নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনাকুনি দুটো কেদারায় সস্তা আলাপনে
ঠিকরে পড়া জোৎস্না স্নানে বাতায়ন দাও খুলে
নিশিথের দল নিশাচর যবে মনেতে সন্ধ্যা ঘোর
প্রেম-প্রণয়ের সুরের ছন্দে কখন হবো প্রেমাচর?
রাত্রির তরে উঠোন পেতে বসে রই একাকার
তিমির ঘেষা পূবের কোনে চাঁদ কেনো নিরকার?
প্রদীপ জালো প্রদীপ জালো রাত্রির জোৎস্না
বিহঙ্গ সব গান জুড়ে দাও ভাঙ্গো নিরবতা।
বেলা ফুরোবার তরে
অস্ত সূর্য পথ ধরেছে পশ্চিমা গগনে
হাল ধরো ভাই, হাল ধরো ভাই বিকেল হবার ক্ষণে
সূর্যাস্ত হলে পরে সাঙ্গ লীলা হবে।
©somewhere in net ltd.