নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে আসি সমুদ্রের ঢেউয়ে,বালুচর চুষে নেয় আমারে।

অধীতি

আপনারেই চিনার তরে,পরিচয় দেই কি করে??

অধীতি › বিস্তারিত পোস্টঃ

ক্রমান্বয়

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৩৫

একদিন,
এইসব দুঃসময়ে
কাচ গলে সূর্যের আলোর প্রতিবিম্ব
তারপর বৃষ্টি নামলে একরাশ নিরবতার সন্ধ্যা
নিকষ রাতের ঘরে ঘুটঘুট অন্ধকার হেটে বেড়ায়
তুমি আর আমি
একটি শরীরে
একটি কল্পলোকে
একটি দূর্ঘটনার মৃত্যুতে
হাজারো বিবেক নির্লিপ্ত করে যাই
বেলা বয়ে যায়
বইয়ের পাতায় ভূমিষ্ট হয় কালো কালো শোকমালা
কেউ একজন গোলাপ কেনে গোলাপী আভায় মত্ত হয়
অতঃপর সন্তোপর্ণে অর্পণ করে
সিরামিকের উপর লেখা হয় শোকগুচ্ছ
পম্পেইয়ের বাসিন্দাদের মত পড়ে থাকে
অপ্রকাশিত কথামালা
কোন নৃতাত্ত্বিক নেই
কোন ভূতাত্ত্বিক নেই
কোন পাঠক নেই
সবাই লেখা প্রসবে ব্যাস্ত
আমার অমর গ্রন্থমালা উলির মাঠির ঘরে।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৩০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

অধীতি বলেছেন: ভালবাসা অবিরাম।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আরো একটা চমৎকার কবিতা।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯

অধীতি বলেছেন: কবিতা পাঠে কৃতজ্ঞতা।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভালবাসা অবিরাম।

ধন্যবাদ।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯

বিজন রয় বলেছেন: কবিতার বক্তব্য গভীর আছে, কিন্তু বানানের দিকে খেয়াল রাখুন।

শুভকামনা, শুভব্লগিং।

০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২১

অধীতি বলেছেন: ধন্যবাদ আপনাকে।বানানে আরো যত্নবান হবো।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪

রূপম রিজওয়ান বলেছেন: অনেক দিন পর দেখলাম মনে হচ্ছে আপনাকে? কেমন আছেন বলুন? প্রোগ্রামে আসছেন?

০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৩

অধীতি বলেছেন: পারিবারিক অনুষ্ঠানে বাড়িতেছিলাম। দেরীতে উত্তরের জন্য ধন্যবাদ।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:১৬

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতাটি সন্ধ্যার বৃষ্টির মতো আলতো ভিজিয়ে গেল-
যেন, কবিতার মোহে আমিও ক্রমন্বয়ে বিবশ রইলাম!

শুভকামনা-

০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১২

অধীতি বলেছেন: এত সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।আপনার কবিতায় আমি হারিয়ে যাই শব্দের খেলায়।

৭| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৬

খায়রুল আহসান বলেছেন: সুন্দর শিরোনামে সুন্দর কবিতা। কিন্তু, বিজন রয় যেমনটি বলেছেন: কবিতার বক্তব্য গভীর আছে, কিন্তু বানানের দিকে খেয়াল রাখুন, সেটা ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.