি করে, যে দল ক্ষমতায় থাকে তারা হরতাল বাধা দেয় আবার অন্য দল হরতাল করে। দেশ গোল্লায় যাক শকুনের আবার কি?
দেশ টা কে এক জন তার বাপের বাড়ি মনে করে ,আরেক জন তার স্বামীর বাড়ি মনে করে আর কিছু জন ধর্মের দোহাই দিয়ে এই বাড়িতে ব্যবসা করে.........
আর জনগণ, গরুছাগল হিসেবে বাড়ির ঘাস খায় আর প্রতিদিন একটা একটা করে জবাই হয় .........।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৬
অচেনাছায়া বলেছেন: বাঁচার উপায়
১।আমেরিকায় যেমনঃ দুবার এর বেশি কেউ ক্ষমতায় থাকতে পারে না এই দেশে তাই করতে হবে। যে এম পি এক বার হেরে যাবে সে কোন দিন নির্বাচন করতে পারবে না।
২। নতুন দল করতে হবে যেখানে যার যার সম্মান দিয়ে তাকে সম্মান করা হবে
৩। দেশ টা কে প্রদেশ এ ভাগ করতে হবে
আরো কাজ আছে.।
২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৯
বোকামন বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৮
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: ভালোই বলছেন.......এর থেকে বাচাঁর আমাদের উপায় কি?