নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে আসি সমুদ্রের ঢেউয়ে,বালুচর চুষে নেয় আমারে।

অধীতি

আপনারেই চিনার তরে,পরিচয় দেই কি করে??

অধীতি › বিস্তারিত পোস্টঃ

ভ্রান্তি বিলাস

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫৩

অদ্ভুত মোহ পড়ে আছে সোডিয়াম আলোয়
দাঁড় কাকের মত ভয়াতুর সতর্কতায় প্রেম আসে
দূরে বসে আবার চলে যায় নীড়ে ফেরা বকের পালের মতন
অস্থিতিশীল দর্শনেরা হেঁটে চলছে বিড়ম্বনার সঙ্গে
সোডিয়াম বাতি মোহ ঢালছে সন্ধ্যে নাগাদ
সভা-সমাবেশ থেকে ঈমান বিক্রির দরপত্রের আহ্বান ভেসে আসছে
সস্তায় ঈমান কেনার নিলামে হাতাহাতি
যারা ঈমান পায়নি তাদের বেঁচে থাকার অধিকার নেই
রক্তমশালে ঘি ঢালা প্রজাপতি মাঝে মাঝে
উৎফুল্ল চিত্তে আগুনের আঁচে মুখথুবড়ে পড়ে
কিন্তু বিশ্বাস করেনা সেটা আগুনের আঁচ
অথবা কামনা করে সেই আগুনের
যে আগুন প্রশ্নবিদ্ধ করে মানব অস্তিত্ব
অশরীরীর জন্মই যে আগুনে
সে আগুনে মাটিই ইট হয়ে গেছে
মাটি নেই ইটেই অস্তিত্ব খুঁজে প্রাণ
ইট আগুনের তৈরি
মাটি নেই কোথাও
মাটির মানুষগুলো আগুনের তারা হয়ে গেছে।

ছবিঃ পিন্টারেস্ট

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩৮

শায়মা বলেছেন: এত কঠিন কবিতা কেনো?

শেষে এসে মনে হলো মৃত মানুষগুলো তারা হয়ে জ্বলছে।

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৪৯

অধীতি বলেছেন: মাত্র লেখালেখির শুরু।কখনো কবিতার অর্থ দাড় করানো,কখনো ছন্দমিল কখনো স্কেচিং এসব চেষ্টা করতে করতে কবিতা আর কবিতা থাকছেনা। তারপরেও কষ্ট করে পড়েছেন। কৃতজ্ঞতা জানবেন।

২| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: কবিতা পড়ে আসলেই ভ্রান্তির মধ্যে পড়ে গেলাম।

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫১

অধীতি বলেছেন: সরলতায় ফিরে আসুন, আরামে বাঁচুন।

৩| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১০:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: আহা ভ্রান্তিবিলাসই বটে! পরের স্তবকটা বেশি ভালো লেগেছে।
পোস্টে দ্বিতীয় লাইক।

শুভকামনা জানবেন।

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫৩

অধীতি বলেছেন: আপনিও শুভেচ্ছা নিন। কবিতা পড়ার কৃতজ্ঞতা নিবেন।

৪| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫৯

মা.হাসান বলেছেন: ঈমান বিক্রির দরপত্র - নতুন শব্দগুচ্ছ, ভালো লাগলো।
ভয়াতুর সতর্কতায় প্রেম আসে- এখন কি আর তেমন আছে? এখন মানুষ বাসে ট্রেনে চড়ার মতো করে বিয়ে করে, প্রেম তো আরো জলো হয়ে গেছে।

২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০১

অধীতি বলেছেন: প্রেম আসেনা কামনা আসে।এখন সব কামনা। জন ডানের ধারণার মত "প্রেম দেহ সম্ভোগহীন কোন পবিত্র বস্তু নয়।"
এখন সেটাকেও ছাড়িয়ে যাচ্ছে সব।

৫| ২৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:১০

খায়রুল আহসান বলেছেন: "মাটি নেই ইটেই অস্তিত্ব খুঁজে প্রাণ" - কঠিন, তবে অসম্ভব নয়।
ঈমান বিক্রির দরপত্র আহ্বানের ভাবনাটা বেশ অভিনব।

২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৭

অধীতি বলেছেন: চারিদিকে এখন ঈমান বিক্রি করছে। আপনি চাইলেই কিনতে পারবেন।আশেপাশে প্রচুর পাবেন এদেরকে।

৬| ২৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: যাক আপনি সেফ হয়েছে।

কবিতার শেষের লাইনে তারা (যা আকাশের তারা বুঝায়) হবে তাঁরা যদি হয় তবে মানুষ বুঝাবে।

একটু কঠিন হলেও দুর্বোধ্য নয়।

২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৪

অধীতি বলেছেন: ধন্যবাদ, ঠিক করে নিচ্ছি।

৭| ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। ভালো লেগেছে

০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬

অধীতি বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.