নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুকাল এমন সন্ধ্যা নামেনি বিশখালীতে
সূর্যের রক্তাক্ত আবরণ অনুভব করেনি কেউ
ঢেউ দেখেনি কেউ আহ্লাদে আকুলতায়
একগাদা থু নিক্ষেপে জলের নৌকা ওপারে পৌঁছে।
কলকল ধ্বনি মোহবন্ধ করেনি কাউকে
সায়হ্নের নিঝুম প্রগাঢ়তা অনুভব করেনি কেউ
বিভোর হয়নি জলের আছড়ে পড়া টেউয়ে মূর্ছনায়
ময়লার স্তুপে জল থৈ থৈ শব্দে মন নাচে প্রবাসে।
ক্লান্ত রথে জীবনানন্দ থমকে তাকিয়ে
মরু হয়ে যাওয়া ধানসিঁড়ি তার মনে রাখেনি কেউ
খোঁজ নেয়নি ধান-শালিকের ফিরে আসা সন্ধায়
দিনশেষে ছোট্ট খাল বয়ে চলে মোহনায়;ধানসিঁড়ি পরিচয়ে।
এখানে বহুকাল সন্ধ্যা আসেনি কবিতা হয়ে
এখনো সন্ধ্যা আসে কবিতার বেশে খবর নেয়না কেউ
কবিতার স্কেচে ছন্দহীন ব্যাকুলতায়
আমার বিশখালী রোজ দোলা দিয়ে যায়;সন্ধ্যার বাতায়নে।
২| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৩
অধীতি বলেছেন: ধন্যযোগ,পরামর্শের জন্য। খেয়াল রাখবো সামনে।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৮
আল-ইকরাম বলেছেন: কবিতাটি পড়ে ভাল লাগলো। উপস্থাপনায় স্পষ্টতা বিদ্যমান। তবে ভাষা আরও সাবলীল হলে শ্রুতিময়তা বৃদ্ধি পেত। শুভ কামনা রইল।